মৈত্রেয়ী দেবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
হটক্যাটের মাধ্যমে বিষয়শ্রেণী:ভারতীয় নারী কবি যোগ
অনির্ভরযোগ্য উৎস বাতিল
৩১ নং লাইন:
 
== সাহিত্য জীবন ==
তার সাহিত্যজীবন শুরু ষোল বছর বয়সে। তার প্রথম কাব্যগ্রন্থ ''উদিত'' ১৯৩০ সালে প্রকাশিত হয়। এই বইয়ের ভূমিকা লিখেছিলেন কবিগুরু [[রবীন্দ্রনাথ ঠাকুর]]। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ''চিত্তছায়া''। ১৯৪২ সালে রবীন্দ্রনাথের মংপুতে কাঠানো দিনগুলোর স্মৃতি ও তার সাথে আলাপচারিতা নিয়ে লিখেন স্মৃতিকথা ''মংপুতে রবীন্দ্রনাথ''।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.amarboi.com/2013/06/na-hanyate-maitreyee-devi.html |শিরোনাম=ন হন্যতে মৈত্রেয়ী দেবী (আত্মজীবনীমূলক উপন্যাস) |কর্ম=আমার বই |সংগ্রহের-তারিখ=২১ অক্টোবর ২০১৬}}</ref> বইটি ''টেগোর বাই ফায়ারসাইড'' নামে ইংরেজিতে অনূদিত হয়। রবীন্দ্র বিষয়ক তার অন্যান্য বইগুলো হল ''স্বর্গের কাছাকাছি'', ''কবি সার্বভৌম'', ''রবীন্দ্রনাথ গৃহে ও বিশ্বে'', ''রবীন্দ্রনাথ : দি ম্যান বিহাইন্ড হিজ পোয়েট্রি''<ref name="অনন্য সাহিত্যিক মৈত্রেয়ী"/><ref name=Rabindranath>{{বই উদ্ধৃতি|শেষাংশ=Devi|প্রথমাংশ=Maitreyi|শিরোনাম=Rabindranath--the man behind his poetry|বছর=1973|প্রকাশক=Sudhir Das at Nabajatak Printers|ইউআরএল=http://books.google.co.in/books/about/Rabindranath_the_man_behind_his_poetry.html?id=dp1jAAAAMAAJ&redir_esc=y}}</ref>। তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস ''ন হন্যতে'' পাঠক মহলে তাকে খ্যাতির শীর্ষে নিয়ে আসে।১৯৭৫ সালে ভারতীয় লেখিকা সংঘ "[[ন হন্যতে]]" ( [[ইংরেজি]], It Does Not Die: A Romance) উপন্যাসের জন্য তাঁকে সম্মানসূচক পদক দেয়। 'ন হন্যতে' মানে 'যাকে বিনাশ করা যায় না'। এই বইতে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি, জীবন বোধ, ইংরেজ শাসনামলে ভারতের সমাজ ব্যবস্থা এবং জীবনযাপনের চিত্র তুলে ধরেন। এই বইটির জন্য তিনি ১৯৭৬ সালে [[সাহিত্য অকাদেমি পুরস্কার (বাংলা ভাষা)|সাহিত্য অকাদেমি পুরস্কার]] লাভ করেন। বইটি ইংরেজি ভাষায় ''ইট ডাজ নট ডাই'' নামে অনূদিত ও প্রকাশিত হয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.jaijaidinbd.com/?view=details&archiev=yes&arch_date=04-12-2014&feature=yes&type=single&pub_no=1024&cat_id=3&menu_id=75&news_type_id=1&index=2 |শিরোনাম=মৈত্রেয়ী দেবীর উপন্যাস 'ন হন্যতে' |সংবাদপত্র=[[যায়যায়দিন]] |লেখক=গাজী সাইফুল ইসলাম |তারিখ=ডিসেম্বর ৪, ২০১৪ |সংগ্রহের-তারিখ=২১ অক্টোবর ২০১৬}}</ref>
 
== সমাজসেবা ==