ব্যাসিল বুচার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
তথ্যছক প্রদান!
Suvray (আলোচনা | অবদান)
শৈশবকাল - অনুচ্ছেদ সৃষ্টি
৫৬ নং লাইন:
}}
 
'''ব্যাসিল ফিটজহার্বার্ট বুচার''' ({{lang-en|Basil Butcher}}; [[জন্ম]]: [[৩ সেপ্টেম্বর]], [[১৯৩৩]]) ব্রিটিশ গায়ানার বারবাইসের পোর্ট মোর‌্যান্ট এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ও সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেট তারকা। [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫৮ থেকে ১৯৬৯ সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে [[Guyana national cricket team|গায়ানা দলের]] প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও [[লেগ ব্রেক]] বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন '''ব্যাসিল বুচার'''।
 
== শৈশবকাল ==
প্রথম [[Amerindian|আমেরিন্দীয়]] বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করার গৌরব অর্জন করেন।<ref>{{cite news|publisher=[[Stabroek News]]|url=https://www.stabroeknews.com/2011/sports/07/05/basil-butcher-the-first-aboriginal-to-don-%E2%80%9Cwhites%E2%80%9D-for-the-west-indies%E2%80%A6/|title=Basil Butcher – the first Aboriginal to don “whites” for the West Indies…|date=5 July 2011}}</ref> তৎকালীন ব্রিটিশ গায়ানার পোর্ট মোর‌্যান্টের ঠিক বাইরে অবস্থিত ইক্ষু খামার এলাকায় ব্যাসিল বুচারের জন্ম।<ref name=sweet/><ref name=almanack>{{cite web|accessdate=29 December 2017|url=http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/154534.html|title=CRICKETER OF THE YEAR 1970: Basil Butcher|publisher=[[Wisden Almanack]]}}</ref> ছোট্ট গ্রাম হলেও এ গ্রাম থেকেই প্রতিবেশী [[আলভিন কালীচরণ|আলভিন কালীচরণের]] পরিবার, ভবিষ্যতের টেস্ট দলীয় সঙ্গী [[রোহন কানহাই]] ও [[Joe Solomon|জো সলোমন]] কাছাকাছি বসবাস করতেন।<ref name=sweet/> শিক্ষা জীবন শেষ না করেই বিদ্যালয় ত্যাগ করেন। এ সময়ে শিক্ষক, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কেরাণী, বীমাকর্মী ও উন্নয়ন কর্মকর্তা ইত্যাদি পদে চাকুরী করেন। এ সময়ে পোর্ট মোর‌্যান্ট স্পোর্টস ক্লাবে খেলতেন।<ref name=almanack/>
 
বিশ্বস্ত ডানহাতি মাঝারিসারির ধ্রুপদী ক্রীড়াশৈলীর অধিকারী ব্যাটসম্যান হিসেবে তাঁকে পরিগণিত করা হতো। ১৯৬০-এর দশকে তারকাসমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং ধারাবাহিকতাকে শক্তিশালীকরণে প্রভূতঃ ভূমিকা রাখেন। অস্ট্রেলীয় ক্রিকেটার ও গণমাধ্যম ব্যক্তিত্ব [[রিচি বেনো]] তাঁকে সর্বাপেক্ষা দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ ব্যাটসম্যানরূপে আখ্যায়িত করেছেন যাকে আউট করা দুরূহ ব্যাপার।
 
== তথ্যসূত্র ==