বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
উত্তর
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
সংশোধন
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
২২২ নং লাইন:
::তৃতীয়ত, সংবাদটি কেবল একটি তথ্য উপস্থাপন করেছিল, (সমকালে সংবাদ ছিল যে বামপন্থীরা আন্দোলনে সমর্থন জানিয়েছেন, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনের কথাও এরকমভাবে কোনো এক এক সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছিল) এখন এই অবজেক্টিভ তথ্যে কোথায় পক্ষপাত ছিল তা ধরতে পারছি না। একটি পত্রিকা যদি জানায় যে অমুক নারীবাদী সংস্থা সমর্থন জানিয়েছে, বা বামপন্থী দল সমর্থন জানিয়েছে সেটা যেমন নারীবাদী/সমাজতন্ত্রী পক্ষপাত নয় ইসলামী দলের সমর্থনের খবরও তো তেমনই নিরপেক্ষ একটি খবরমাত্র (খবরটি এখনো থাকলে অবশ্য এই আলোচনার সুবিধা হতো)। - [[ব্যবহারকারী:Rezwan Khair|রেজওয়ান]] ([[ব্যবহারকারী আলাপ:Rezwan Khair|আলাপ]]) ১৬:৩৪, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
:উইকিরি ভাষায় আপনার প্রথম পয়েন্ট যা বরেছেন তা সবই আপনার অনুমান বা নিজস্ব মতামত। আপনার দ্বিতীয় পয়েন্টেও আপনি আপনার যুক্তি শুরু করেছেন মতামত বা আপনার নিজস্ব মন্তব্য দিয়ে। আপনি বলার চেষ্টা করেছেন, ইসলামি দলগুলো বর্তমান প্রেক্ষাপটে তাৎপর্যহীন। এ জন্যই মূলত মূলধারার খবরে না এসে একটি অখ্যাত পোর্টালে এসেছে। এখন তাহলে উইকিপিডিয়ার অন্য একটি বিষয় নিয়ে কথা বলি, কোন কিছুকে যদি তৃতীয় কোন নির্ভরযোগ্য উৎসে তাৎপর্যপূর্ণ মনে না করা হয়, তাহলে সে বিষয়টি নিয়ে উইকিপিডিয়াতে নিবন্ধ থাকতে পারে না। আপনার মত অনুসারে তাই যদি হয় সেক্ষেত্রে তথ্যটি নিবন্ধ থেকে মুছে ফেলাই শ্রেয়। কোথাও প্রকাশ হয়নি কিন্তু অখ্যাত একটি পোর্টালে প্রকাশ পেয়েছে এমন তাৎপর্যহীন তথ্য নিবন্ধেই কেন উল্লেখ থাকতে হবে? আপনার তৃতীয় পয়েন্ট দেখে মনে হলো, আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি কারণ একটির সাথে আরেকটি তুলনা দিয়ে যেভাবে ব্যাখ্যা করেছেন, তাতে আলোচনা অন্য দিকে যেতে পারে। আপনি বলেছেন, “একটি পত্রিকা যদি জানায় যে অমুক নারীবাদী সংস্থা সমর্থন জানিয়েছে, বা বামপন্থী দল সমর্থন জানিয়েছে সেটা যেমন নারীবাদী/সমাজতন্ত্রী পক্ষপাত নয় ইসলামী দলের সমর্থনের খবরও তো তেমনই নিরপেক্ষ একটি খবরমাত্র”। আমি এখানে আপনার সাথে একমত, অবশ্যই কোন পত্রিকা জানালে সেটা তথ্যসূত্র দেওয়া যাবে। কিন্তু পোর্টালটিতো কোন মূলধারার সংবাদমাধ্যম নয়। সবশেষে, আপনি একটি স্থানে যুক্তি দেয়া চেষ্টা করেছেন যে, মূল ধারার সংবাদমাধ্যমগুলো ভয়ে হোক অন্য কোনভাবে হোক তারা সংবাদ চেপে যায় তাই ফেসবুক ও পোর্টালগুলো তখন বিকল্প সংবাদমাধ্যম হয়ে উঠে। উঠতে পারে, কিন্তু সেগুলো গ্রহণযোগ্য নয়। আপনার প্রতি প্রশ্ন: কোন নির্ভরযোগ্য মাধ্যমে যদি তথ্যটি প্রকাশ না হয়, সেক্ষেত্রে তথ্যটিই বা কেন নিবন্ধে খুব বেশি তাৎপর্যপূর্ণ যার জন্য এই পোর্টালকে তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে হবে? সেক্ষেত্রেতো তথ্যটিই নির্ভরযোগ্য হলো না। খুব বেশি তাৎপর্যপূর্ণ তথ্য হলে সেটি অবশ্যই অন্য মাধ্যমেও আসবে। আপনি আরও অনুমান করেছেন পত্রিকাগুলোর সীমিত ছাপানোর ক্ষমতার কারণে তথ্যগুলো আসেনি। এর প্রেক্ষিতে আসলে কি যুক্তি দেওয়া উচিত বুঝতে পারছি না। তবে, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন, পত্রিকাগুলোর ছাপানো সংস্করণের বাইরেও অনলাইন ভার্সন আছে যেখানে জায়গা সংকুলন করা সম্ভব। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৭:১২, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
