নারায়ণ রাও: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
BengaliHindu (আলোচনা | অবদান)
সংশোধন
BengaliHindu (আলোচনা | অবদান)
রচনাশৈলী
৮০ নং লাইন:
শরীরের যত নিশ্বাস ছিল তার থেকে বেশি টুকরো হলেন নারায়ণ রাও।
 
== পরবর্তী ঘটনাবলি ==
 
অভিশপ্ত শনিবার বড়া কে ঘিরে আছে এক শনি মন্দির ও পাঁচ দরজা। 5 টি বড় দরজা, স্তম্ভ, বাগান, ঝর্ণা যা এখনও আকর্ষণীয়। এটি নির্মাণ করতে খরচ হয়েছিল 16,110 টাকা। পাঁচটি দরজা হলো দিল্লি দরওয়াজা, মাস্তানি দরওয়াজা, খিড়কি দরওয়াজা, গনেশ দরওয়াজা, এবং দক্ষিণের বেল গাছের পাশে বেলি দরজা। এই বেলি দরজা দিয়েই  সেই অভিশপ্ত রাতে নারায়ণ রাওয়ের টুকরো দেহ গার্দিরা মটকি ভরে নিয়ে বেরল। নদীর জলে মটকি ভাসিয়ে দিল। এই দরজা আজ তাই নারায়ণ দরজা নামে পরিচিত। সকাল হতেই চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। প্রজাগন ধিক্কার দিয়ে উঠল । রঘুনাথএর সিংহাসন দরকার ছিল? নিজের ছেলে আর ভাইয়ের ছেলের মধ্যে পার্থক্য কি?  মারাঠা জাতর কি বড় লজ্জা। খুনের ঘটনার ছানবিন হল। বিচারে আনন্দই বাঈ, সুমের সিং, রঘুনাথ দসী সাব্যস্ত হল। রঘুনাথ কূটনীতিক  ছিলেন। সব দায় আনন্দই এর ওপর দিয়ে নিজে রেহাই পেলেন। আনন্দই পাপ মোচনের প্রায়শ্চিত্ত করতে বাকি জীবন হোম যোগ করেই কাটায়। মারাঠা সমাজ কিন্তু রঘুনাথকে মেনে নেয় না।
অভিশপ্ত শনিবার বড়া কে ঘিরে আছে এক শনি মন্দির ও পাঁচ দরজা। 5 টি বড় দরজা, স্তম্ভ, বাগান, ঝর্ণা যা এখনও আকর্ষণীয়। এটি নির্মাণ করতে খরচ হয়েছিল 16,110 টাকা।
 
 
পাঁচটি দরজা হলো দিল্লি দরওয়াজা, মাস্তানি দরওয়াজা, খিড়কি দরওয়াজা, গনেশ দরওয়াজা, এবং দক্ষিণের বেল গাছের পাশে বেলি দরজা।
 
এই বেলি দরজা দিয়েই  সেই অভিশপ্ত রাতে নারায়ণ রাওয়ের টুকরো দেহ গার্দিরা মটকি ভরে নিয়ে বেরল। নদীর জলে মটকি ভাসিয়ে দিল।এই দরজা আজ তাই নারায়ণ দরজা নামে পরিচিত।
 
 
সকাল হতেই চারিদিকে খবর ছড়িয়ে পড়ল। প্রজাগন ধিক্কার দিয়ে উঠল । রঘুনাথএর সিংহাসন দরকার ছিল? নিজের ছেলে আর ভাইয়ের ছেলের মধ্যে পার্থক্য কি?  মারাঠা জাতর কি বড় লজ্জা।
 
খুনের ঘটনার ছানবিন হল।
 
 
 
বিচারে আনন্দই বাঈ, সুমের সিং, রঘুনাথ দসী সাব্যস্ত হল। রঘুনাথ কূটনীতিক  ছিলেন। সব দায় আনন্দই এর ওপর দিয়ে নিজে রেহাই পেলেন।
 
আনন্দই পাপ মোচনের প্রায়শ্চিত্ত করতে বাকি জীবন হোম যোগ করেই কাটায়। মারাঠা সমাজ কিন্তু রঘুনাথকে মেনে নেয় না।
 
 
== তথ্যসূত্র ==