১,৯৬,০১৪টি
সম্পাদনা
(বানান সংশোধন (ভৌগলিক --> ভৌগোলিক)) |
|||
'''ভৌগোলিক তথ্য ব্যবস্থা'''-র ({{Lang-en|Geographic Information System}}) মাধ্যমে দৈশিক তথা ভৌগোলিক উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ ও উপস্থাপন করা হয়। এর ইংরেজী প্রতিশব্দ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (Geographic Information System) এবং একে সংক্ষেপে জি আই এস (GIS) বলা হয় ।
জি আই এস হল [[ভূতথ্যবিজ্ঞান]] -এর একটা বৃহত্তর অংশ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|
সাধারণ ভাবে [[ভৌগোলিক]] তথ্যের সংহতি, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ, বন্টন ও প্রদর্শনে ব্যবহৃত তথ্য ব্যবস্থা প্রনালীকে এই পরিভাষিক শব্দটির প্রকাশ করা যেতে পারে। [[জি আই এস আপ্লিকেশন]]-এর সাহায্যে উভ:ক্রিয় (interactive) [[query|জিজ্ঞাসা]] (ব্যবহারকারীকৃত অনুসন্ধান), দৈশিক তথ্যের বিশ্লষণ,মানচিত্রে উপাত্তের সম্পাদনা এবং এই সমস্ত কার্যাবলীর প্রদর্শন সম্ভব।<ref>Clarke, K. C., 1986. Advances in geographic information systems, computers, environment and urban systems, Vol. 10, pp. 175–184.</ref><ref name="Maliene V, Grigonis V, Palevičius V, Griffiths S 2011 1–6">{{ওয়েব উদ্ধৃতি|
জি আই এস ব্যপক অর্থে বিভিন্ন প্রযুক্তি, প্রক্রিয়া ও পদ্ধতিকে নির্দেশ করে। প্রকৌশল, পরিকল্পনা, ব্যবস্থাপনা, পরিবহন. বীমা, দূরসঞ্চার এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে জি অই এসের ব্যবহার করা হয়।<ref name="Maliene V, Grigonis V, Palevičius V, Griffiths S 2011 1–6"/> এই কারণে, জি আই এস এবং অবস্থানিক বোধবিদ্যা ([[location intelligence]]) ব্যবহার অবস্থান ভিত্তিক পরিসেবা প্রদানের অধার হতে পারে। অবস্থানকে সূচক চল গণ্য করে সম্পর্কহীন তথ্যকে GIS-এর মাধ্যমে সম্পর্কযুক্ত করা সম্ভব।পৃথিবীতে অবস্থান বা পরিসর বা [[স্থান-কাল]]কে ঘটনার তারিখ/সময় দিয়ে ও x, y z [[স্থানাঙ্ক|স্থানাঙ্কে]] যথাক্রমে [[দ্রাঘিমা]], [[অক্ষাংশ]] ও [[উচ্চতা(ভূগোল)|উচ্চতা]] দ্বারা প্রকাশ করা যায়।
==উন্নয়নের ইতিবৃত্ত==
রজার টমিলসন সর্বপ্রথম "geographic information system" এই কথাটি ব্যবহার করেন ১৯৬৮ সালে তার একটি প্রবন্ধে যার নাম ছিল "A Geographic Information System for Regional Planning”।<ref>{{ওয়েব উদ্ধৃতি|
[[File:Snow-cholera-map.jpg|thumb|right|300px| [[John Snow (physician)|জন স্নো]]'র মানচিত্রের (১৮৫৫ ) [[E. W. Gilbert|এডমণ্ড উইলিয়ম গিলবার্ট]]'কৃত সংস্করণটি (১৯৫৮) [[লন্ডন|লন্ডনের]] [[Soho|সোহো]]-তে ১৮৫৪ সালের দুর্ভিক্ষে [[কলেরা]] প্রাদুর্ভাবের মূল অবস্থান গুলি দেখানো হয়েছে]]
বহুপূর্বে, ১৮৩২ মহামারী-সংক্রান্ত-বিদ্যাতে দৈশিক বিশ্লেষণের ব্যবহারের উল্লেখ পাওয়া যায় "''Rapport sur la marche et les effets du choléra dans Paris et le département de la [[Seine]]''".<ref>{{ওয়েব উদ্ধৃতি|
==জি আই এস বিষয়ক কৌশল এবং প্রযুক্তি==
|