ইমাম হোসেনের মাজার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
২৫ নং লাইন:
হল [[শিয়া ইসলাম|শীয়া ইসলামের]] বার ইমামের অন্তর্ভুক্ত তৃতীয় ইমাম হযরত ইমাম হোসাইন ইবনে আলীর সমাধি যা [[ইরাক|ইরাকের]] [[কারবালা|কারবালায়]] অবস্থিত। এই [[মাজার|মাজারটি]] শীয়া ইসলামের বার ইমামের অন্তর্ভুক্ত তৃতীয় ইমাম হযরত ইমাম হোসেন ইবনে আলী, [[মুহাম্মদ|হযরত মুহাম্মদ (দঃ)]] এর দ্বিতীয় দৌহিত্র, যেখানে ৬৮০ খ্রিস্টাব্দে সংগঠিত কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন তার পাশেই অবস্থিত।<ref name="Shimoni & Levine, 1974, p. 160">Shimoni & Levine, 1974, p. 160.</ref><ref name="Aghaie, 2004, pp. 10-11">Aghaie, 2004, pp. 10-11.</ref>
[[আহলে বায়াত]] অনুসরণকারীদের কাছে [[মক্কা]]ও [[মদিনা|মদিনা শরীফের]] বাহিরে ইমাম হোসাইন ইবন আলীর মাজার একটি পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং প্রচুর অনুসারী এই মাজার জিয়ারতে আসেন। প্রতি বছর ইমাম হোসাইনের লাখো অনুসারী পবিত্র [[আশুরা]], ইমামম হোসাইন ইবনে আলীর ওফাত বার্ষিক হিসেবে স্মরণীয়, পালন করার জন্য [[আশুরা|আশুরার দিন]] এখানে উপস্থিত হন।
<ref>[http://www.pbs.org/wnet/wideangle/shows/iran/map2.html Interactive Maps: Sunni & Shia: The Worlds of Islam] {{ওয়েব আর্কাইভ |ইউআরএল=https://web.archive.org/web/20070930014051/http://www.pbs.org/wnet/wideangle/shows/iran/map2.html |তারিখ=September৩০ 30,সেপ্টেম্বর 2007২০০৭ }}, PBS, accessed 9 June 2007.</ref>
[[উমাইয়া]] ও [[আব্বাসিয়া]] খলিফারা মাজার নির্মাণের কাজে বাধা প্রদান করেছিল এবং এই মাজার জিয়ারত করাকে নিরুৎসাহিত করেছিল।<ref name=musawi>al Musawi, 2006, p. 51.</ref> মাজারটি ৮৫০-৮৫ী১ খ্রিস্টাব্দে [[আব্বাসিয়া]] খলিফা [[আল মোতাওয়াক্কিল]] ধ্বংস করে দিয়েছিল এবং আহলে বায়াতের সকল প্রকারের মাজার নির্মাণ করা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ৯৭৯-৮০ খ্রিস্টাব্দে বুয়াইহিদ আমির আবুদ আল-দাউলা [[কারবালা]] এবং [[নাজাফ|নাজাফে]] মাজার নির্মাণ করেছিলেন।<ref>Litvak, 1998, p. 16.</ref>
মাজারের সীমানা দেয়াল কাঁচ দ্বারা সজ্জিত কাঠের দরজা দ্বারা বেষ্টিত করা হয়েছে।