জন গারফিল্ড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পাতা তৈরি
 
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৭ নং লাইন:
}}
 
'''জন গারফিল্ড''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: John Garfield; জন্ম: '''ইয়াকব ইউলিয়াস গারফিঙ্কল''', [[৪ মার্চ|৪ঠা মার্চ]] [[১৯১৩]] - [[২১ মে|২১শে মে]] [[১৯৫২]]) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি মূলত পিতাশ্রেণীয়, বিদ্রোহী ও শ্রমিক শ্রেণীয় কাজ করে প্রসিদ্ধি অর্জন করেন।<ref>Obituary ''Variety'', May 28, 1952, page 55.</ref> [[মহামন্দা]] সময়কালে নিউ ইয়র্কে দারিদ্রের মধ্যে বেড়ে ওঠা গারফিল্ড ১৯৩০-এর দশকের শুরুতে গ্রুপ থিয়েটারের সদস্য হন। ১৯৩৭ সালে তিনি হলিউডে আসেন এবং ওয়ার্নার ব্রসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পর এই স্টুডিওর চলচ্চিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। গারফিল্ড ''[[ফোর ডটারস]]'' (১৯৩৮) চলচ্চিত্রের জন্য [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা]] বিভাগে এবং ''[[বডি অ্যান্ড সোল]]'' (১৯৪৭) চলচ্চিত্রের জন্য [[শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।
 
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল হাউজ কমিটি অন আন-আমেরিকান অ্যাক্টিভিটিজ (এইচইউএসি) তাকে কমিউনিস্ট হওয়ার অভিযোগ করলে তিনি তাদের অভিযোগ প্রত্যাখান করেন এবং "নাম বলা" থেকে বিরত থাকার কারণে তার চলচ্চিত্র কর্মজীবনে ইতি ঘটে। অনেকে ধারণা করেন এই ঘটনার চাপে তিনি মাত্র ৩৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান।<ref name=Beaver>{{বই উদ্ধৃতি|lastশেষাংশ=বিভার|firstপ্রথমাংশ=জিম|titleশিরোনাম=John Garfield: His Life and Films|yearবছর=১৯৭৮|publisherপ্রকাশক=A.S. Barnes & Co.|locationঅবস্থান=ক্র্যানবারি, নিউ জার্সি|isbnআইএসবিএন=0-498-01890-3}}</ref> [[মার্লোন ব্র্যান্ডো]], [[মন্টগামারি ক্লিফ]] ও [[জেমস ডিন|জেমস ডিনের]] মত গারফিল্ডকে পদ্ধতিগত অভিনয়ের পূর্বসূরী হিসেবে বিবেচনা করা হয়।
 
==প্রারম্ভিক জীবন==
গারফিল্ড ১৯১৩ সালের ৪ঠা মার্চ [[নিউ ইয়র্ক সিটি]]র ম্যানহাটনের রিভিংটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন। তার জন্মনাম ইয়াকব ইউলিয়াস গারফিঙ্কল। তার পিতা দাভিদ গারফিঙ্কল ও মাতা হান্নাহ রুশ ইহুদি ছিলেন। গারফিল্ড ইড্ডিশ থিয়েটার জেলায় বেড়ে ওঠেন।<ref>{{বই উদ্ধৃতি|urlইউআরএল=https://books.google.com/books?id=E_l8SoBVr28C&pg=PA16 |titleশিরোনাম=He Ran All the Way: The Life of John Garfield |lastশেষাংশ=নট|firstপ্রথমাংশ=রবার্ট |publisherপ্রকাশক=Hal Leonard Corporation |yearবছর= ২০০৩|accessdateসংগ্রহের-তারিখ=২১ মে ২০১৮}}</ref><ref>{{বই উদ্ধৃতি|urlইউআরএল=https://books.google.com/books?id=He5QnUURCJYC&pg=PA39 |titleশিরোনাম=Acting Jewish: Negotiating Ethnicity on the American Stage & Screen |lastশেষাংশ=বিয়াল|firstপ্রথমাংশ=হেনরি |publisherপ্রকাশক=University of Michigan Press |yearবছর= ২০০৫ |accessdateসংগ্রহের-তারিখ=২১ মে ২০১৮}}</ref>
 
==পুরস্কার ও মনোনয়ন==
৪৮ নং লাইন:
* {{ফাইন্ড এ গ্রেইভ|382}}
 
{{কর্তৃত্বকর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:গারফিল্ড, জন}}