রাজপাল যাদব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
42.110.192.54-এর সম্পাদিত সংস্করণ হতে NahidSultanBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
২১ নং লাইন:
যাদব তার অভিনয় জীবন দুরদর্শনের মাধ্যমে শুরু করেন। তিনি প্রথম অভিনয় করেন দুরদর্শনে প্রচারিত মুনগেরি কি ভাই নাওরঙ্গিলাল ধারাবাহিকের প্রধান চরিত্রে। দুরদর্শনে একই রকম আরও একটি ধারাবাহিক, মুংগেরিলাল কি হাসিন স্বপ্নে প্রচারিত হয়েছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.follo.co.in/RaajpalYadav|শিরোনাম=RAJPAL YADAV|প্রকাশক=Follo.co.in|সংগ্রহের-তারিখ=7 October 2014}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.koimoi.com/actor/rajpal-yadav|শিরোনাম=Raajpal Yadav|প্রকাশক=Koimoi.com|সংগ্রহের-তারিখ=7 October 2014}}</ref> বর্তমানে তিনি নিজস্ব দল গঠন করে উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রবেশ করেছেন।
 
==ব্যক্তিগত জীবন ==
==ব্যক্তিগত জীবন ==মাসের হাজতবাসের নির্দেশ দেওয়া হল বলিউড অভিনেতা রজপাল যাদবকে। ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, তা পরিশোধ দেননি তিনি ৷ আর এই অভিযোগের ভিত্তিতেই রাজপাল যাদবকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দিল্লির করকরডুমা আদালত ৷
 
শোনা যাচ্ছে, ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ নামের একটি ছবি তৈরির জন্য দিল্লির ব্যবসায়ী মুরলী প্রজেক্টের মালিক এমজি আগরওয়ালের থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব এবং তার স্ত্রী রাধা ।
 
ছবি মুক্তির পরও টাকা ফেরত না দেওয়ায় এই অভিনেতা, তার স্ত্রী এবং কোম্পানির বিরুদ্ধে দিল্লির এক আদালতে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী । সেই মামলার শুনানিতেই গত ১৪ এপ্রিল আদালত রাজপাল যাদব এবং তার স্ত্রী রাধা যাদব সহ তাদের কোম্পানিকে দোষী সাব্যস্ত করেছিল । ২০১৩ সালে এই মামলাতেই রাজপালের আইনজীবী আদালতে মিথ্যে নথিপত্র পেশ করায় ১০ দিনের কারাদণ্ড হয়েছিল রাজপালের । চারদিন তিনি জেলে কাটিয়েওছিলেন । এই মামলাতেই আজ সোমবার ফের দোষী সাব্যস্ত হলেন এই অভিনেতা 
যাদব তার অভিনয় জীবন দুরদর্শনের মাধ্যমে শুরু করেন। তিনি প্রথম অভিনয় করেন দুরদর্শনে প্রচারিত মুনগেরি কি ভাই নাওরঙ্গিলাল ধারাবাহিকের প্রধান চরিত্রে। দুরদর্শনে একই রকম আরও একটি ধারাবাহিক, মুংগেরিলাল কি হাসিন স্বপ্নে প্রচারিত হয়েছিল।[১][২] বর্তমানে তিনি নিজস্ব দল গঠন করে উত্তরপ্রদেশের রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।
বিল্লু (হিন্দি: बिल्लू, ইংরেজি: Billu), মূলত ছবিটির নাম ছিল বিল্লু বারবার-বিল্লু নাপিত' এবং এই শিরোনামেই ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তি দেওয়া হয়, এটি ২০০৯ সালের একটি বলিউড চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন, প্রযোজনা করেছেন গৌরী খান (রেড চিলিস এন্টারটেনমেন্ট)। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান এবং লারা দত্ত, এবং কিছু বৈশিষ্ট্য চরিত্রে ওম পুরি, রাজপাল যাদব এবং আস্রানি। এছাড়াও একজন জনপ্রিয় বলিউড তারকার ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান এবং তার সাথে তিনটি গানে অংশ নিয়েছেন কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন,[১] এবং প্রিয়াঙ্কা চোপড়া।[২] ছবিটি ১৩ ফেব্রুয়ারী, ২০০৯ সালে মুক্তি লাভ করে।
 
পরিচালকপ্রিয়াদার্শনপ্রযোজকগৌরী খানচিত্রনাট্যকারমনীষা কর্দি
মুশতাক শেখকাহিনীকারশ্রীনিভাসানশ্রেষ্ঠাংশেইরফান খান
লারা দত্ত
অম পুরি
রাজপাল যাদব
আসরানিসুরকারপ্রিতমচিত্রগ্রাহকভি. মানিকান্দনসম্পাদকঅরুন কুমারপ্রযোজনা
কোম্পানি
 
রেড চিলিস এন্টারটেনমেন্ট
 
পরিবেশকএরোস ল্যাবসমুক্তি১৩ ফেব্রুয়ারী, ২০০৯দৈর্ঘ্য১৫০ মিনিটদেশভারতভাষাহিন্দিনির্মাণব্যয়২৩ কোটি টাকাআয়৩২ কোটি টাকা
 
শ্রেষ্ঠাংশেসম্পাদনা
 
ইরফান খান - বিল্লুলারা দত্ত - বিন্দিয়াওম পুরি - সাহুকার দামচান্দরাজপাল যাদব - জালন কুমার (বুদ্বুদিয়া)আস্রানি - নাউবাত চাচাপুস্কার শ্রত্রীনাগেশ ভোঁসলেঅতুল পার্চুরেমিতালি মায়াকার - গুনজাপ্রতিক দলভি - রনক (দুগ্গু)মনোজ জোশী - দামদর দুবেয়রুশাভ শাহ - তারো বাপুবর্ধিত বিশেষ উপস্থিতিশাহরুখ খান - সাহির খানখানের সঙ্গে আইটেম নম্বর বিশেষ উপস্থিতিকারিনা কাপুর - গান মার্জানিপ্রিয়াঙ্কা চোপড়া - গান ইউ গেট মি রকিংদীপিকা পাড়ুকোন - গান লাভ মেরা হিট হিট
 
সংগীতসম্পাদনা
 
সাউন্ড ট্র্যাক
 
==চলচ্চিত্র ==