পাকিস্তান গণপরিষদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬ নং লাইন:
 
==পরিষদ গঠন==
ব্রিটিশ ভারত স্বাধীন হওয়ার সময় [[ভারত অধিরাজ্য]] ও [[পাকিস্তান অধিরাজ্য]] নামের দুইটি ডোমিনিয়ন গঠিত হয়। স্বাধীনতা প্রদানের উদ্দেশ্যে প্রণীত [[ভারত স্বাধীনতা আইন ১৯৪৭]] অনুযায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ভারত ও পাকিস্তানে দুইটি গণপরিষদ স্থাপিত হয়। আইনে সাবেক [[কেন্দ্রীয় আইন পরিষদ|কেন্দ্রীয় আইন পরিষদের]] হাতে ন্যস্ত সকল ক্ষমতা গণপরিষদের হাতে ন্যস্ত করা হয় এবং এই আইন অনুযায়ী সংবিধান প্রণয়ন ও তা কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত ১৯৩৫ সালের [[ভারত শাসন আইন ১৯৩৫|ভারত শাসন আইন]] অনুযায়ী রাষ্ট্রপরিচালনার ক্ষমতা পরিষদকে প্রদান করা হয়।<ref name="PHBP"/><ref name="BPPH"/> গণপরিষদ [[মুসলিম লীগ]] ও [[ভারতীয় জাতীয় কংগ্রেস|কংগ্রেস]] সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল। ৬৯ সদস্য বিশিষ্ট গণপরিষদে মুসলিম লীগের সদস্য ছিলেন ৫৯জন।<ref name="BP"/>
 
==বৈঠক==
১৪ নং লাইন:
 
==সংবিধান প্রণয়ন==
১৯৪৯ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী [[লিয়াকত আলি খান]] [[লক্ষ্য প্রস্তাব]] তুলে ধরেন। ১২ মার্চ তা পরিষদে গৃহিত হয়। একই দিনে লক্ষ্য প্রস্তাবের ভিত্তিতে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ২৪ সদস্যবিশিষ্ট [[মূলনীতি কমিটি]] গঠিত হয়।<ref name="PHBP"/><ref name="BPPH"/> এছাড়া কয়েকটি উপকমিটি গঠিত হয়েছিল।<ref name="BP"/> তবে নেতাদের আভ্যন্তরীণ বিভেদের কারণে সংবিধান প্রণয়নে বিলম্ব হয়েছিল।<ref name="BP"/> ১৯৫৪ সালে খসড়া সংবিধান প্রণীত হয়। তবে তা পরিষদে গৃহিত হওয়ার পূর্বে গভর্নর জেনারেল [[মালিক গোলাম মুহাম্মদ]] ১৯৫৪ সালের ২৪ অক্টোবর পরিষদ বিলুপ্ত করে জরুরি অবস্থা জারি করেন।<ref name="PH"/>
 
স্পিকার [[মৌলভি তমিজউদ্দিন খান]] এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। মামলায় স্পিকার জয়ী হলেও সরকার পক্ষের আপিলের পর ফেডারেল আদালত রাষ্ট্রীয় প্রয়োজনে গভর্নর জেনারেলের আদেশ বহাল রাখেন।<ref name="PH"/><ref name="BP2">[http://bn.banglapedia.org/index.php?title=খান,_তমিজউদ্দীন তমিজউদ্দিন খান, বাংলাপিডিয়া]</ref>
 
[[মালিক গোলাম মুহাম্মদ]] আইনে প্রদত্ত ক্ষমতাবলে ১৯৫৫ সালের ২৮ মে গভর্নর জেনারেলের আদেশ নং ১২ এর মাধ্যমে দ্বিতীয় গণপরিষদ গঠন করেন।<ref name="BP"/><ref name="PH"/> দ্বিতীয় গণপরিষদের ৮০ জন সদস্যের মধ্যে অর্ধেক [[পূর্ব পাকিস্তান]] এবং অর্ধেক পশ্চিম পাকিস্তান থেকে এসেছিলেন। পরিষদে [[এক ইউনিট]] গঠনের সিদ্ধান্ত নেয়া হয়<ref name="PH"/> যার মাধ্যমে পশ্চিম পাকিস্তানে তৎকালীন বিদ্যমান চারটি প্রদেশ যথা [[উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ]], [[পাঞ্জাব (পাকিস্তান)|পাঞ্জাব]], [[সিন্ধু প্রদেশ]] ও [[বালুচিস্তান]] নিয়ে একটি প্রদেশ গঠন করা হয়।
 
১৯৫৬ সালের ৯ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে খসড়া সংবিধান পেশ করা হয়। একই বছরের ২৯ ফেব্রুয়ারি তা পরিষদে পাস হয়। ২ মার্চ গভর্নর জেনারেল এতে সম্মতি দেন। ১৯৫৬ সালের ২৩ মার্চ থেকে সংবিধান কার্যকর করা হয়।<ref name="PH"/>
 
== আরো দেখুন ==