মার্শাল পরিকল্পনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
টেমপ্লেটে সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:US-MarshallPlanAid-Logo.svg|thumb|250px|মার্শাল পরিকল্পনার অংশ হিসেবে সহায়তা পণ্যে সংযুক্ত লেবেল]]
'''মার্শাল পরিকল্পনা''' (প্রাতিষ্ঠানিকভাবে '''ইউরোপীয় পুণর্গঠন প্রকল্প''' নামে পরিচিত, '''ইআরপি''') [[ইউরোপ|ইউরোপের]] বিভিন্ন দেশকে সহায়তা প্রদান করার একটি [[মার্কিন যুক্তরাষ্ট্র|মার্কিন]] পরিকল্পনা। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর]] ইউরোপীয় দেশগুলোর বিধ্বস্ত অর্থনৈতিক পুনর্গঠন এবং এসব দেশে [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত]] [[কমিউনিজম|কমিউনিজমের]] বিস্তার রোধ করার লক্ষ্যে এ পরিকল্পনা অনুসারে যুক্তরাষ্ট্র এসব দেশকে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে।<ref>"বিশেষত কমিউনিজমের বৈশ্বিক বিস্তৃতি প্রতিরোধ করার জন্যই এসব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।" - Alexander DeConde et al, eds. ''Encyclopedia of American foreign policy'' (2002) Volume 1 p. 95</ref> এ পরিকল্পনা ১৯৪৮ সালের এপ্রিল মাসে প্রণয়ন করা শুরু হয় এবং চার বছর যাবৎ পরিচালিত হয়।<ref>Lapsansky-Werner, Emma J. United States History: Modern America. Boston, MA: Pearson Learning Solutions, 2011. Print. Page 402</ref> যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত অঞ্চলসমূহ পুনর্গঠন, বাণিজ্য প্রতিবন্ধকতাসমূহ দূর করা, শিল্পে আধুনিকায়ন এবং পুনরায় একটি সমৃদ্ধ ইউরোপ সৃষ্টি করা।<ref name="Hogan 1987">Hogan, Michael J. ''The Marshall Plan: America, Britain, and the Reconstruction of Western Europe'', 1947–1952. Cambridge: Cambridge University Press, 1987.</ref> অর্থনীতিতে "মার্শাল পরিকল্পনার সমতূল্য" বলতে সাধারণত বড় ধরনের আপদকালীন আর্থিক সহায়তা বোঝানো হয়।<ref>{{বই উদ্ধৃতি|authorলেখক=Brad Roberts, ed.|titleশিরোনাম=The New Democracies: Global Change and U.S. Policy|urlইউআরএল=http://books.google.com/books?id=JF3tkUYGbk8C&pg=PA97|yearবছর=1990|publisherপ্রকাশক=MIT Press|pageপাতা=97}}</ref>
 
এ পরিকল্পনাটি<ref>http://www.oecd.org/general/themarshallplanspeechatharvarduniversity5june1947.htm</ref> যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব [[জর্জ মার্শাল|জর্জ মার্শালের]] নামানুসারে রাখা হয়। ১৯৪৭ সালের জুন মাসে [[হার্ভার্ড বিশ্ববিদ্যালয়|হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে]] প্রদত্ত এক ভাষণে ইউরোপ পুনর্গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।<ref name="Hogan 1987"/><ref>http://www.marshallfoundation.org/library/doc_marshall_plan_speech.html</ref> রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই পক্ষ থেকে এ পরিকল্পনাটি সমর্থন লাভ করে। এছাড়া যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ পরিকল্পনা প্রণয়নে সহায়তা করেন। এদের মধ্যে উইলিয়াম ক্লেটন ও জর্জ কেনান অন্যতম। সিনেটরদের মধ্যে আর্থার এইচ ভ্যান্ডারবার্গ এ প্রকল্প প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
 
এ পুনর্গঠন পরিকল্পনাটি সর্বপ্রথম ৫ জুন ১৯৪৭ সালে ইউরোপীয় দেশসমূহের একটি সভায় উত্থাপিত হয়। এ পরিকল্পনায় সোভিয়েত ইউনিয়ন আর তার সহযোগী দেশগুলোকে কিছু সহায়তা করার প্রস্তাব রাখা হলেও তারা সে প্রস্তাব গ্রহণ করেনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.historytoday.com/MainArticle.aspx?m=14080&amid=14080|titleশিরোনাম=Historians and the Cold War|authorলেখক=Geoffrey Roberts |publisherপ্রকাশক=History Today |dateতারিখ=December 2000|accessdateসংগ্রহের-তারিখ=2009-02-15}}</ref><ref>{{বই উদ্ধৃতি|titleশিরোনাম=The Cold War|seriesধারাবাহিক=''Very Short Introductions'' |pageপাতা=30|authorলেখক=Robert J. McMahon|publisherপ্রকাশক=[[Oxford University Press]]|dateতারিখ=2003-03-27}}</ref> এ প্রস্তাবে অনুমোদন দিলে সমাজতান্ত্রিক অর্থনীতিতে মার্কিন হস্তক্ষেপের একটা আশঙ্কা ছিল।<ref>Volkogonov, Dmitri. ''Stalin: Triumph and Tragedy''. Forum, 1996, p.531.</ref> পরিকল্পনাটির চার বছর মেয়াদকালে সর্বমোট ১৩ বিলিয়ন মার্কিন ডলার ইউরোপীয় দেশগুলোতে অর্থনৈতিক ও কারিগরী সহায়তা হিসেবে প্রদান করা হয়।<ref>Milward, Alan S. ''The Reconstruction of Western Europe 1945-51'' (Berkeley: University of California Press, 2006)</ref> ১৯৫১ সালের শেষে [[সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা|সমন্বিত নিরাপত্তা পরিকল্পনার]] মাধ্যমে মার্শাল পরিকল্পনা প্রতিস্থাপিত হয়।<ref>{{বই উদ্ধৃতি |lastশেষাংশ= Mills |firstপ্রথমাংশ= Nicolaus|titleশিরোনাম= Winning the peace: the Marshall Plan and America's coming of age as a superpower|yearবছর=2008|publisherপ্রকাশক= Wiley|isbnআইএসবিএন=978-0-470-09755-7|pageপাতা=195}}</ref>
 
== তথ্যসূত্র ==