উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আ হ ম সাকিব (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
৬ নং লাইন:
'''নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি''' বা '''Neutral point of view''' ('''NPOV''') হল [[meta:Foundation issues|উইকিমিডিয়া ফাউন্ডেশনের মৌলিক নীতি]] এবং [[WP:5P|উইকিপিডিয়ার মূলভিত্তি]]। উইকিপিডিয়ার একটি মূলনীতি হল যেকোন নিবন্ধ '''নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি''' থেকে লিখতে হবে। অর্থাৎ নিবন্ধে বিষয়বস্তু সংক্রান্ত সমস্ত সংখ্যাগরিষ্ঠ ও গুরুত্বপূর্ণ-সংখ্যালঘিষ্ঠ মতামতের যথাযথ ও পক্ষপাতহীন প্রতিফলন ঘটবে। উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা [[জিমবো ওয়েলস]]-এর মতে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি উইকিপিডিয়ার একটি '''পরম ও আপসহীন''' (absolute and non-negotiable; [http://mail.wikipedia.org/pipermail/wikien-l/2003-November/008096.html]) মূলনীতি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে নির্দেশনার জন্য [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি টিউটোরিয়াল|টিউটোরিয়াল]] দেখুন।
 
যেকোন নিবন্ধ পক্ষপাতহীনভাবে লিখতে হবে এবং সমস্ত সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘিষ্ঠ মতামতের উপযুক্ত প্রতিফলন ঘটাতে হবে—এটিই হল নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির মূলনীতি। এই মূলনীতিটি সহজেই ভুল বোঝার সম্ভাবনা রয়েছে। কোন নিবন্ধ কেবলমাত্র নির্দিষ্ট একটি পক্ষপাতহীন, নৈর্ব্যক্তিক দৃষ্টিভঙ্গি থেকেই লেখা সম্ভব—এই মূলনীতিটি সেটির দিকে দিকে নির্দেশ করছে না। এর বদলে নীতিটি বলছে: '''কোন সম্পাদনাসংক্রান্ত সংঘাতে, জড়িত বিভিন্ন পক্ষের মতামতের “উপযুক্ত প্রতিফলন” ঘটাতে হবে, অর্থাৎ নিবন্ধটিতে এমন কোন কিছু লেখা বা ইঙ্গিত দেয়া যাবে না যাতে মনে হয় কেবলমাত্র একটি পক্ষের মতই সঠিক'''। উইকিপিডিয়ানরা সবাই মিলে পক্ষপাত এড়ানোর চেষ্টা করার সুযোগ পান বলেই উইকিপিডিয়া এতো ভিন্ন।
 
পক্ষপাতহীনভাবে লেখার জন্য অনুশীলনের প্রয়োজন। যাঁরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির শিল্পটি আয়ত্ত করেছেন, তাঁরা এ-সংক্রান্ত [[উইকিপিডিয়া:নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি টিউটোরিয়াল|টিউটোরিয়াল]] তৈরিতে সাহায্য করতে পারেন।