শ্রীমঙ্গল উপজেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনির্ভরযোগ্য উৎস বাতিল
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩০২ নং লাইন:
২০১০ সালেও শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৬৬টি। আর ২০১৩- সালে এর সংখ্যা দাড়িয়েছে ১৩৮টি।<ref name="shoto"/> ২০১০ সালে শ্রীমঙ্গলে ঝরে পড়া শিশুর সংখ্যা ছিল ৮ হাজার ১৩ জন, যা প্রতিবছরই বৃদ্ধি পেতো। ঐ সালে প্রাথমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজারের নিচে আর ২০১৩ সাল নাগাদ বিদ্যালয়গামী শিক্ষার্থীর সংখ্যা ৪৫ হাজারের উপরে।<ref name="shoto"/>  আর ২০১০ সালের দিকে সরকারি শিক্ষকের সংখ্যা প্রায় সাড়ে ৩শ থেকে দিগুণেরও বেশি বেড়ে ২০১৬ সালে সরকারি শিক্ষকের সংখ্যা ৭০৪ জন।<ref name="shoto"/> এরপর ২০১৬  সালে শ্রীমঙ্গলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯৯.২৯%।<ref name="shoto"/> বর্তমানে (২০১৮ খ্রি.) শ্রীমঙ্গলে স্কুলগামী ছাত্রের সংখ্যা প্রায় শতভাগ।<ref name="shoto"/> বর্তমানে পাশের হার ও এ প্লাস পাওয়ার দিক থেকে শ্রীমঙ্গলের স্কুল কলেজগুলো  সিলেট শিক্ষা বোর্ডের শির্ষস্থানিয় অবস্থানে রয়েছে।
শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: [[শ্রীমঙ্গল সরকারি কলেজ]], [[দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ]], দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় (১৯২৪), [[চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়]] (১৯২৪), [[চন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়]] (১৯৩৪), [[শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাদ্বিল (ডিগ্রি) মাদ্রাসা]], [[বিটিআরআই হাইস্কুল এন্ড কলেজ]], [[দশরথ বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়]] (১৮৯৬), [[ডোবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়]] (১৮৮২), [[শ্রীমঙ্গল কাদিরিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা]], [[উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়]]।<ref name="bnlapedia"/>
মাজার : গাছপীর হযরত আইব্রু মিয়া
হযরত খাজা ইউনুছ শাহ সাতগাঁও।
জোর কদমতলী রুস্তমপুর।
সাংস্কৃতিক : নবনাগরী ধামাইল একাডেমী রুস্তমপুর।
 
==অর্থনীতি==