গ্রেট সল্ট লেক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৬ নং লাইন:
|area = ১,৭০০ বর্গ মাইল (৪,৪০০ বর্গকিমি)
|depth = ১৬ ফিট (৪.৯ মিটার), হ্রদের পানিপৃষ্ঠ স্বাভাবিক উচ্চতা থাকাকালীন
|max-depth = ৩৩ ফিট (১০ মিটার) গড়, ১৯৮৭ সালে {{convertরূপান্তর|45|ft|m|abbr=on}}-এর চেয়ে উচ্চ, ১৯৬৩ সালে {{convertরূপান্তর|24|ft|m|abbr=on}}-এর চেয়ে নিম্ন
|volume = {{convertরূপান্তর|15338693.6|acre.ft|km3|2|abbr=on|lk=in}}
|residence_time =
|shore =
২৪ নং লাইন:
|cities = [[সল্ট লেক সিটি|সল্ট লেক]] এবং [[অগডেন (ইউটা)|অগডেন]]
}}
'''গ্রেট সল্ট লেক''' [[যুক্তরাষ্ট্র|যুক্তরাষ্ট্রের]] উত্তরে [[ইউটা]] অঙ্গরাজ্যে অবস্থিত পৃথিবীর পশ্চিম গোলার্ধের সর্ববৃহৎ [[লবণাক্ত হ্রদ (ভূগোল)|লবণাক্ত হ্রদ]]<ref name="Britannica">[http://www.britannica.com/ebi/article-9274643 Great Salt Lake]. ''Encyclopædia Britannica Online''</ref> এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম [[Endorheic basin|টার্মিনাল হ্রদ]]।<ref name="USGS-GSL">[http://ut.water.usgs.gov/greatsaltlake/ Great Salt Lake, Utah]. ''U.S. Geological Survey''.</ref> হ্রদটির গড় আয়তন প্রায় {{convertরূপান্তর|1700|sqmi|km2}},<ref name="USGS-GSL"/> তবে গভীরতার কারণে বছরের বিভিন্ন সময়ে এই আয়তনের তারতম্য ঘটে। ১৯৬৩ সালে হ্রদটির সবচেয়ে আয়তন নির্ণীত হয়, এই পরিমাণ ছিল {{convertরূপান্তর|950|sqmi|km2}}, তবে ১৯৮৮ সালে সর্বোচ্চ {{convertরূপান্তর|3300|sqmi|km2}} নির্ণয় করা হয়।<ref name="USGS-GSL"/> ভূপৃষ্ঠ আয়তনের দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ হ্রদ, যা [[গ্রেট লেক]] অঞ্চলের অন্তর্গত নয়।
 
গ্রেট সল্ট লেক হল [[হ্রদ বনভিল|হ্রদ বনভিলের]] সবচেয়ে বড় অবশিষ্টাংশ, যা মূলত পশ্চিম ইউটা অঙ্গরাজ্যের পশ্চিমে বিশাল স্থানজুড়ে বিস্তৃত একটি প্রাগঐতিহাসিক [[আর্দ্র্র হ্রদ]]। গ্রেট সল্ট লেকের প্রধান উপনদীগুলো হল [[Jordan River (Utah)|জর্ডান]], [[Weber River|ওয়েবার]] এবং [[Bear River (Utah)|বিয়ার]] নদী। এই তিনটি নদী থেকে একত্রে প্রতি বছরে প্রায় ১.১ মিলিয়ন টন খনিজ পদার্থ এই হ্রদে পতীত হয়।<ref name="Britannica"/> হ্রদটি কোন শাখা নদী নেই, ফলে একমাত্র বাষ্পীভবন ছাড়া আর কোন উপায়ে জল এখান থেকে নির্গত হয় না। একারণে এর পানি বেশ লবণাক্ত। এর পানির লবণাক্ততা সমুদ্রের পানির চেয়েও বেশি। হ্রদটির পানিতে বিদ্যমান খনিজ পদার্থের পরিমাণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
৩১ নং লাইন:
 
