বিপি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৩৩ নং লাইন:
{{as of|২০১৭|ডিসেম্বর|৩১}}, বিশ্বব্যাপী ৭৯টি&nbsp;দেশে বিপির কার্যক্রম ছিল, উৎপাদন করেছে {{convert|3.6|e6oilbbl/d}} [[Barrel of oil equivalent|তেল]] সমপরিমাণ জ্বালানি, এবং তেলের সমতুল্য জ্বালানীর মোট প্রমানিত রিজার্ভ ছিল মোট {{convert|18.441|e9oilbbl}}। <ref name="AR17-glance"/> সারা বিশ্বে কোম্পানিটির ১৮ হাজার ৩০০ সার্ভিস স্টেশন রয়েছে।<ref name="AR17-glance"/> এর সবচেয়ে বড় শাখা যুক্তরাষ্ট্রের বিপি আমেরিকা। হাইড্রো-কার্বন মজুত ও উৎপাদনে বিশ্বের সবচেয়ে বড় তেল এবং গ্যাস কোম্পানি রাশিয়ার রসনেটে ১৯ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে বিপির।<ref name=":2">{{Cite journal|last=Overland|first=Indra|last2=Godzimirski|first2=Jakub|last3=Lunden|first3=Lars Petter|last4=Fjaertoft|first4=Daniel|date=2013|title=Rosneft's offshore partnerships: the re-opening of the Russian petroleum frontier?|url=https://www.researchgate.net/publication/259431566_Rosneft%27s_offshore_partnerships_The_re-opening_of_the_Russian_petroleum_frontier|journal=Polar Record|language=en|volume=49|issue=2|pages=140–153|doi=10.1017/S0032247412000137|issn=0032-2474|via=}}</ref>বিপি একটি পাবলিক লিমিটেড কোম্পানি। বিপি [[লন্ডন স্টক এক্সচেঞ্জ]] -এ একটি প্রাথমিক তালিকায় রয়েছে এবং [[এফটিএসই ১০০ সূচী]] এর একটি সংগ্রাহক। এটির [[ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জ]] এবং [[নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ]] এর মধ্যবর্তী তালিকাভুক্তি রয়েছে।
[[বার্মা অয়েল]] কোম্পানির সহায়ক হিসেবে ১৯০৮ সালে প্রতিষ্ঠিত [[অ্যাংলো-পার্সিয়ান অয়েল কোম্পানি]] বিপির আদি প্রতিষ্ঠান। ১৯৩৫ সালে এটি অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পাানি ও ১৯৫৪ সালে "ব্রিটিশ পেট্রোলিয়ামে" পরিণত হয়। <ref name="BPhistory-postwar"/><ref name=time020610/> ১৯৫৯ সালে কোম্পানিটি মধ্যপ্রাচ্য থেকে আলাস্কা পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং উত্তর সাগরে তেল হ্রাস করা প্রথম কোম্পানিগুলির মধ্যে এটি অন্যতম ছিল। কোম্পানিটি ১৯৭৮ সালে স্ট্যান্ডার্ড অয়েল অব ওহিয়ো অধিগ্রহণ করে। পূর্বে বেশিরভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন থাকলেও, ব্রিটিশ সরকার ১৯৭৯ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত কোম্পানিটির ব্যক্তিগতকরণ করেছিল। ১৯৯৮-এ ব্রিটিশ পেট্রোলিয়াম [[অ্যামাকো]] এর সঙ্গে একত্রিত হয়, ফলে হয়ে ওঠে '''বিপি অ্যামাকো পিএলসি''', এবং ২০০০ সালে আটলান্টিক রিচফিল্ড কোম্পানি (আরকো) ও বার্মা ক্যাস্ট্রোল অধিগ্রহণের পর ২০০১ সালে কোম্পানিটি "বিপি পাবলিক লিমিটেড কোম্পানি"-এ পরিণত হয়। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত, বি.পি. রাশিয়ার [[টিএনকে-বিপি]] যৌথ উদ্যোগে অংশীদার ছিল।
বিপি বেশ কয়েকটি প্রধান পরিবেশ ও নিরাপত্তা দুর্ঘটনায় সরাসরি জড়িত হয়েছে। তাদের মধ্যে ২০০৫ সালের টেক্সাস সিটি রিফাইনারি বিস্ফোরণটি ছিল অন্যতম, যার ফলে ১৫ শ্রমিকের মৃত্যু ঘটে এবং এর ফলে একটি রেকর্ড পরিমান জরিমানার সম্মুখীন হতে হয়েছিল; ব্রিটেনের বৃহত্তম তেল দুর্ঘটনা, ১৯৬৭-এ "টরি ক্যানিয়ন" এর ধ্বংস হওয়া; এবং ২০০৬ সালের প্রুডো বে তেল দুর্ঘটনা, আলাস্কা এর উত্তর ঢালে সবচেয়ে বড় তেলের দুর্ঘটনা যার ফলে ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সিভিল জরিমানা হয়েছিল, সেই সময়ের তেলের দুর্ঘটনার জন্য সর্বোচ্চ প্রতি ব্যারেল জরিমানা হয়েছিল।
'https://bn.wikipedia.org/wiki/বিপি' থেকে আনীত