জামি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
তথ্যছক যোগ
→‎জীবনী: সম্প্রসারণ
২২ নং লাইন:
==জীবনী==
জামি ১৪১৪ সালের ৭ নভেম্বর খোরাসানের জামে (বর্তমান ঘোর প্রদেশ, আফগানিস্তান) জন্মগ্রহণ করেন।<ref name="ইরান-চেম্বার">{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Persian Language & Literature: Nour o-Din Abdorrahman Jami |ইউআরএল=http://www.iranchamber.com/literature/jami/jami.php |ওয়েবসাইট=ইরান চেম্বার |সংগ্রহের-তারিখ=২৫ নভেম্বর ২০১৮}}</ref> তার জন্মের পূর্ব তার পিতা নিজাম আল-দীন আহমাদ বি. শামস আল-দীন মুহাম্মদ ইস্ফাহান জেলার দস্ত থেকে সেখানে আসেন।<ref name="ইরানিকা">{{ওয়েব উদ্ধৃতি |শেষাংশ1=লসেন্‌স্কি |প্রথমাংশ1=পল |শিরোনাম=JĀMI |ইউআরএল=http://www.iranicaonline.org/articles/jami |ওয়েবসাইট=ইরানিকা অনলাইন |সংগ্রহের-তারিখ=২৫ নভেম্বর ২০১৮ |ভাষা=en}}</ref> জামির জন্মের কয়েক বছর পরে তাদের পরিবার হেরাতে চলে যান এবং সেখানে নিজামিয়া বিশ্ববিদ্যালয়ে [[গণিত]], [[ফার্সি সাহিত্য]], [[প্রাকৃতিক বিজ্ঞান]], [[আরবি ভাষা]], যুক্তি এবং ইসলামি দর্শন বিষয়ে পড়াশোনা করেন।<ref name="কুরআনিক-স্টাডিজ">{{সাময়িকী উদ্ধৃতি |শেষাংশ1=রিজভি |প্রথমাংশ1=সাজ্জাদ |শিরোনাম=The Existential Breath of al-rahman and the Munificent Grace of al-rahim: The Tafsir Surat al-Fatiha of Jami and the School of Ibn Arabi |সাময়িকী=জার্নাল অব কুরআনিক স্টাডিজ}}</ref>
 
তিনি মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান শিক্ষা কেন্দ্র [[সমরখন্দ]]ে যান এবং তার শিক্ষা সম্পন্ন করেন। তিনি একটি তীর্থে অবস্থান করেন, যেখানে তার খ্যাতি বৃদ্ধি পায় এবং পারস্যে তার গুরুত্ব বেড়ে যায়।<ref name="ইরানিকা"/> জামির ভাই মওলান মোহাম্মদ একজন পণ্ডিত ব্যক্তি এবং সঙ্গীত সাধক ছিলেন। তার মৃত্যুতে জামি একটি শোকসঙ্গীত রচনা করেন। জামির চার পুত্র জন্মগ্রহণ করেছিল, তন্মধ্যে তিনজন প্রথম বছর অতিক্রান্ত হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে।<ref name="ইসলামি-বিশ্বকোষ">{{বই উদ্ধৃতি |শেষাংশ1=হুয়ার্ট |প্রথমাংশ1=সিএল. |শেষাংশ2=মেসি |প্রথমাংশ2=এইচ. |শিরোনাম=Djami, Mawlana Nur al-Din 'Abd ah-Rahman |প্রকাশক=ইসলামি বিশ্বকোষ}}</ref> জীবিত একমাত্র পুত্র ছিলেন জিয়াউল-দীন ইউসেফ। জামি এই পুত্রের জন্য তার ''বাহারেস্তান'' লিখেছিলেন।
 
==শিক্ষদান ও সুফিবাদ==
'https://bn.wikipedia.org/wiki/জামি' থেকে আনীত