রফিকুন নবী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনির্ভরযোগ্য উৎস বাতিল
অনির্ভরযোগ্য উৎস বাতিল
৩২ নং লাইন:
 
== শিক্ষাজীবন ==
পুলিশ অফিসার বাবার বদলির চাকুরির সুবাদে রফিকুন নবীর শৈশব ও কৈশোরকাল কেটেছে দেশের বিভিন্ন এলাকায়৷ পঞ্চাশের দশকের মাঝামাঝিতে ঢাকায় স্থায়ী হন তাঁরা। [[পুরানো ঢাকা|পুরান ঢাকাতেই]] কৈশোর ও যৌবনের অনেকটা সময় কাটে রফিকুন নবীর৷ ১৯৫০-এর মাঝামাঝিতে স্কুলে ভর্তি হন তিনি৷ পুরান ঢাকার পোগোজ হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৫৯ সালে ঢাকার সরকারি আর্ট কলেজে ভর্তি হন তিনি৷ এখানে [[জয়নুল আবেদীন|শিল্পাচার্য জয়নুল আবেদীন]], [[কামরুল হাসান|কামরুল হাসানসহ]] খ্যাতিমান দিকপালের সান্নিধ্যে থেকে পড়াশোনা করেন৷ আর্ট কলেজে প্রথম বর্ষে থাকতে নিজের আঁকা ছবি প্রথম বিক্রি করেন ১৫ টাকায়৷ স্থানীয় সংবাদপত্রে রেখাচিত্র এঁকে এবং বুক কভার ইলাস্ট্রেশন করে পরিচিতি লাভ করেন দ্বিতীয় বর্ষেই৷ ১৯৬২ সালে এশিয়া ফাউন্ডেশনের বৃত্তি লাভ করেন তিনি৷<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.swapnershiri.com/magazine/latest-news/rafiqun-nabi/|শিরোনাম=swapnershiri.com|কর্ম=swapnershiri.com}}</ref> '৬৪ সালে স্নাতক পাশ করেন৷
 
== কর্মজীবন ==