ব্লো-ব্জাং-ল্হুন-গ্রুব: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২ নং লাইন:
 
== সংক্ষিপ্ত জীবনী ==
ব্লো-ব্জাং-ল্হুন-গ্রুব ১৭৮২ খ্রিষ্টাব্দে [[তিব্বত|তিব্বতের]] র্গ্যাল-রোং-ত্শা-খো-ম্ছোগ-র্ত্সে ({{bo|w=rgyal rong tsha kho mchog rtse}}) নামক স্থানে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল দ্কা'-থুব ({{bo|w=dka' thub}}) এবং ক্লু-স্মান ({{bo|w=klu sman}})। জন্মের পর তাঁর নাম রাখা হয় দ্কা'-থুব-'বুম ({{bo|w=dka' thub 'bum}})। প্রথম জীবনে তিনি ত্শাং-গ্নাস ({{bo|w=tshang gnas}}) নামক একটি বৌদ্ধবিহারে [[র্ন্যিং-মা]] ও বোন ধর্মের শিক্ষাগ্রহণ করেন। তাঁর পিতার সঙ্গে বোন-লোগ-স্তো-বু-দোন-গ্রুব ({{bo|w=bon log sto bu don grub}}) নামক এক ব্যক্তির সঙ্গে কোন বিষয়ে বিবাদের কারণে তাঁর পিতাকে তা-রো-র্দো-র্জে-র্গ্যাল ({{bo|w=tA ro rdo rje rgyal}}) নামক স্থানীয় শাসক গ্রেপ্তার করলে তিনি বিহারের শিক্ষা ছেড়ে দিয়ে পরিচারকের কাজ নিতে বাধ্য হন। ষোল বছর বয়সে [[সে-রা বৌদ্ধবিহার|সে-রা বৌদ্ধবিহার বিশ্ববিদ্যালয়ে]] শিক্ষালাভের উদ্দেশ্যে ভর্তি হন এবং এই বিহারে ম্খান-জুর-ব্লো-ব্জাং-থুব্স-র্জে ({{bo|w=mkhan zur blo bzang thubs rje}}) নামক এক বৌদ্ধ ভিক্ষু তাঁকে শিক্ষার্থীর শপথ প্রদান করেন। এই সময় র্গ্যাল-রোং-ব্জোদ-পা-ল্হুন-গ্রুব ({{bo|w=rgyal rong bzod pa lhun grub}}) এবং গ্রাগ্স-পা-ম্খাস-গ্রুব ({{bo|w=grags pa mkhas grub}}) নামক দুই বৌদ্ধ ভিক্ষু তাঁর উল্লেখযোগ্য শিক্ষক ছিলেন। ১৮০২ খ্রিষ্টাব্দে [[অষ্টম দলাই লামা]] তাঁকে ভিক্ষুর শপথ প্রদান করেন। ১৮৩০ খ্রিষ্টাব্দে তিনি গ্যুমে তন্ত্র মহাবিদ্যালয় এবং ১৮৩৭ খ্রিষ্টাব্দে [[দ্গা'-ল্দান বৌদ্ধবিহার|দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের]] ব্যাং-র্ত্সে ({{bo|w=byang rtse}}) মহাবিদ্যালয়ের প্রধানের দায়িত্ব লাভ করেন। ১৮৪৩ খ্রিষ্টাব্দে তিনি [[দ্গা'-ল্দান বৌদ্ধবিহার|দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের]] চুয়াত্তরতম প্রধান হিসেবে নির্বাচিত হন এবং পাঁচ বছর এই পদে থাকেন। এই সময় তিনি [[একাদশ দলাই লামা|একাদশ দলাই লামার]] শিক্ষক হিসেবে নিযুক্ত হন।<ref name= Samten>{{Citeবিশ্বকোষ encyclopediaউদ্ধৃতি| lastশেষাংশ = Chhosphel| firstপ্রথমাংশ = Samten| titleশিরোনাম =The Seventy-Fourth Ganden Tripa, Lobzang Lhundrub| encyclopediaবিশ্বকোষ = The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters| accessdateসংগ্রহের-তারিখ = 2014-07-25| dateতারিখ =February 2011| urlইউআরএল =http://www.treasuryoflives.org/biographies/view/Trichen-74-Lobzang-Lhundrub/7182}}</ref>
 
== তথ্যসূত্র ==