সির দরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
সংশোধন
৯৪ নং লাইন:
[[চিত্র:Syr_Darya_River_Floodplain,_Kazakhstan,_Central_Asia.JPG|থাম্ব|সির দরিয়া নদীর প্লাবনভূমির চিত্র -মহাকাশচারী আলোকচিত্র ]]
সির দরিয়া [[মধ্য এশিয়া]]<nowiki/>র একটি নদী। এটি [[কিরগিজস্তান]] ও পূর্ব [[উজবেকিস্তান|উজবেকিস্তানের]] তিয়ান সান পর্বতমালা থেকে উৎপন্ন হয় এবং উজবেকিস্তান এবং দক্ষিণ [[কাজাখস্তান|কাজাখস্তানের]] মধ্য দিয়ে ২২১২ কিলোমিটার (১৩৭৪ মাইল) পশ্চিমে এবং উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে [[আরাল সাগর|আরাল সাগরের]] উত্তরে মিলিত হয়। এটি আরাল সাগরের এন্ডোরিচিক বেসিনে দুটি প্রধান নদীর অন্যতম (অন্যটি [[আমু দরিয়া]])। সোভিয়েত যুগে, উভয় নদী জুড়ে বিস্তৃত সেচ প্রকল্পের নির্মাণ করা হয়, যার ফলে সোভিয়েত যুগের পরে, একদা পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ আরাল সাগর বর্তমানে প্রায় অবলুপ্ত। 
 
 
== নাম ==
নামের দ্বিতীয় অংশ (দরিয়া دریا)-এর অর্থ ফার্সি ভাষায় "সমুদ্র"। অষ্টাদশ শতাব্দী থেকে বর্তমান নামটির অবহিতি পাওয়া যায়।
 
 
 
নদীটির প্রাচীনতম যে উল্লেখ পাওয়া যায়, তা হল, [[গ্রিক ভাষা]]<nowiki/>য় জাকার্তেস / ˌdʒæɡzɑːrtiːz / বা Iaxartes / ˌaɪ.əɡzɑːrtiːz/ (Ἰαξάρτης); এই নামের উল্লেখ পাওয়া যায় বিভিন্ন প্রাচীন গ্রীক পুঁথিতে, এমনকি, আলেকজান্ডারের সাথে সম্পর্কিত বিভিন্ন সূত্রগুলোতেও। গ্রিক নামটি পুরানো ফার্সি নাম ইয়খশা আর্তাকে ("সত্যিকারের মুক্তো") নির্দেশ করে; সম্ভবত হিমবাহ থেকে প্রবাহিত, জলরাশির রঙের কারণে নদীটির এই নামকরণ করা হয়। নদীটির তুর্কি নাম ছিল, ইয়িঞ্চু অথবা "মোতি নদী", যা আরব বিজয়ের আগে পর্যন্ত এর প্রচলিত নাম ছিল।
১০৬ নং লাইন:
 
== ভূগোল ==
 
নদীটির উৎপত্তি [[কির্গিজস্তান]] ও পূর্ব উজবেকিস্তানের তিয়ান সান পর্বতমালার প্রধানত দুটি আলাদা নদী প্রবাহ থেকে যথা: নারিন নদী এবং কারা দারিয়া। এই নদী দুটি ফার্গানা উপত্যকার উজবেক অংশে একত্রিত হয় এবং প্রায় ২,২১২ কিলোমিটার (১৩৭৪ মাইল) পশ্চিম এবং উত্তর- পশ্চিমে [[উজবেকিস্তান]] এবং দক্ষিণ কাজাখস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরাল সাগরে গিয়ে মিশে। সিরা দরিয়া ৮০০,০০০ বর্গ কিলোমিটার (৩১০,০০০ বর্গ মাইল) এলাকা অতিক্রম করে, কিন্তু ২০০,০০০ বর্গ কিলোমিটার (৭৭,০০০ বর্গ মাইল) প্রকৃতপক্ষে উল্লেখযোগ্য অবদান রাখে নদীটির জলপ্রবাহে; এমনকি, এর দুটি বৃহত্তম উপনদী, তালাস এবং চু, নদীতে পৌঁছানোর আগেই শুকিয়ে যায়। নদীটির বার্ষিক প্রবাহ ৩৭ ঘন কিলোমিটার (৩০,০০০,০০০ একর-ফিট)- যা এর যমজ নদী [[আমু দরিয়া]]<nowiki/>র প্রবাহের প্রায় অর্ধেক। 
 
 
১১৫ ⟶ ১১৬ নং লাইন:
 
== পরিবেশগত ক্ষতি ==
সোভিয়েত যুগে তুলো ও ধান উৎপাদক কৃষি ক্ষেত্রগুলোতে সেচকার্যের জন্যে, মধ্য ও নিম্ন সির দরিয়া অঞ্চলে, সেচ খালগুলোর ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়, যা এই অঞ্চলের পরিবেশে দীর্ঘকালীন ক্ষতিসাধন করেছে।{{তথ্যসূত্র প্রয়োজন|date=September 2017}} নদী থেকে উত্তোলিত জলের পরিমাণ এমন ছিল যে, আর কিছু বছরের মধ্যে কোন জল [[আরাল সাগর|আরল সাগরে]] পৌঁছেনি, যা কিনা [[উজবেকিস্তান]] ও তুর্কমেনিস্তানের [[আমু দরিয়া|আমু দারিয়া]]<nowiki/>র মতো পরিস্থিতি।
 
 
সোভিয়েত যুগে তুলো ও ধান উৎপাদক কৃষি ক্ষেত্রগুলোতে সেচকার্যের জন্যে, মধ্য ও নিম্ন সির দরিয়া অঞ্চলে, সেচ খালগুলোর ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়, যা এই অঞ্চলের পরিবেশে দীর্ঘকালীন ক্ষতিসাধন করেছে।{{তথ্যসূত্র প্রয়োজন|date=September 2017}} নদী থেকে উত্তোলিত জলের পরিমাণ এমন ছিল যে, আর কিছু বছরের মধ্যে কোন জল [[আরাল সাগর|আরল সাগরে]] পৌঁছেনি, যা কিনা [[উজবেকিস্তান]] ও তুর্কমেনিস্তানের [[আমু দরিয়া|আমু দারিয়া]]<nowiki/>র মতো পরিস্থিতি।
== ইতিহাস ==
[[চিত্র:Khujand.jpg|থাম্ব|খুজান্দ-এর কাছে সির দরিয়া নদী]]