উইলফ্রেড রোডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত রূপ!
৫৮ নং লাইন:
}}
 
'''উইলফ্রেড রোডস''' ({{lang-en|Wilfred Rhodes}}; [[জন্ম]]: [[২৯ অক্টোবর]], [[১৮৭৭]] - [[মৃত্যু]]: [[৮ জুলাই]], [[১৯৭৩]]) ইয়র্কশায়ারের কির্কহিটনে জন্মগ্রহণকারী [[ইংল্যান্ড|ইংল্যান্ডের]] বিখ্যাত ও পেশাদার আন্তর্জাতিক [[ক্রিকেট]] তারকা ছিলেন। ১৮৯৯ থেকে ১৯৩০ সাল পর্যন্ত [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] পক্ষে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] অংশগ্রহণ করেন তিনি। দলে তিনি মূলতঃ [[অল-রাউন্ডার]] ছিলেন। প্রথম ইংরেজ ক্রিকেটার হিসেবে ১,০০০ [[রান (ক্রিকেট)|রান]] ও ১০০ [[উইকেট]] নিয়ে টেস্ট ক্রিকেটে [[Doubleডাবল (cricketক্রিকেট)|ডাবল]] লাভ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি| ইউআরএল= http://stats.espncricinfo.com/ci/content/records/282786.html| শিরোনাম = 1000 run and 100 wickets| প্রকাশক = espncricinfo| সংগ্রহের-তারিখ = 1 March 2010}}</ref> [[কাউন্টি ক্রিকেট|কাউন্টি ক্রিকেটে]] [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ারের]] প্রতিনিধিত্ব করেন তিনি।
 
== প্রারম্ভিক জীবন ==
৬৭ নং লাইন:
প্রকাশিত বিজ্ঞাপনের প্রেক্ষিতে ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের মাঠকর্মী হিসেবে রোডস আবেদন করেন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার কারণে ক্লাব কর্তৃপক্ষ তাঁকে নিয়োগ দেয়নি।<ref>Rogerson, pp. 38–9.</ref> আগস্ট, ১৮৯৭ সালে দলীয় অধিনায়ক [[মার্টিন হক|লর্ড হকের]] সাথে মাঠে শৃঙ্খলাভঙ্গের কারণে স্পিনার [[ববি পিল|ববি পিলকে]] বিতাড়িত করা হয়। ফলে তাঁর স্থলে রোডসের আবেদনক্রমে অন্তর্ভুক্ত করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://cricketarchive.com/Archive/Scorecards/195/195141.html |শিরোনাম = Yorkshire v Yorkshire Colts in 1897 | প্রকাশক = CricketArchive | সংগ্রহের-তারিখ = 7 November 2009}}</ref>
 
== কাউন্টি ক্রিকেট ==
১৮৯৮ সালে [[Left-arm orthodox spin|ধীরগতির বামহাতি বোলার]] হিসেবে ইয়র্কশায়ারের পক্ষে খেলা শুরু করেন। কাউন্টি একাদশের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম খেলায় তাঁর অংশগ্রহণ বেশ হতাশাব্যঞ্জক ছিল। পিলের প্রবল প্রতিপক্ষ [[Albert Cordingley|আলবার্ট কর্ডিংলি]] পান নয় উইকেট।<ref>Rogerson, pp. 39–40.</ref> পাশাপাশি কার্যকরী ব্যাটসম্যান হিসেবেও দলে অবদান রাখেন। তিনি খুব দ্রুত বিশ্বের অন্যতম সেরা স্লো বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
[[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধের]] পূর্বে তাঁর ব্যাটিংয়ে দক্ষতা বেশ বাড়তে থাকে ও [[জ্যাক হবস|জ্যাক হবসের]] সাথে ইংল্যান্ড দলের [[ব্যাটিং অর্ডার#Opening batsmen or openers|ব্যাটিং উদ্বোধনে]] মাঠে নামতেন।<ref>Rogerson, pp. 92–93.</ref> এসময় তাঁর [[বোলিং (ক্রিকেট)|বোলিংও]] ছিল ঈর্ষনীয়।<ref name="obituary">{{ওয়েব উদ্ধৃতি| শেষাংশ = Cardus| প্রথমাংশ = Sir Neville| ইউআরএল=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/152485.html| শিরোনাম = Wilfred Rhodes&nbsp;– Yorkshire personified (Wisden obituary)| কর্ম = Wisden Cricketers' Almanack| বছর = 1974| প্রকাশক = John Wisden & Co | অবস্থান = London | সংগ্রহের-তারিখ = 9 November 2009}}</ref> কিন্তু বিশ্বযুদ্ধের পর ইয়র্কশায়ারের প্রথমসারির বোলারের মর্যাদা হারাতে থাকেন।<ref>Rogerson, pp. 10, 72.</ref> ১৯২০-এর দশকে অল-রাউন্ডার হিসেবে খেলতে থাকেন ও ১৯৩০ সালে ক্রিকেট থেকে অবসর নেন। দলে তাঁর স্থলাভিষিক্ত হন [[হেডলি ভেরিটি]]।
 
