মার্কিন সেনাবাহিনী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৬ নং লাইন:
}}
 
'''ইউনাইটেড স্টেটস আর্মি''' ({{lang-en|United States Army}}) বা '''মার্কিন সেনাবাহিনী''' হচ্ছে [[মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী|মার্কিন সামরিক বাহিনীর]] [[আর্মি|স্থল]] শাখা। এটি হচ্ছে মার্কিন সশস্ত্র বাহিনীর সবচেয়ে পুরোনো এবং সর্ববৃহৎ শাখা। একই সাথে এটি যুক্তরাষ্ট্রে সাতটি ইউনিফর্মড বা উর্দি পরিহিত সার্ভিসের একটি। ১৪ জুন ১৭৭৫ সাল গঠিত হওয়া যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকামী [[কন্টিনেন্টাল আর্মি|কন্টিনেন্টাল আর্মির]] মাধ্যমেই এই বাহিনীর গোড়াপত্তন।<ref name="Army_birth"/> [[মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ|মার্কিন স্বাধীনতা যুদ্ধের]] সময় এই কন্টিনেন্টাল আর্মি গঠন করা হয়। পরবর্তীতে ৩ জুন, ১৭৮৪ সালে [[কংগ্রেস অফ দ্য কনফেডারেশন|কংগ্রেস অফ দ্য কনফেডারেশনের]] সিদ্ধান্ত অনুযায়ী আনুষ্ঠানিক ভাবে ইউনাইটেড স্টেটস আর্মি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা যুদ্ধ শেষে কন্টিনেন্টাল বাহিনীকে বিলুপ্ত করে নতুন সেনাবাহিনী তৈরির পদক্ষেপ হিসেবে এমনটি করা হয়।<ref name="Army_LOC">Library of Congress, [http://memory.loc.gov/cgi-bin/ampage?collId=lljc&fileName=027/lljc027.db&recNum=166&itemLink=r%3Fammem%2Fhlaw%3A@field%28DOCID%2B@lit%28jc0271%29%29%230270001&linkText=1 Journals of the Continental Congress, Volume 27]</ref><ref name="Army_History">[http://www.history.army.mil/faq/branches.htm Army Birthdays]. history.army.mil</ref> বর্তমান সেনাবাহিনী নিজেও নিজেকে কন্টিনেন্টাল বাহিনী থেকে উদ্ভূত একটি বাহিনী হিসেবে স্বীকার করে।<ref name="Army_birth">{{ওয়েব উদ্ধৃতি| publisherপ্রকাশক = United States Army Center of Military History | urlইউআরএল = http://www.history.army.mil/html/faq/birth.html | titleশিরোনাম = 14 June: The Birthday of the U.S. Army}}, ''The Continental Army''</ref>
 
মার্কিন সেনাবাহিনীর মূল লক্ষ্য হচ্ছে প্রয়োজনীয় লোকবল ও সামর্থ্য সহযোগে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলাদি প্রয়োগ করা।<ref>[http://www.army.mil/APS/05/index.html 2005 Posture Statement]. U.S. Army, 6 February 2005</ref> মার্কিন সেনাবাহিনী [[ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ দি আর্মি|ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ দি আর্মির]] আওতাভুক্ত একটি সামরিক শাখা। একই সাথে এটি [[ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স]] বা মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তরের অধীন তিনটি সামরিক বিভাগের একটি। এই সেনাবাহিনীর নেতৃত্বে আছেন [[ইউনাইটেড স্টেটস সেক্রেটারি অফ দি আর্মি|সেক্রেটারি অফ দি আর্মি]] (সেনা সচিব), এবং সেনাপ্রধান বা [[চিফ অফ স্টাফ অফ দি ইউনাইটেড স্টেটস আর্মি|চিফ অফ স্টাফ অফ দি আর্মি]] হচ্ছেন এই বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদাধারী ব্যক্তি। ২০০৯ অর্থবছরের এক প্রতিবেদন অনুসারে এই বাহিনীতে তৎকালীন কর্মরত সদস্য সংখ্যা ৫,৪৯,০১৫ জন, [[আর্মি ন্যাশনাল গার্ড|আর্মি ন্যাশনাল গার্ডে]] কর্মরত সদস্য সংখ্যা ৩,৫৮,৩৯১ জন, এবং সংরক্ষিত সদস্য সংখ্যা ২,০৫,২৯৭ জন। সব মিলিয়ে এই বাহিনীর মোট সদস্য সংখ্যা দাঁড়ায় ১১,১২,৭০৩ জন।<ref>[http://www.armyg1.army.mil/HR/docs/demographics/FY09%20Army%20Profile.pdf Army FY2009 Demographics brochure]. US Army</ref>