ইরেন জোলিও-ক্যুরি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
২০ নং লাইন:
 
== প্রারম্ভিক জীবন ==
ফ্রান্সের প্যারিসে আইরিন কুরি জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে একবছর মেয়াদী সনাতনী শিক্ষাগ্রহণের পর পিতা-মাতা তাঁর মধ্যে অসম্ভব [[গণিত|গাণিতিক]] বুদ্ধিমত্তার ছাঁপ দেখতে পান। কিন্তু প্রাতিষ্ঠানিক দক্ষতা আনয়ণে আরো বেশি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হয় তাদেরকে। মেরি কুরি বেশ কয়েকজন প্রখ্যাত ফরাসী ব্যক্তিত্বসহ পদার্থবিদ [[পল ল্যাঙ্গেভিন|পল ল্যাঙ্গেভিনের]] সহায়তায় [[দ্য কোঅপরাটিভ]] নামে একটি অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির সূচনা করেন যা ফ্রান্সের শিক্ষাব্যবস্থার তুলনায় ভিন্নতর ছিল। এ পদ্ধতিতে একজন [[অভিভাবক]] অন্যের সন্তানকে পড়াশোনা করানোর জন্যে বাড়িতে গিয়ে পড়াতেন। এর শিক্ষাসূচী মানসম্পন্ন ছিল এবং [[বিজ্ঞান]] ও বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ বিষয় হিসেবে নিজস্ব অভিব্যক্তি প্রকাশ ও খেলার ছলে চীনা ভাষা এবং [[ভাস্কর্য|ভাস্কর্যকলাও]] শেখানো হতো।<ref>http://www.woodrow.org/teachers/ci/1992/IreneJoliot-Curie.html {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20070714121032/http://www.woodrow.org/teachers/ci/1992/IreneJoliot-Curie.html |তারিখ=১৪ জুলাই ২০০৭ }} Woodrow Wilson National Fellowship Foundation</ref>
 
এ শিক্ষাপদ্ধতি দুই বছরের জন্যে স্থায়ী হয়েছিল। এরপর ১৯১২ থেকে ১৯১৪ সাল পর্যন্ত তাঁকে পুণরায় [[অর্থোডক্স|অর্থোডক্সের]] পরিবেশে শেখার জন্যে প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত কলেজ সেভিনেতে ভর্তি করানো হয়। অতঃপর [[প্যারিস বিশ্ববিদ্যালয়|সরবোনে]] বিজ্ঞান অনুষদে ভর্তি হয়ে তিনি তাঁর [[ব্যাকালরেট]] ডিপ্লোমা অর্জন করেন। কিন্তু [[প্রথম বিশ্বযুদ্ধ|প্রথম বিশ্বযুদ্ধজনিত]] কারণে তাঁর পড়াশোনা ব্যাহত হয়েছিল।