খড়গপুর বিধানসভা কেন্দ্র: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
১৪২ নং লাইন:
{{Paschim Medinipur 2011 election summary}}
===১৯৭৭-২০০৬===
[[ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)|সিপিআই (এম)]] এর শেখ নজরুল হক খড়গপুর গ্রামীন বিধানসভা কেন্দ্র থেকে পাঁচ বার (১৯৮৭ থেকে ২০০৬) সাল পর্যন্ত জয়ী হন। ২০০৬ এবং ২০০১ সালে [[সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস| তৃণমূল কংগ্রেসের]] অজিত মাইতিকে পরাজিত করেন, ১৯৯৬ সালে [[ভারতীয় জাতীয় কংগ্রেস| কংগ্রেসের]] রঞ্জিত বসুকে, ১৯৯১ সালে কংগ্রেসের নির্মল ঘোষকে এবং ১৯৮৭ সালে কংগ্রেসের রঞ্জিত বসুকে পরাজিত করেন। সিপিআই (এম) এর শেখ সিরাজ আলী ১৯৮২ সালে নির্দলের দেবেন দাসকে এবং ১৯৭৭ সালে [[ভারতের কমিউনিস্ট পার্টি|সিপিআইয়ের]] দেবেন দাসকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে।
 
===১৯৫১-১৯৭২===
১৯৫৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত খড়গপুর স্থানীয় নামে পরিচিত ছিল। ১৯৭২ এবং ১৯৭১ সালে কংগ্রেসের অজিত কুমার বসু জয়ী হন। সিপিআইয়ের দেবেন দাস ১৯৬৯ এবং ১৯৬৭ সালে জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের মৃত্যুঞ্জয় জানা জয়ী হন। খড়গপুর স্থানীয় ১৯৫৭ সালে যৌথ আসন ছিল। কংগ্রেসের কৃষ্ণ প্রসাদ মণ্ডল এবং মৃত্যুঞ্জয় জানা উভয়ই জয়ী হন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে, খড়গপুর একক আসন ছিল, কংগ্রেসের মহম্মদ মমতাজ মৌলানা জয়ী হন।