সৌরজগতের জন্ম ও বিবর্তন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
অনির্ভরযোগ্য উৎস বাতিল
৬ নং লাইন:
প্রাথমিক অবস্থা থেকে সৌরজগৎ অনেক বিবর্তিত হয়েছে। কোন গ্রহের চারদিকে আবর্তনরত গ্যাস ও ধূলিকনার চাকতি থেকে তার উপগ্রহ তৈরি হয়ে থাকতে পারে, আবার কিছু উপগ্রহ ভিন্ন জায়গায় উৎপন্ন হয়ে পরবর্তীতে গ্রহের মহাকর্ষীয় বন্ধনে ধরা দিতে পারে। কিছু উপগ্রহ আবার হতে পারে বিশাল কোন সংঘর্ষের ফল, যেমন পৃথিবীর উপগ্রহ [[চাঁদ]] সংঘর্ষের ফলে জন্ম নিয়েছে বলে অনেকে মনে করেন। সৌরজগতের বিভিন্ন বস্তুর মধ্যে সংঘর্ষ একটি স্বাভাবিক ঘটনা যা এখনও বিভিন্ন স্থানে ও সময়ে ঘটে চলেছে, এসব সংঘর্ষ সৌরজগতের বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হয়। অনেক সময় গ্রহের অবস্থান পরিবর্তিত হয়েছে, এক গ্রহ আরেক গ্রহের সাথে স্থান বদল করেও থাকতে পারে।<ref name="Gomes">{{সাময়িকী উদ্ধৃতি | ইউআরএল = http://www.nature.com/nature/journal/v435/n7041/pdf/nature03676.pdf | শিরোনাম=Origin of the cataclysmic Late Heavy Bombardment period of the terrestrial planets | লেখক=R. Gomes, H. F. Levison, K. Tsiganis, A. Morbidelli | সাময়িকী=Nature | বছর=2005 | খণ্ড=435 | পাতাসমূহ=466–9 | ডিওআই=10.1038/nature03676|বিন্যাস=PDF | pmid=15917802 | সংখ্যা নং=7041|বিবকোড = 2005Natur.435..466G }}</ref> সৌরজগতের আদি বিবর্তনের অন্যতম কারণ হিসেবে বর্তমানে এই [[গ্রহীয় অভিপ্রয়াণ|গ্রহীয় অভিপ্রয়াণকেই]] দায়ী করা হয়।
 
আজ থেকে প্রায় ৫০০ কোটি বছর পর সূর্য শীতল হয়ে যাবে, তার এনভেলপ তথা বহিরাংশ বহুগুণ সম্প্রসারিত হওয়ায় ব্যাস বর্তমানের তুলনায় কয়েক গুণ বেড়ে যাবে এবং সে একটি [[লোহিত দানব|লোহিত দানবে]] পরিণত হবে। একসময় বহিরাংশটি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটি [[গ্রহ নীহারিকা]] তৈরি করবে এবং কেন্দ্রভাগটি [[শ্বেত বামন]] নামক এক ধরণের নাক্ষত্রিক অবশিষ্টাংশে পরিণত হবে। সুদূর ভবিষ্যতে সূর্যের কাছ দিয়ে অতিক্রমকারী তারাগুলো তার সাথে তার ভ্রমণসঙ্গী গ্রহগুলোর বন্ধনকে কমিয়ে দেবে। এর ফলে কিছু গ্রহ ধ্বংস হয়ে যাবে, কিছু আবার আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে ছিটকে পড়বে। ধারণা করা হয় কয়েক ট্রিলিয়ন বছর পর সূর্যের অবশিষ্টাংশের চারদিকে আর কোন গ্রহই থাকবে না।<ref name=dyson>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Time Without End: Physics and Biology in an open universe|লেখক=Freeman Dyson|কর্ম=Institute for Advanced Study, Princeton New Jersey|সাময়িকী=Reviews of Modern Physics|খণ্ড=51 | পাতাসমূহ=447|তারিখ=July 1979 | ইউআরএল = http://encyclopediagalactica.files.wordpress.com/2012/03/review-of-modern-physics_vol-51_no-3_1979_pp-447-460.pdf |সংগ্রহের-তারিখ=2008-04-02 | ডিওআই=10.1103/RevModPhys.51.447|সংখ্যা নং=3 | বিবকোড=1979RvMP...51..447D }}</ref>
 
== গবেষণার ইতিহাস ==