রবীন্দ্রনাথ ঠাকুর: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][পরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Habibshohag123 (আলোচনা | অবদান)
মঞ্জুর আলম (আলোচনা | অবদান)
→‎যৌবন (১৮৭৮-১৯০১): বিষয়বস্তু যোগ করলাম
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৬৩ নং লাইন:
১৮৭৮ সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] যান রবীন্দ্রনাথ।<ref name = rabindrajibankatha18-19>''রবীন্দ্রজীবনকথা'', পৃ. ১৮-১৯</ref> প্রথমে তিনি [[ব্রাইটন|ব্রাইটনের]] একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন।<ref name = rabindrajibankatha18-19/> ১৮৭৯ সালে [[ইউনিভার্সিটি কলেজ লন্ডন|ইউনিভার্সিটি কলেজ লন্ডনে]] আইনবিদ্যা নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্যচর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি।<ref name = rabindrajibankatha18-19/> ইংল্যান্ডে থাকাকালীন [[উইলিয়াম শেকসপিয়র|শেকসপিয়র]] ও [[ইংরেজি সাহিত্য|অন্যান্য ইংরেজ সাহিত্যিকদের]] রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন ''[[রিলিজিও মেদিচি]]'', ''[[কোরিওলেনাস]]'' এবং ''[[অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা]]''।<ref name="Thompson_1926_31">{{harvnb|Thompson|1926|p=31}}</ref> এই সময় তাঁর ইংল্যান্ডবাসের অভিজ্ঞতার কথা ''[[ভারতী]]'' পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠভ্রাতা [[দ্বিজেন্দ্রনাথ ঠাকুর|দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের]] সমালোচনাসহ<ref name = rabindrajibankatha18-19/> প্রকাশিত হত ''[[:s:য়ুরোপ-প্রবাসীর পত্র|য়ুরোপযাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা]]'' নামে।<ref name = sarbanajer8/> ১৮৮১ সালে সেই পত্রাবলি ''[[:s:য়ুরোপ-প্রবাসীর পত্র|য়ুরোপ-প্রবাসীর পত্র]]'' নামে গ্রন্থাকারে ছাপা হয়। এটিই ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্যগ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ।<ref name = rabindrajibankatha18-19/> অবশেষে ১৮৮০ সালে প্রায় দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন।<ref name = rabindrajibankatha18-19/>
 
১৮৮৩ সালের ৯ ডিসেম্বর (২৪ অগ্রহায়ণ, ১২৯০ বঙ্গাব্দ) ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায়চৌধুরীর কন্যা [[মৃণালিনী দেবী|ভবতারিণীর]] সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়।<ref name = mrinalinidevi>"জীবনপঞ্জি: মৃণালিনী দেবী", ''চিঠিপত্র'', প্রথম খণ্ড, রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বভারতী গ্রন্থনবিভাগ, কলকাতা, ১৪০০ সং, পৃ. ১৭৯-৮১</ref> বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী (১৮৭৩–১৯০২ )।<ref name = mrinalinidevi/> রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন পাঁচ জন: মাধুরীলতা (১৮৮৬–১৯১৮), [[রথীন্দ্রনাথ ঠাকুর|রথীন্দ্রনাথ]] (১৮৮৮–১৯৬১), রেণুকা (১৮৯১–১৯০৩), মীরা (১৮৯৪–১৯৬৯) এবং শমীন্দ্রনাথ (১৮৯৬–১৯০৭)।<ref name = mrinalinidevi/> এঁদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও শমীন্দ্রনাথের মৃত্যু ঘটে।<ref name="Dutta_1995_373">{{harvnb|Dutta|Robinson|1995|p=373}}</ref>
 
[[চিত্র:Robi Kuthibari0002.JPG|thumb|220px|[[শিলাইদহ|শিলাইদহ কুঠিবাড়ি]], বর্তমান চিত্র]]