==উৎস==
[[লেক বনভিল]]-এর অবশিষ্ট জলাধারগুলোর মধ্যে সবচেয়ে বড় হল গ্রেট সল্ট লেক। বনভিল ইউটাতে অবস্থিত একটি প্রাগঐতিহাসিক হ্রদ। বনভিল হ্রদের সর্বোচ্চ নির্ণীত আয়তন {{convertরূপান্তর|22400|sqmi|km2}}, যা বর্তমান [[লেক মিশিগান|লেক মিশিগানের]] আয়তনের প্রায় সমান এবং বর্তমান গ্রেট সল্ট লেকের আয়তনের দশগুণ।<ref name="USGS-GSL"/> বনভিলের সর্বোচ্চ ধারণকৃত গভীরতা {{convertরূপান্তর|923|ft|m|abbr=on}}।<ref name = "Morgan p. 22"/><ref>{{citation |last=Arnow |first=T |year=1984 |title=Water-level and water-quality changes in Great Salt Lake, Utah, 1847-1983 |work=U.S. Geological Survey Circular 913 |location=Washington, D.C. |publisher=U.S. Geological Survey}}</ref> ইউটা অঙ্গরাজ্যের অধিকাংশ অঞ্চল জুড়ে বনভিল হ্রদ ছিল। এছাড়া [[প্লাইস্টোসিন]] যুগে [[আইডাহো]] এবং [[নেভাডা]] রাজ্যেও এই বনভিল হ্রদের অবস্থান ছিল।
 
বিগত ১৬,৮০০ বছর পূর্ব পর্যন্ত বনভিল লেকের অস্তিত্ব ছিল। [[জলবায়ু পরিবর্তন|বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের]] কারণে হ্রদটি শুকিয়ে যেতে থাকে, ফলে হ্রদটি থেকে বেশ কয়েকটি ছোট হ্রদের সৃষ্টি হয়। এর মধ্যে গ্রেট সল্ট লেক, [[ইউটা লেক]], [[সেভিয়ার লেক]] এবং [[রাশ লেক]] উল্লেখযোগ্য।<ref name="Morgan p. 22"/>
৪১ নং লাইন:
সেসময় অধিকাংশ পর্যটকগণ অশিক্ষিত ছিলেন, ফলে তারা ঐসময়ের অবস্থা লিখিতরূপে সংরক্ষণ করে যেতে পারেননি। তবে তাদের মৌখিক ভাষ্য থেকে পরবর্তিতে শিক্ষিত পর্যটকগণ তথ্যাবলি সংরক্ষণ করেন, যদিও এতে কিছু ত্রুটি থাকতে পারে। এসকালান্তে [[ইউটা লেক|ইউটা লেকের]] তীরে ভ্রমণ করেন, যেটির নাম তিনি রাখেছিলেন লাগুনা টিমপানোগোস। মানচিত্র আঁকিয়ে মিয়েরা কিছুকাল পরে একটি মানচিত্র তৈরি করেন যাতে হ্রদটি স্থান পেয়েছিল। অন্যান্য মানচিত্র আঁকিয়েরা মিয়েরার সেই মানচিত্র অবলম্বন করে পরবর্তিতে বিভিন্ন মানচিত্রে লেক টিমপানোগোস নামে হ্রদটির উল্লেখ করেন। যতই মানুষ গ্রেট সল্ট লেকের ব্যাপারে জানতে থাকলো, তারা ভাবতে শুরু করে যে, "টিমপানোগোস"-ই হল হ্রদটির নাম। কোন কোন মানচিত্রে দুইটি নামই একত্রে ব্যবহৃত হয়েছে। কালক্রমে "টিমপানোগোস" নাম এবং ইউটা লেকের সাথে হ্রদটির সম্পর্কের ইতিবৃত্ত হারিয়ে যায়।
 
১৮৪৩ সালে [[জন সি ফ্রেমন্ট]] সর্বপ্রথম গ্রেট সল্ট লেকে একটি বৈজ্ঞানিক অভিযান পরিচালনা করেন। কিন্তু সেসময় শীতকালের দ্রুত আগমন ঘটায় তিনি পুরো হ্রদটির জরিপ শেষ করতে পারেননি। ১৮৫০ সালে [[হাওয়ার্ড স্টান্সবেরি]] এই কাজটি সফলভাবে সম্পন্ন করেছিলেন।<ref>Encyclopædia Britannica, Volume 10, 1971</ref> জন ফ্রেমন্টের জরিপের প্রতিবেদন সমসাময়িক বিভিন্ন প্রকাশনায় প্রকাশিত হয়েছিল। এরপর স্টান্সবেরির জরিপের প্রতিবেদন প্রকাশিত হয় এবং তা জনপ্রিয়তও লাভ করে। এই প্রতিবেদন [[Salt Lake City|গ্রেট সল্ট লেক সিটির]] মরমন সম্প্রদ্বায়ের সাথে স্টান্সবেরির আলোচনার সারসংক্ষেপ উল্লেখ ছিল। এছাড়া তাদের ধর্মবিশ্বাস সম্পর্কেও তথ্য ছিল। ১৮৪৭ সাল থেকে গ্রেট সল্ট লেক অঞ্চলে মরমন সম্প্রদ্বায় বসবাস করতে শুরু করে।<ref>{{বই উদ্ধৃতি|urlইউআরএল= https://books.google.com/books?id=MAy5wm8kk3gC&dq=stansbury%20survey%20great%20salt%20lake&pg=PA1#v=onepage&q=&f=false |titleশিরোনাম=Exploration and survey of the valley of the Great Salt Lake of Utah |authorলেখক= Howard Stansbury, [[United States Army Corps of Engineers|Army Corps of Engineers]] |publisherপ্রকাশক= Lippincott, Grambo & Co |yearবছর=1852 |accessdateসংগ্রহের-তারিখ=2010-01-23}}</ref>
 
