আলাপ:নতুন দিল্লি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Jayantanth (আলোচনা | অবদান)
Nasirkhan (আলোচনা | অবদান)
→‎'নয়া দিল্লি' নামে স্থানান্তর: বিরোধিতা ও ব্যাক্ষ্যা
ট্যাগ: ২০১৭ উৎস সম্পাদনা
৪৯ নং লাইন:
 
 
ঃঃ:: আমি আগেও বলেছি আবারও বলছি, ভারতের রাজধানী ভারতীয় ভাষার জন্য নিজের নিজের ভাষার জন্য সেই ভাষার New শব্দের অনুবাদ করয়েই করা হয়, সেটাই ভারতে প্রচলিত। [ https://www.wikidata.org/wiki/Q987#sitelinks-wikipedia উইকি ডাটা ], বর্তমানের কিছু পত্রিকা হিন্দিকে অনুকরণ করার চেষ্টা করছে মাত্র । আমি আনন্দবাজারের পুরানো প্রিন্ট দিয়ে দেব। এটা ভারত সরকারের একটা প্রপাগন্ডা। এইগুলো তামিলতেলুগু মালায়ালাম কন্নড় উড়িয়া মারাঠি ইত্যাদি ভাষার ক্ষেত্রে করতে পারছে না । যত প্রভাব পরছে , এই বাঙলা ভাষার উপর। সেই প্রপাগণ্ডায় বাঙলা উইকিপিডিয়ায় আসছে । এটাই দুঃখের । অন্য সকল ভারতীয় ভাষায় এটা করতে গেলে আর একটা ভাষা আন্দোলন হয়ে যাবে , তাই হিন্দি সাম্রাজ্য সেইদিকে হাত বাড়ায় না । যা কিছু বাঙলার উপর করা যায় কারণ ,বাঙলা ভাষা খুব বর্ম মাটি। --[[User:jayantanth|জয়ন্ত]] ([[User talk:jayantanth|আলাপ]] - [[Special:Contributions/jayantanth|অবদান]]) ০৪:১৯, ২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
 
 
::: জয়ন্তদার সাথে একমত, নাম পরিবর্তনের বিরোধিতা করছি।
::: স্থানটির নাম নয়া দিল্লি হলে ইংরেজি Noya Delhi লেখা হতো। ভারতের অন্যান্য সকল ভাষায় যেখানে New/নতুন শব্দটি অনুবাদ করে ব্যবহার করা হচ্ছে সেখানে আমাদের কেনো হিন্দি শব্দটি ফনেটিক ভাবে লিখতে হবে? অনেক ব্যবহার করছে, অধিক প্রচলিত ইত্যাদি ক্ষেত্রে নয়াদিল্লি থেকে একটি রিডাইরেক্ট থাকতে পারে। এবং উইকিতে এমটাইতে হয়ে আসছে আরও বহুদিন থেকেই। একটি স্থানের নাম বিভিন্ন ভাষায় কি হিসাবে ব্যবহার করা হবে সেটি নির্ধারণ করা থাকে। যেমন পশ্চিমবঙ্গ বাংলাতে ব্যবহার করা হয় এবং ইংরেজিতে লিখতে হবে West Bengal। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার নাম পরিবর্তনের যে প্রস্তাব করেছিলো সেখানে কেন্দ্রীয় সরকার থেকে বাংলা এবং ইংরেজিতে একই নাম ব্যবহার করার পরামর্শ দিয়েছে, রাজ্য সরকার পরামর্শে রাজি হলে নাম পরিবর্তনের নতুন প্রস্তাব করবে হয়তো। https://www.prothomalo.com/international/article/1565214 এই লিংক থেকে সংবাদটি পড়লে, কোন ভাষায় কি নাম হয় তা বুঝতে সহজ হবে। ---- [[user:nasirkhan|<span style="color:#006699">নাসির খান সৈকত</span>]] • <small>[[user talk:nasirkhan|<span style="color:#215876">আলাপ</span>]] </small>• ০৯:১৬, ২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
"নতুন দিল্লি" পাতায় ফেরত যান।