আরব লিজিওন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৮ নং লাইন:
 
==প্রতিষ্ঠা==
ট্রান্সজর্ডানের নিয়ন্ত্রণ লাভের পর ১৯২০ সালের অক্টোবর [[যুক্তরাজ্য]] ১৫০ জন লোক নিয়ে একটি সেনাদল গঠন করে। এটিকে "মোবাইল ফোর্স" বলা হত। ক্যাপ্টেন [[ফ্রেডরিক গেরারড পেক]] এই বাহিনী দায়িত্ব পান। অভ্যন্তরীণ ও বহিঃশক্তির হুমকি মোকাবেলা করার জন্য এই বাহিনীকে দায়িত্ব দেয়া হয়।<ref>Kenneth Pollack, Arabs at War, [[Council on Foreign Relations]]/University of Nebraska Press, 2002, p.267</ref> এই বাহিনী [[জারকা|জারকাকে]] নিজেদের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে। লোকবলের ৮০ শতাংশ স্থানীয় [[চেচেন|চেচেনদের]] দ্বারা পূরণ করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি|authorলেখক=John Pike |urlইউআরএল=http://www.globalsecurity.org/military/library/news/2000/01/chechen98/261.htm |titleশিরোনাম=THE CHECHEN CHRONICLES ?98 |publisherপ্রকাশক=Globalsecurity.org |dateতারিখ= |accessdateসংগ্রহের-তারিখ=2014-05-13}}</ref>
 
অটোমান সামরিক বাহিনী কাজ করেছে এমন আরবদের এতে যোগ দেয়। এর ফলে লোকবল ১০০০ এ পৌছায়। ১৯২৩ সালের ২২ অক্টোবর পুলিশকেও লিজিওনের সাথে যুক্ত করা হয়। এসময় তারা [[ট্রান্সজর্ডান আমিরাত|ট্রান্সজর্ডান আমিরাতের]] অধীনে কাজ করে। এই নতুন বাহিনীকে ''আল জাইশ আল আরাবি'' বলা হত। কিন্তু দাপ্তরিকভাবে ইংরেজি শব্দ আরব লিজিওন বলেই সব সময় পরিচিত ছিল। আরব লিজিওন ব্রিটেন কর্তৃক আর্থিক সাহায্য লাভ করে ও ব্রিটিশ অফিসাররা এর নেতৃত্ব দেয়।<ref>Avi Shlaim (2007), ''Lion of Jordan: The Life of King Hussein in War and Peace'', Allen Lane, {{আইএসবিএন|978-0-7139-9777-4}}, p.17</ref> এই বাহিনীকে একটি পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হয় যাতে ট্রান্সজর্ডানের বিভিন্ন গোত্রে মধ্যে শৃঙ্খলা রক্ষা করা যায় ও [[জেরুজালেম]]-[[আম্মান]] সড়ককে সুরক্ষা প্রদান করা যায়।