১৮৯৫ সালের নভেম্বরে শিল্পী এবং লেখক [[আলফ্রেড ল্যামবোর্ন]] গ্রেট সল্ট লেকের অন্যতম দ্বীপ [[গানিসন আইল্যান্ড|গানিসন আইল্যান্ডে]] এক বছর থেকে ''আওয়ার ইনল্যান্ড সী'' নামে একটি অনুধ্যান ও কাব্য রচনা করেন। নভেম্বরে, ১৮৯৫ থেকে ১৮৯৬ পর্যন্ত তিনি একাই দ্বীপটিতে বাস করেছিলেন। একই বছরের মার্চ মাসে কয়েকজন [[গুয়ানো]] চাষী সেখানে আসে। তাদের জীবনগাথা এবং সংগ্রামের ঘটনা ল্যামবোর্ন তার গ্রন্থে উল্লেখ করেন। ১৮৯৬ সালের শীতে ল্যামবোর্ন কয়েকজন গুয়ানো চাষীর সাথে দ্বীপ ছেড়ে চলে যান।<ref name="Utah History to Go">{{সাময়িকী উদ্ধৃতি |lastশেষাংশ=Carter |firstপ্রথমাংশ=Lyndia |dateতারিখ=June 1996 |titleশিরোনাম=Guano Sifters on Gunnison Island |urlইউআরএল=http://historytogo.utah.gov/utah_chapters/statehood_and_the_progressive_era/guanosiftersongunnisonisland.html |journalসাময়িকী=History Blazer |publisherপ্রকাশক=Utah State Historical Society |accessdateসংগ্রহের-তারিখ=2013-10-30}}</ref>
 
==ভূগোল==
১০৩ নং লাইন:
গ্রেট সল্ট লেকের তীরবর্তী এলাকায় বিশটি হংস ক্লাব, সাতটি সরকারি জলচর পাখি সংরক্ষণ এলাকা এবং একটি বড় রাজ্য পাখি অভয়াশ্রম রয়েছে।<ref>[http://www.xmission.com/~fogsl/archives/mar2003farmingtonPres.html Utah's Great Salt Lake: An Undervalued Resource]. ''FRIENDS of Great Salt Lake''.</ref> এছাড়া রয়েছে বেশ কয়েকটি বন্যপ্রাণী অভয়াশ্রম। এদের মধ্যে আছে বিয়ার রিভার মাইগ্রেটরি বার্ড রিফিউজি, গিলমোর স্যাংচুয়ারি, গ্রেট সল্ট লেক শোরল্যান্ডস প্রিজার্ভ, সল্ট ক্রিক, হ্যারল্ড ক্রেন, টিমপি স্প্রিংস, ফার্মিংটন বে ওয়াটারফোল ম্যানেজমেন্ট এরিয়া।
 
