উইকিপিডিয়া:নতুন নিবন্ধ শুরুকরণ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Sifat little Mr (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
Sifat little Mr (আলাপ)-এর করা 1টি সম্পাদনা বাতিল। (টুইং)
ট্যাগ: পূর্বাবস্থায় ফেরত
১ নং লাইন:
{{pullbox|নিবন্ধ লেখা|শিখুন কিভাবে একটি নিবন্ধ তৈরি করতে হয়|3=|4=এই পাতাটি কোনো '''নতুন নিবন্ধ লেখার স্থান না''', প্রকৃতপক্ষে এটি '''নতুন নিবন্ধ কিভাবে লিখবেন''' তা জানার জায়গা।<br />
হোমার এবং রেসিং হোমারঃ
পরীক্ষা-নিরীক্ষার জন্য [[উইকিপিডিয়া:খেলাঘর|খেলাঘর]] ব্যবহার করুন অথবা [[উইকিপিডিয়া:ব্যবহারকারীর_পাতা| ব্যবহারকারী পাতা]] ব্যবহার করুন। নতুন নিবন্ধ তৈরি করতে [[উইকিপিডিয়া:নিবন্ধ উইজার্ড|নিবন্ধ উইজার্ড]] ব্যবহার করুন।
হোমার এবং রেসিং হোমারের ভেতর পার্থক্য কি?
 
এ ব্যাপারে খুব প্রচলিত একটি কথা আছে - প্রতিটি রেসিং হোমার কবুতরই #হোমার প্রজাতীর কিন্তু সব হোমার কবুতর #রেসিং_হোমার নয়।
}}
কথাটা এভাবেও বলা যায় #হোমার হচ্ছে ব্রীডের নাম আর #রেসিং এর ক্ষমতা হচ্ছে এই হোমার প্রজাতীর #কিছু কবুতরের গুন বা বৈশিষ্ট্য।
{{redirect|Help:New|the new contributors' help page|Wikipedia:New contributors' help page}}
কবুতরের রেস করার জন্য বিশেষ ভাবে নির্বাচিত কবুতরের ক্রস ব্রীডিং এর মাধ্যমে #হোমার প্রজাতীর কবুতর তৈরি করা হয়েছে, প্রাথমিক পর্যায়ে যার মূল বা বিশেষ ক্ষমতা ছিলো “হোমিং এবিলিটি” বা বাড়ি চিনে ফিরে আসার ক্ষমতা। আর এই কাজের জন্য প্রয়োজনীয় লম্বা সময় ধরে বিশ্রামহীন ওড়ার সক্ষমতা।
{{Shortcut|WP:SAA|WP:CREATE}}
১৭৮৯ সালে, ফরাসী বিপ্লবের বছরে শুরু হয়ে পরবর্তী ১৫০ বছরে বিভিন্ন ধাপ পার হয়ে ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে আমরা আধুনিক রেসিং কবুতর প্রজাতী উৎপত্তি দেখতে পাই বেলজিয়ামে। বিভিন্ন লেখকরে লেখনীতে এই প্রজাতীর সৃষ্টির জন্য ব্যবহৃত অনেক ধরনের স্টক ব্রীডের নাম পাওয়া যায়। যার ভেতর যেমন হাই ফ্লাইয়ার আছে তমন ক্যারিয়ার প্রজাতীও আছে। সেটা অন্য আলোচনা এবং অনেক ব্যাপক তার পরিধী - রেসিং হোমারের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট।
{{wikipedia article creation}}