১৯২৩ মৌসুমে ছয়জন ব্যাটসম্যানের একজন হিসেবে দলের পক্ষে সহস্রাধিক প্রথম-শ্রেণীর রান সংগ্রহ করেছিলেন। অন্যরা হচ্ছেন - [[মরিস লেল্যান্ড]], [[পার্সি হোমস]], [[হার্বার্ট সাটক্লিফ]], [[রয় কিলনার]] ও [[Edgar Oldroyd|এডগার ওল্ডরড]]।<ref name=W326>Woodhouse (1989), p. 326.</ref> ১৯২২ থেকে ১৯২৫ সময়কালে ইয়র্কশায়ার দল উপর্যুপরী চার মৌসুমে [[আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা|কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে]] সক্ষমতা দেখিয়েছিল।
 
== টেস্ট ক্রিকেট ==
[[Australian cricket team in England in 1899|১৮৯৯]] সালে ইংল্যান্ড দলে প্রথমবারের মতো টেস্টে অংশ নেন যা ১৯২১ সাল পর্যন্ত চলমান ছিল। পাঁচ টেস্টের সিরিজে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে তার অভিষেক ঘটে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/150162.html| শিরোনাম = England v Australia 1899 (First Test)| কর্ম = Wisden Cricketers' Almanack| বছর = 1900| প্রকাশক = John Wisden & Co | অবস্থান = London |সংগ্রহের-তারিখ = 9 November 2009}}</ref> এরপর ৪৯ বছর বয়সে ১৯২৬ সালে পুণরায় দলে ফিরে আসেন<ref>Thomspon, pp. 162–3.</ref> ও [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়ার]] বিপক্ষে [[দি অ্যাশেজ|অ্যাশেজের]] চূড়ান্ত টেস্টে অংশ নেন। ঐ খেলায় ইংল্যান্ডের জয়লাভে তিনি প্রভূতঃ ভূমিকা রাখেন ও ১৯১২ সালের পর প্রথমবারের মতো অ্যাশেজ পুণরুদ্ধারে সক্ষম হয় তাঁর দল। এপ্রিল, ১৯৩০ সালে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজের]] বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশগ্রহণ করেন। ১৯০২ সালের [[দি ওভাল|ওভাল]] টেস্টে তিনি ও তাঁর ইয়র্কশায়ারের বোলিং সঙ্গী [[জর্জ হার্স্ট]] শেষ উইকেটে ১৫ রান তুলে নিয়ে দলকে জয় এনে দেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= http://www.espncricinfo.com/ci/content/story/133471.html|শিরোনাম=All Today's Yesterdays - September 7 down the years |কর্ম=ইএসপিএন ক্রিকইনফো |সংগ্রহের-তারিখ=16 April 2017|ভাষা=ইংরেজি|অনূদিত-শিরোনাম= }}</ref>
 
১৭৭ ⟶ ১৮০ নং লাইন:
{{অস্ট্রেলীয় প্রথম-শ্রেণীর ক্রিকেট মৌসুমে শীর্ষস্থানীয় রানসংগ্রহকারী (১৯০০-০১ থেকে ১৯৪৯-৫০)}}
{{অস্ট্রেলীয় প্রথম-শ্রেণীর ক্রিকেট মৌসুমে শীর্ষস্থানীয় উইকেটলাভকারী (১৯০০-০১ থেকে ১৯৪৯-৫০)}}
 
{{Portal bar|ক্রিকেট|জীবনী}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:রোডস, উইলফ্রেড}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:রোডস, উইলফ্রেড}}
[[বিষয়শ্রেণী:১৮৭৭-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৭৩-এ মৃত্যু]]