গ্রেট সল্ট লেকের কয়েকটি দ্বীপ প্রচুর পাখির আবাস হিসেবে কাজ করে। হ্যাট, গানিসন এবং কাব দ্বিপে মানুষের প্রবেশাধিকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এই দ্বীপগুলোতে বাস করে বিপন্নপ্রায় আমেরিকান হোয়াইট পেলিকান পাখি।<ref>[http://www.wildlife.utah.gov/rules/R657-15.html R657-15—Closure of Gunnison, Cub and Hat Islands]. ''Utah Division of Wildlife Resources''.</ref> এই হ্রদের দ্বীপগুলোতে অনেক প্রজাতির সরীসৃপ, স্তন্যপায়ী প্রাণীও বাস করে। এছাড়া রয়েছে বৈচিত্র্যময় প্রজাতির অনেক উদ্ভিদ। কিছু উদ্ভিদের প্রজাতি দ্বীপগুলো থেকে বিপন্ন হয়েছে। ১৮০০ সালে একটি অনুসন্ধানী দল এই হ্রদের দ্বীপগুলোতে হলুদ রঙের ফুলবিশিষ্ট উদ্ভিদ প্রচুর পরিমাণে দেখতে পেয়েছিলো, যা তারা ক্যালোকর্টাস লিউটাস নামে চিহ্ণিত করে।এই প্রজাতির উদ্ভিদ বর্তমানে কেবল ক্যালিফোর্নিয়াতে জন্মে।<ref>C. Michael Hogan. 2009. [http://www.globaltwitcher.com/artspec_information.asp?thingid=97686 ''Yellow Mariposa Lily: Calochortus luteus'', GlobalTwitcher.com, ed. N. Stromberg]</ref><ref name=FNA>{{বই উদ্ধৃতি|lastশেষাংশ=Fiedler|firstপ্রথমাংশ=P.|titleশিরোনাম=Flora of North America North of Mexico Volume 26|yearবছর=1993|othersঅন্যান্য=Zebell|authorlinkলেখক-সংযোগ=Calochortus|publisherপ্রকাশক=Flora of North America Editorial Committee}}</ref> এই উদ্ভিদগুলো বর্তমানে ইউটাতে জন্মালেও ঐ দ্বীপগুলোতে আর জন্মে না।<ref name=AtlasUtah>{{ওয়েব উদ্ধৃতি|titleশিরোনাম=Digital Atlas of the Vascular Plants of Utah|urlইউআরএল=http://earth.gis.usu.edu/plants/|publisherপ্রকাশক=Utah State University|accessdateসংগ্রহের-তারিখ=August 7, 2012|authorলেখক=L.M. Shultz|author2লেখক২=R. D. Ramsey |author3লেখক৩=W. Lindquist |author4লেখক৪=C. Garrard |yearবছর=2010}}</ref>
 
অতিরিক্ত লবণাক্ততার কারণে গ্রেট সল্ট লেকেওল্প কিছু প্রজাতির মাছ বাস করে। তবে বিয়ার নদী এলাকা এবং ফার্মিংটন উপসাগরে অনেক মাছ রয়েছে। বিশেষ করে বসন্তে যখন হ্রদে স্বাদু পানির প্রবেশ ঘটে, সেসময় অনেক মাছের আগমন ঘটে। হ্রদের মূল এলাকায় অল্প কিছু প্রজাতির জলচর প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে ব্রাইন চিংড়ি। তারা শীতের প্রথমার্ধে এবং শীতের শেষের দিকে প্রচুর পরিমাণে ২০০ মাইক্রোমিটার আকারের ক্ষুদ্র, শক্ত আবরণবিশিষ্ট ডিম উৎপাদন করে।<ref name="USGS shrimp">[http://ut.water.usgs.gov/shrimp/ Brine Shrimp and Ecology of Great Salt Lake]. ''U.S. Geological Survey''.</ref> এই চিংড়িগুলো মাছের খাদ্য হিসেবে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। বিষাক্ত পদার্থ, ঔষধ ও অন্যান্য রাসায়নিক পদার্থের সনাক্তকরণেও এগুলোর ব্যবহার রয়েছে। এছাড়া দুই প্রজাতির ব্রাইন মাছি, শৈবাল, ব্যাক্টেরিয়া ইত্যাদি এই হ্রদে পাওয়া যায়।<ref name="Weber">[http://faculty.weber.edu/sharley/AIFT/GSL-Life.htm Life in the Great Salt Lake], [[Weber State University]] Department of Botany''</ref>
১৩০ নং লাইন:
শীতের শুরু ও শেষের দিকে ব্রাইন চিংড়ির চাষ স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে উঠেছে। গ্রেট সল্ট লেক থেকে উৎপাদিত ব্রাইন চিংড়ি বিশ্বের মোট উৎপাদিত ব্রাইন চিংড়ির ৩৫ থেকে ৪৫ শতাংশ যোগান দেয়।<ref name="Economic powerhouse"/><ref name="SLV Leap of Faith">[http://www7.nationalgeographic.com/ngm/data/2002/02/01/html/ft_20020201.5.html Salt Lake Valley’s Leap of Faith] Lisa Moore LaRoe, ''National Geographic.''</ref> ১৯৫০ এর দশকে প্রথম এ অঞ্চলে ব্রাইন চিংড়ির চাষ শুরু হয়, এগুলো তখন বাণিজ্যিকভাবে বিক্রয় করা হত। ১৯৭০ এর দশকে চিংড়ির পাশাপাশি চিংড়ির ডিমও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এই ডিম প্রধানত যুক্তরাষ্ট্রের বাহিরে মাছের খাদ্য হিসেবে বিক্রয় করা হয়। বর্তমানে পূর্ব-এশিয়া ও দক্ষিণ আমেরিকাতে ব্রাইন চিংড়ির ডিম উল্লেখযোগ্য হারে বিক্রয় হয়।<ref>[http://www.wildlife.utah.gov/gsl/brineshrimp/southarm.html South Arm (Gilbert Bay)]. ''[[Utah Division of Wildlife Resources]]''.</ref> এই ডিমের মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, তবে পানির লবণাক্ততা অন্যতম। পানির লবণাক্ততা ২ থেকে ৩% এর মধ্যে থাকলে সাধারণত এই ডিম প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, তবে লবণাক্ততা ১০%-এর উপরে থাকলে সর্বোচ্চ পরিমাণে ডিম উৎপাদন হয়। লবণাক্ততা কমলে ডিমের উৎপাদন বাধাগ্রস্ত হয়।<ref name="USGS shrimp"/>
 