বেলজিয়ামে কবুতরের রেসিং জনপ্রিয় হয়ে উঠতে শুর করলে প্রথম দিকের হোমার কবুতরের হোমিং এবিলিটির সাথে #গতী একটি বিশেষ গুরুত্বপূর্ন ক্ষমতা হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করে। প্রতিযোগীতার ডামাডোলে ধীরে ধীরে বুদ্ধি এবং সিদ্ধান্ত নেবার ক্ষমতাও আতশ কাচের নীচে আসতে শুরু করে। জয়ের জন্য মরিয়া ফেন্সিয়ারদের সুনির্বাচিত ব্রীডিং প্রোগ্রামের ফলে কম গতী, কম বুদ্ধি, সিদ্ধান্তে দোদুল্যমান হোমারগুলো ছিটকে পড়তে শুরু করে প্রতিযোগীতা থেকে। বিজয়ী গতীর ঝলক দেখানো নির্বাচিত হোমারগুলোর ভেতর ব্রীডিং এর ফলে গতীময় বুদ্ধিদ্বীপ্ত রেসীং হোমার এর এক বিশেষ দল তৈরী হয়। আবার এদের মাঝেও হোমিং এবিলিটির ওপর নির্ভর করে তৈরি হতে থাকে একাধিক উপদল। শর্ট ডিস্ট্যান্স বা স্প্রিন্ট রেসার যারা অনধিক ৫০০ কিমি রেসে বিশেষায়ীত। ৭০০ থেকে হাজার কিমি এর অধিক দুরত্বে রেস করতে সক্ষম লং ডিস্ট্যান্স রেসিং হোমার। ইদানীং আবার এক্সট্রিম লং ডিস্ট্যান্স রেসিং হোমার এর আরেক স্পেশালাইজড উপদল বের হয়ে এসছে যারা দেড় দুই হাজার কিমি রেস করতে সক্ষম!
[[File:How to create a Wikipedia article - Right to science and culture.ogv|thumb|কিভাবে একটি উইকিপিডিয়া নিবন্ধ তৈরি করা হয় এই স্ক্রিনকাস্টটি দেখুন]]
অন্যদিকে রেসিং প্রতিযোগীতা থেকে ছিয়কে পড়া হোমারগুলো আস্তে আস্তে যায়গা করে নিতে শুরু করে #শো কবুতর হিসেবে। যাদের ব্রীডিং এর মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় রঙ এবং আকৃতির সৌন্দর্য। গতী, হোমিং এবিলিটি, বুদ্ধির প্রখরতা উপেক্ষিত এই ব্রীডিং প্রোগ্রামের ফল হিসেবে শো হোমার এমনকি তাদের মূল বৈশিষ্ট্য হোমিং এবিলিটিও অনেকাংশে হারিয়ে ফেলেছে।
আবার কিছু ফেন্সিয়ারদের লফটে প্রতিযোগীতাহীন উড়ানোর আনন্দ দেয়া একদল হোমার টিকে আছে তাদের হোমিং এবিলিটি নিয়ে কিন্তু হারিয়েছে প্রতিযোগীতা মূলক গতীর গুন। এরা অনেক দূর দুরান্ত থেকে বাড়ীতে ফিরতে পারলেও ধীর গতির কারনে প্রতিযোগীতায় অংশ নিতে অক্ষম।
পরিশেষে এটাই বলা যায় হোমিং এবিলিটির সাথে গতির সক্ষমতা একটি হোমার কবুতরকে সাম্ভাব্য রেসিং হোমার বানায়। গতি, হোমিং এবিলিটি সহ অন্যান্য প্রয়োজনীয় গুন গুলো যেহেতু বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে স্থানান্তরিত হয় তাই রেসিং হোমারের ক্ষেত্রে ব্লাড লাইন একটি গুরুত্বপূর্ন ব্যাপার। তবে এটাও মনে রাখতে হবে উকিল পূত্র যেমন সব সময় যুক্তিবোধে প্রখর হয় না তেমনি ভালো ব্লাড লাইন হলেই একটি কবুতর যে ভালো রেসার হবে তেমন নয়।
তাই যেখানে শুরু সেখানেই শেষ-
প্রতিটি রেসিং হোমারই হোমার প্রজাতীর হলেও সব হোমার কিন্তু রেসার নয়। গতি আর নীড়ে ফেরার ক্ষমতাই একটি রেসারকে সাধারন হোমার থেকে আলাদা করে রাখে।
 
== কিভাবে শুরু করবেন ==