::প্রথমত তাৎপর্যপূর্ণ না হলে উইকিতে সে বিষয়ে নিবন্ধ না থাকার নিয়ম রয়েছে, কিন্তু এ নিয়ম তথ্যর জন্য নয় বলেই জানি (তথ্যের জন্য দরকার যে যাচাইযোগ্যতা, সেটা অন্য আলাপ)। এরপর আপনার বক্তব্য যে "খুব বেশি তাৎপর্যপূর্ণ তথ্য হলে সেটি অবশ্যই অন্য মাধ্যমেও আসবে।" কিন্তু প্রকৃতপক্ষে কেন তা আসছে না এবং আসবে না সেটাই কিন্তু আমি আমার প্রথম দুই পয়েন্টে বিশদ বলেছি। আপনার প্রশ্ন যে মূলধারার মাধ্যমে যদি না আসে (কেন আসেনি সেটা বলেছিই) এবং তাহলে কেন সেটা তাৎপর্যপূর্ণ? এখন এই তাৎপর্যের কারণ আমি দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম, যে, খবরটি আন্দোলনরত ছাত্রদের প্রতি মোরাল সাপোর্ট বৃদ্ধি এবং একইসাথে আন্দোলনের তাত্বিক বিস্তৃতি নির্দেশ করে (যেমন করে সমাজতান্ত্রিক বা আর আর রাজনৈতিক দলগুলোর সমর্থন)। আমি এই কারণে খবরটি তাৎপর্যপূর্ণ মনে করছি, পাশাপাশি মূলধারার গণমাধ্যম কেন সেটাকে তাৎপর্যপূর্ণ মনে করছে না সেটাও ব্যাখ্যা করেছি। এগনএখন আপনি কেন তাৎপর্যহীন মনে করছেন তা জানালে খুশি হবো। আর তাৎপর্য ও নির্ভরযোগ্যতা কি সংযুক্ত? আমার কাছে একটি তথ্য তাৎপর্যপূর্ণ বা দরকারি, তবে তথ্যটির কোনো বিশ্বস্ত উৎস হয়তো আমি পাচ্ছি না, তাতে করে কিন্তু তথ্যটির দরকার বা তাৎপর্য ফুরিয়ে যাচ্ছে না। উৎস নির্ভরযোগ্য না হলেও তাই তথ্য তাৎপর্যহীন হচ্ছেহবার কথা না। এছাড়া 'অখ্যাত' প্রসঙ্গে উইকির নোটাবিলিটি নীতি কোনো উৎসের উল্লেখযোগ্যতা তার খ্যাতি বা জনপ্রিয়তার উপর নির্ভর করতে বাধ্য নয় বলেই জানাচ্ছে। এছাড়া, আমার তৃতীয় পয়েন্টটি ছিল আপনি যে পক্ষপাতের কথা তুলেছিলেন সেটার উত্তরউত্তরে, তথ্যসূত্র নিয়ে তোকিন্তু ওখানে আমি কিছু বলিনি। আর ফেসবুক বা বিকল্প সংবাদমাধ্যমকেও আমি গ্রহণযোগ্য বলছিনা, মূলধারার গণমাধ্যমের সীমাবদ্ধতা প্রসঙ্গে ওটা এসেছিল। এরপর, যেসব পত্রিকার অনলাইন ভার্সন আছে, সেগুলোতে জায়গা সংকুলান সম্ভব এতে আমি একমত। কিন্তু পত্রিকাগুলোর না ছাপানোর আরো কারণের উল্লেখ করেছি, বিশেষ করে যখন প্রথম আলো তার চমৎকার অনলাইন ভার্সন থাকা সত্ত্বেও পুলিশের আশ্বাসে সংবাদ প্রকাশ থেকে বিরত থাকে। আর শেষকথা, আমি জানি যে ঐ পোর্টালটি উইকিনীতিতে রিলায়েবল নয়, কিন্তু পোর্টালটি বায়াসড/বিতর্কিত না হওয়ায় সেখান থেকে দরকারি একটি তথ্য নেয়া যায় কিনা (special context বা বিশেষ ক্ষেত্র হিসেবে) সেটাই আমি বলতে চেয়েছি। - [[ব্যবহারকারী:Rezwan Khair|রেজওয়ান]] ([[ব্যবহারকারী আলাপ:Rezwan Khair|আলাপ]]) ২১:০০, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
; মন্তব্য
{{উত্তর|Rezwan Khair}} ভাই, মূল সমস্যাটা হলো, খবরটা বর্তমান না থাকা। এর কোনো আর্কাইভ ভার্সনও জানা নেই। তাহলে, এই লিংকে যে সংবাদ এটার স্বপক্ষেই ছিল এর প্রমাণ কী? সংবাদ তো অন্যকিছু সম্পর্কেও হতে পারে, তাই নয় কি? আর মূলতঃ এটা [[উইকিপিডিয়া:নির্ভরযোগ্য উৎস]]কে অনুসরণ করে না। যেটার ব্যাখ্যা উপরে যুদ্ধমন্ত্রী করেছেন। আশা করবো, ব্যাপারটা সহজভাবে নিতে পারবেন। [[User:আ হ ম সাকিব|<span style="text-shadow:gray 3px 3px 4px;"><font color="#663350">'''''—আ হ ম সাকিব'''''</font></span>]] [[User Talk:আ হ ম সাকিব|<span style="text-shadow:gray 3px 3px 2px;"><sup>বার্তা</sup></span>]] ১৮:৪১, ১৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)