হ্রদের উত্তরের অংশে খনিজ তেলের উপস্থিতি রয়েছে, তবে তা নিম্ন মানের বলে পরীক্ষায় প্রতীয়মান হয়েছে। অর্থনৈতিকভাবে এই তেল উত্তোলন লাভজনক নয়।<ref name="DN-Tales"/> ১৯৯৩ নাগাদ, গ্রেট সল্ট লেক থেকে প্রায় {{convertরূপান্তর|3000|oilbbl|m3}} অপোরিশোধিত তেল উত্তোলিত হয়েছে হ্রদের রোজেল পয়েন্ট এলাকার একটি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান।<ref>Hassible & Keck, p. 20</ref> হ্রদের ৩০-৫০টি কূপ থেকে প্রায় ১০,০০০ ব্যারেল তেল উত্তোলন করেছে, তবে এটি ১৯৮০-এর পর থেকে নিষ্ক্রিয় রয়েছে। ঊনবিংশ শতকের প্রথম থেকেই এই হ্রদে তেলের উপস্থিতি মানুষের জানা ছিল। ১৯০৪ সালে প্রথম তেল উত্তোলনের প্রচেষ্টা চালানো হয়।<ref>[http://geology.utah.gov/surveynotes/geosights/rozelpoint.htm “Bubblin' Crude” at Rozel Point, Box Elder County, Utah]. Mark Milligan, ''Utah Geological Survey''</ref> ২০০৫ সালে পরিচালিত একটি পরিস্কার অভিযানে হ্রদের নিকটে তেল উত্তোলনকারী শিল্পকারখানার ধ্বংসাবসেস পাওয়া যায়।<ref>[http://geology.utah.gov/surveynotes/geosights/rozeljetty_revisited.htm Rozel Point and Spiral Jetty Revisited, Box Elder County, Utah]. Mark Milligan, ''Utah Geological Survey''</ref>
 
===রেলপথ===
১৪৪ নং লাইন:
এসব সমস্যা সত্ত্বেও গ্রেট সল্ট লেক ইউটা অঙ্গরাজ্যের অন্যতম বৃহৎ পর্যটন আকর্ষণ।<ref>[http://www.utah.com/stateparks/great_salt_lake.htm Great Salt Lake]. ''Utah.com''</ref> অ্যান্টিলোপ আইল্যান্ড স্টেট পার্ক এই অঙ্গরাজ্যের অন্যতম জনপ্রিয় পার্ক, এখান থেকে গ্রেট সল্ট লেকের প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া এই পার্কে পর্যটকদের জন্য রয়েছে হাইকিং, বাইকিং, বন্যপ্রাণী দর্শন এবং হ্রদের তীরে অবকাশ যাপনের সুবিধা।
 
