ক্রিস্টোফার ইশারউড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
অনির্ভরযোগ্য উৎস বাতিল
২৫ নং লাইন:
ডার্বিশায়ারের রেপটন স্কুলে ইশারইডের সঙ্গে [[এডওয়ার্ড আপওয়ার্ড|এডওয়ার্ড আপওয়ার্ডের]] পরিচয় হয়। আপওয়ার্ড ছিলেন ইশারউডের সারা জীবনের বন্ধু। এঁর সঙ্গেই ইশারউড তাঁর নিম্নশ্রেণীর "মর্টমেয়ার" গল্পগুলি লেখেন। এই গল্পগুলির একটি তাঁর জীবদ্দশায় এবং কয়েকটি মৃত্যুর পর প্রকাশিত হয়। অন্যান্যগুলির সারসংক্ষেপ "লায়নস অ্যান্ড শ্যাডোজ" গ্রন্থে প্রকাশিত হয়। তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাইপোজে অকৃতকার্য হন এবং ১৯২৫ সালে কেমব্রিজের করপাস ক্রিস্টি কলেজ পরিত্যাগ করেন। এরপর কয়েকবছর তিনি ভ্যায়োলিন-বাদক আন্দ্রে ম্যাঙ্গেওটের সঙ্গে বাস করেন। তিনি ম্যাঙ্গেওটের স্ট্রিং কোয়ার্টারের সেক্রেটারি হিসেবে কাজ করেন এবং চিকিৎসাবিদ্যা অধ্যয়ন করেন। এই সময় তিনি ''পিপল ওয়ান অট টু নো'' নামে একটি ননসেন্স কবিতার সংকলন রচনা করেন। এই বইটির অলংকরণ করেছিলেন ম্যাঙ্গেওটের এগারো বছরের ছেলে সিলভেইন। বইটি ১৯৮২ সালের আগে প্রকাশিত হয়নি।
 
১৯২৫ সালে [[এ. এস. টি. ফিশার]] [[ডব্লিউ. এইচ. অডেন|ডব্লিউ. এইচ. অডেনের]] সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= http://www.gnelson.demon.co.uk/oxpoetry/index/if.html#13 |শিরোনাম=Consolidated index |কর্ম=Oxford Poetry |প্রকাশক=Graham Nelson |সংগ্রহের-তারিখ=28 June 2013}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= http://callumjames.blogspot.co.uk/2012/09/ambassador-of-loss-by-michael-scarrott.html |শেষাংশ=James |প্রথমাংশ=Callum |শিরোনাম=Ambassador of Loss by Michael Scarrott |কর্ম=Front Free Endpaper |প্রকাশক=[[Blogspot]] |তারিখ=10 September 2012 |সংগ্রহের-তারিখ=28 June 2013}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল= http://www.helensburghheroes.com/heroes/w_h_auden |শিরোনাম=W. H. Auden |কর্ম=Helensburgh Heroes |সংগ্রহের-তারিখ=28 June 2013}}</ref> ইশারউড অডেনের সাহিত্যিক পরামর্শদাতা হন। অডেন তাঁর কবিতাগুলি মন্তব্য ও অনুমোদনের জন্য ইশারউডের কাছে পাঠাতেন। অডেনের মাধ্যমে ইশারউডের সঙ্গে আলাপ হয় [[স্টিফেন স্পেনডার|স্টিফেন স্পেনডারের]]। পরবর্তীকালে স্পেনডারের সঙ্গে ইশারউড জার্মানিতে অনেকটা সময় কাটিয়েছিলেন। ১৯২৮ সালে ইশারউডের প্রথম উপন্যাস ''অল দ্য কনসপিরেটরস্‌'' প্রকাশিত হয়। গল্পটি অ্যান্টি-হিরোইক। এটি অনেক আধুনিকতাবাদী ঔপন্যাসিকের অনুকরণে লেখা। নিজের মায়ের কাছে পরাজিত এক যুবকের গল্প এটি। ১৯২৮-২৯ সালে ইশারউড [[কিংস কলেজ লন্ডন|কিংস কলেজ লন্ডনে]] চিকিৎসাবিদ্যা অধ্যয়ন শুরু করেন। কিন্তু ছয় মাস পরেই পড়া ছেড়ে অডেনের সঙ্গে বার্লিনে কয়েক সপ্তাহের জন্য চলে যান।
 
==তথসূত্র==