গোপাল ভাঁড়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১১ নং লাইন:
| occupation = রাজা কৃষ্ণচন্দ্র রায় এর রাজসভার [[রম্য গল্পকার]] ভাঁড় ও মনোরঞ্জনকারী
}}
'''গোপাল ভাঁড়''' (বা '''গোপাল ভান্ড''') ছিলেন মধ্যযুগে [[বাংলাদেশ|নদিয়া]] অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার, ভাঁড় ও মনোরঞ্জনকারী।<ref name=bpedia>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://en.banglapedia.org/index.php?title=Gopal_Bhand|titleশিরোনাম=Gopal Bhand on Banglapedia|authorলেখক=Sirajul Islam|publisherপ্রকাশক=[[Banglapedia]]|accessdateসংগ্রহের-তারিখ=May 18, 2015}}</ref> তিনি অষ্টদশ শতাব্দীতে [[নদিয়া জেলা]]র প্রখ্যাত রাজা [[কৃষ্ণচন্দ্র রায়|কৃষ্ণচন্দ্রের]] রাজসভায় নিযুক্ত ছিলেন।<ref>Siegel, Lee (1987). ''[http://books.google.com/books?id=d1qZhZz5RuEC Laughing Matters: Comic Tradition in India]''. University of Chicago Press, United States. {{আইএসবিএন|0-226-75691-2}}. pp. 314-318.</ref> রাজা তাকে তার সভাসদদের মধ্যকার [[নবরত্ন (বিক্রমাদিত্যের সভাসদ)|নবরত্নদের]] একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার একটি প্রতিকৃতি ভাষ্কর্য এখনো সেখানে অবিকৃত অবস্থায় রয়েছে। পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভার সীমানায় ঘুর্নিতে গোপাল ভাঁড়ের নতুন মুর্তি স্থাপিত হয়েছে।
 
== গল্প ==
১৭ নং লাইন:
 
== ইতিহাস ও বিতর্ক ==
গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক, গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয় বহুকাল থেকে। গোপালের গল্পগুলি সমাজে চুড়ান্ত জনপ্রিয় ও বহুল প্রচলিত হলেও গোপাল ভাঁড় বাস্তবে ছিলেন কিনা সে নিয়ে মতভেদ আছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে কেউ নির্দিষ্ট করে ছিলেননা। তবে কোনো না কোনো বিদূষক রাজার প্রিয়পাত্র হন। সেরকম গোপাল নাম্নী নাপিত বংশীয় কোনো ব্যক্তি ছিলেন। গোপালের জন্ম কত বঙ্গাব্দে তা কোথাও লেখা নেই। তার জন্মস্থানের পক্ষেও কোনো নথি নেই, কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পত্তির কিংবা জায়গা-জমির কোনো প্রমান পাওয়া যায় না। গোপালের বাবার নাম জানা গেলেও তার মা ও স্ত্রী সম্পর্কে কিছু জানা যায়নি। নগেন্দ্রনাথ দাসের মতে গোপালের পদবী ছিল 'নাই'। মহারাজ তাকে হাস্যার্ণব উপাধী দান করেন। প্রখ্যাত ঐতিহাসিক ও ভাষাবিদ [[সুকুমার সেন]] বলেছেন ‘''গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতুহল থাকার ফলে বাস্তব অথবা কল্পিত ব্যক্তিটির সম্পর্কে যে জনশ্রুতি জাতীয় ঐতিহ্য গজিয়ে উঠেছে ও উঠছে তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি, গোপাল ভাঁড়ের ভাঁড়টুকু সংস্কৃত শব্দ ভাণ্ডারের ‘ভাণ্ড’-জাত মনে করে অনেক গোপালের জাতি নির্ণয় করেছেন''<nowiki/>'। পক্ষের ও বিপক্ষের যুক্তি যাই হোক, গোপাল ভাঁড় বাঙালি রসিক ও লৌকিক সংস্কৃতিতে অমলিন হয়ে আছেন<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.ittefaq.com.bd/print-edition/kachikachar-asor/2016/05/13/119303.html|titleশিরোনাম=গোপাল ভাঁড়ের খোঁজে|lastশেষাংশ=শোয়েব সর্বনাম|firstপ্রথমাংশ=|dateতারিখ=১৩মে ২০১৬|websiteওয়েবসাইট=|publisherপ্রকাশক=দৈনিক ইত্তেফাক|accessসংগ্রহের-dateতারিখ=১৫.০১.২০১৭}}</ref>।
 
 
== আরও দেখুন ==
৩০ ⟶ ২৯ নং লাইন:
 
== অধিক পঠন ==
* {{বই উদ্ধৃতি|authorলেখক=Dutta, Swapna|yearবছর= 2004|urlইউআরএল=http://books.google.com/books?id=FxPQLR1Vx4YC|titleশিরোনাম=Tales of Gopal the Jester|ISBNআইএসবিএন=81-7806-059-0}}
* {{বই উদ্ধৃতি|authorলেখক=Sinha, Seema|yearবছর=2005|urlইউআরএল=http://books.google.com/books?id=kecoyqyg5wMC|titleশিরোনাম=Gopal Bhand|ISBNআইএসবিএন=81-7011-975-8}}
 
{{Humor and wit characters}}