সিয়েরা লিওন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
অনির্ভরযোগ্য উৎস বাতিল
৭১ নং লাইন:
সিয়েরা লিওনে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি। দুটি বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী জাতিগোষ্ঠী হল [[তেমনে]] ও [[মেন্দে]]। তেমনে জাতিগোষ্ঠীকে দেশের উত্তরাঞ্চলে প্রাধান্য করতে দেখা যায়, যখন মেন্দেরা দক্ষিণ পূর্বাঞ্চলে তাদের কর্তৃত্ব বজায় রেখেছে। যদিও দাপ্তরিক ভাষা হিসাবে সরকারি প্রশাসন ও বিদ্যালয়সমূহে ইংরেজীতে কথা বলা হয়, তবুও দেশে এবং দেশের সকল বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে [[ক্রিও ভাষা]] সবচেয়ে বেশি কথ্য ভাষা। বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ব্যবসা বাণিজ্য এবং একে অপরের সাথে সামাজিক যোগাযোগে ক্রিও ভাষা ব্যবহার করে।
 
সিয়েরা লিওন একটি নামমাত্র মুসলিম দেশ,<ref name=r1>[http://oluseguntoday.wordpress.com/2009/10/13/71-of-sierra-leoneans-are-muslims/ 71% of Sierra Leoneans are Muslims « Oluseguntoday's Blog]. Oluseguntoday.wordpress.com (13 October 2009). Retrieved on 15 August 2012.</ref><ref>[http://www.rtbot.net/Islam_in_Sierra_Leone Islam In Sierra Leone: Information, Videos, Pictures and News]. Rtbot.net. Retrieved on 15 August 2012.</ref><ref>[http://news.sl/drwebsite/publish/printer_200520080.shtml "Sama Banya wants Awareness Times to call Tom Nyuma a Buffoon"], News.sl (18 April 2012). Retrieved on 15 August 2012.</ref> যদিও খ্রিস্টান সংখ্যালঘুরা যথেষ্ট প্রভাবশালী। সাধারণভাবে দেশের মোট জনসংখ্যার ৬০% মুসলিম, ৩০% আদিবাসী বিশ্বাসী এবং ১০% [[খ্রিস্টান]] ধর্মীয়।<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|শিরোনাম = The World Factbook|ইউআরএল = https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/sl.html|ওয়েবসাইট = www.cia.gov|সংগ্রহের-তারিখ = 2015-10-07}}</ref> যাহোক, সেখানে আদিবাসী বিশ্বাসের সংগঠিত ধর্মীয় সামঞ্জস্যতা অধিক। সিয়েরা লিওনকে বিশ্বের সবচেয়ে ধর্মীয় সহিষঞ্চু জাতি হিসাবে গন্য করা হয়। [[মুসলিম]] ও খ্রিস্টানরা একে অপরের প্রতি সহযোগী ও শান্তিপূর্ণ আচরণ করে। সিয়েরা লিওনে ধর্মীয় সহিংসতা খুবই বিরল।
 
সিয়েরা লিওন খনিজ সম্পদের উপর নির্ভরশীল, বিশেষ করে [[হীরা]], এটি অর্থনীতির প্রধান ভিত্তি। এছাড়াও রয়েছে অন্যতম পণ্য [[টাইটানিয়াম]] ও [[বক্সাইট]], অন্যতম প্রধান পণ্য [[সোনা]], এবং রয়েছে [[রুটাইল]] এর পৃথিবীর বৃহত্তম মজুদের একটি অংশ। সিয়েরা লিওনে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক [[হারবর]]। এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও সিয়েরা লিওনের ৭০ শতাংশ মানুষ [[দারিদ্র্য]] সীমায় বসবাস করে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.indexmundi.com/sierra_leone/population_below_poverty_line.html |শিরোনাম=Sierra Leone Population below poverty line – Economy |প্রকাশক=Indexmundi.com |তারিখ=9 January 2012 |সংগ্রহের-তারিখ=20 May 2012}}</ref>