কনসোল অ্যাপ্লিকেশন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫ নং লাইন:
'''কনসোল অ্যাপলিকেশন''' ({{lang-en|Console Application}}) হল শুধুমাত্র [[টেক্সট ভিত্তিক ব্যবহারকারী ইন্টারফেস|টেক্সট-ভিত্তিক কম্পিউটার ইন্টারফেসে]] ব্যবহারের জন্যে ডিজাইনকৃত [[কম্পিউটার প্রোগ্রাম]], যেমন- একটি [[টার্মিনাল ইমুলেটর|টেক্সট টার্মিনাল]], কিছু অপারেটিং সিস্টেমের [[কমান্ড-লাইন ইন্টারফেস]] অথবা অন্য [[গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস|গুই]]যুক্ত অপারেটিং সিস্টেমের টেক্সট-ভিত্তক ইন্টারফেস। একজন ব্যবহারকারী সাধারণত কনসোল অ্যাপলিকেশনের সাথে শুধুমাত্র একটি কীবোর্ড ও একটি ডিসপ্লে পর্দার মাধ্যমে যোগাযোগ করে, যেখানে গুই অ্যাপলিকেশন ব্যবহারের জন্যে মাউজ বা অন্য পয়েন্টিং ডিভাইস লাগে। অনেকগুলো কনসোল অ্যাপলিকেশনগুলো হলো [[কমান্ড-লাইন ইন্টারফেস|কমান্ড লাইন]] টুল, কিন্তু অনেক [[টেক্সট ভিত্তিক ব্যবহারকারী ইন্টারফেস]] (টুই) প্রোগ্রামও রয়েছে।
 
যেহেতু গুই অ্যাপলিকেশনের গতি ও ব্যবহারের সুবিধা বৃদ্ধি পাচ্ছে, কনসোল অ্যাপলিকেশনের ব্যবহার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে, কিন্তু বিলীন হয়ে যায়নি। কিছু ব্যবহারকারী নির্দিষ্ট কিছু সুবিধার জন্যে এ অ্যাপলিকেশমগুলো ব্যবহার করে। আর কিছু সংগঠন প্রধান ডাটা প্রক্রিয়াকরণ কাজের জন্যে ইতোমধ্যেই ব্যবহৃত কনসোল অ্যাপলিকেশনের উপর নির্ভর করে।
 
কনসোল-ভিত্তিক অ্যাপলিকেশনসমূহের মধ্যে রয়েছে, [[সিমিউজ]] (একটি অডিও প্লেয়ার), [[ইর‍্যাসসি]] (একটি [[ আইআরসি ক্লায়েন্ট]]), [[লিংক্স ওয়েব ব্রাউজার|লিংক্স]] (একটি [[ওয়েব ব্রাউজার]]), [[র‍্যাঞ্জার (ফাইল ম্যানেজার)|র‍্যাঞ্জার]] (একটি [[ফাইল ব্যবস্থাপক]]), [[মিউজিক অন কনসোল]] (একটি অডিও প্লেয়ার), [[মাট (ইমেইল ক্লায়েন্ট)|মাট]] (একটি ইমেইল ক্লায়েন্ট), [[নিউজবিউটর]] (একটি আরএসএস রিডার) এবং [[ন্যানো (লেখা সম্পাদক)|ন্যানো]] (একটি লেখা সম্পাদক)।