ইউটা সরকার হ্রদের দক্ষিণে গ্রেট সল্ট লেক স্টেট পার্কে একটি এবং অ্যান্টিলোপ আইল্যান্ড স্টেট পার্কে আরেকটি পোতাশ্রয় পরিচালনা করে। হ্রদের পানির হ্রাস-বৃদ্ধি এবং ঝড়ের কারণে এখানে নৌকা চালনা ঝুঁকিপূর্ণ।<ref>{{বই উদ্ধৃতি |titleশিরোনাম= Visions of Antelope Island and Great Salt Lake |lastশেষাংশ= Stum|firstপ্রথমাংশ= Marlin |authorlinkলেখক-সংযোগ= |author2লেখক২=Dan Miller|yearবছর= 1999|publisherপ্রকাশক= [[Utah State University]] Press|locationঅবস্থান= |isbnআইএসবিএন= 0-87421-269-3|pageপাতা= 4|urlইউআরএল= https://books.google.com/books?id=_fYRAQAAIAAJ|accessdateসংগ্রহের-তারিখ=2009-09-03}}</ref> এই হ্রদে এক মাস্তল বিশিষ্ট নৌকাই সবচেয়ে জনপ্রিয়। হ্রদে হঠাৎ ঝড় এবং শৌখিন নৌকাঁচালকদের উপস্থিতি এই হ্রদে নৌকাবিলাসের ক্ষেত্রে ঝুঁকির কারণ।<ref>{{বই উদ্ধৃতি |titleশিরোনাম= The great Great Salt Lake |lastশেষাংশ= Peter G. |firstপ্রথমাংশ= Czerny|authorlinkলেখক-সংযোগ= |yearবছর= 1976|publisherপ্রকাশক= [[Brigham Young University]] Press|locationঅবস্থান= |isbnআইএসবিএন= 0-8425-1073-7|pageপাতা= 4|urlইউআরএল= https://books.google.com/books?id=_fYRAQAAIAAJ|accessdateসংগ্রহের-তারিখ=2009-09-03}}</ref>
 
===সল্টএয়ার===
[[Image:Saltair-Pavilion-1900.jpeg|thumb|right|হ্রদের তীরের প্রথম সল্টএয়ারের একটি দৃশ্য , {{circa|১৯০০}} সালের সমসাময়িক চিত্র।]]
১৮৯৩ সাল থেকে গ্রেট সল্ট লেকের তীর এলাকায় তিনটি অবকাশযাপন কেন্দ্র রয়েছে। এগুলোর প্রত্যেকটি সল্টএয়ার নামে পরিচিত। একটি আরেকটি উত্তরাধিকারী হিসেবে নির্মিত হয়েছে। হ্রদের পানির হঠাৎ হ্রাস-বৃধি এগুলোর নির্মাণের ক্ষেত্রে সমস্যা তৈরি করেছিল। প্রথম দুইটি কেন্দ্র অগ্নিসংযোগের কারণে ধ্বংস হয়েছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি|authorলেখক=Strack, Don|titleশিরোনাম=Salt Lake, Garfield & Western Railway|urlইউআরএল=http://utahrails.net/utahrails/saltair-route.php|accessdateসংগ্রহের-তারিখ=14 April 2011}}</ref>
 
১৯২৫ সালের ২২ এপ্রিল প্রথম সল্টএয়ারের প্যাভিলিয়ন ধ্বংস হয়ে যায়। ঐ অবকাশযাপন কেন্দ্রটি পরে আরো সম্প্রসারিত করা হয় এবং তাতে আবার একটি প্যাভিলিয়ন যুক্ত করা হয়। কিন্তু ১৯৭০ সালে আবার অগ্নিসংযোগের কারণে তা ক্ষতিগ্রস্ত হয়।<ref name=Saltair>{{ওয়েব উদ্ধৃতি|authorলেখক=Utah History Encyclpedia|titleশিরোনাম=Saltair|urlইউআরএল=http://www.media.utah.edu/UHE/s/SALTAIR.html|accessdateসংগ্রহের-তারিখ=14 April 2011}}</ref>
বর্তমানে হ্রদের তীরে অবস্থিত সল্টএয়ারটি একটি কনসার্টের স্থান হিসেবে সুপরিচিত।<ref>[http://www.utahcityguide.com/utbound/details.asp?ID=27085855877 Saltair Resort]. ''Utah City Guide''.</ref> নতুন এই অবকাশ কেন্দ্রটি ১৯৮১ সালে নির্মিত হয়। এটি মূল অবকাশ কেন্দ্র থেকে ১ মাইল পশ্চিমে।