এরনা সুলবার্গ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
সংশোধন
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10)
৩৫ নং লাইন:
নরওয়ের পশ্চিমাংশের বার্গেনে এরনা সুলবার্গ জন্মগ্রহণ করেন ও কালফারেত এলাকায় বড় হন। বাবা অ্যাসবর্ন সুলবার্গ বার্গেন স্পোরভেইয়ে পরামর্শক ছিলেন। মা ইঙ্গা ওয়েঞ্চি তরগারসেন একজন কর্মজীবি নারী। সুলবার্গের দুই বোন রয়েছে।
 
বিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি সক্রিয় ও গল্পপ্রিয় ছিলেন।<ref>Eivind Fondenes and Aslak Eriksrud: [http://www.tv2.no/nyheter/vartlilleland/partifellene-syntes-ikke-erna-solberg-var-blaa-nok-3980798.html Partifellene syntes ikke Erna Solberg var blå nok] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20090630013226/http://www.tv2.no/nyheter/vartlilleland/partifellene-syntes-ikke-erna-solberg-var-blaa-nok-3980798.html# |তারিখ=৩০ জুন ২০০৯ }} TV2, retrieved 2 April, 2013 {{no icon}}</ref> ১৯৭৯ সালে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অবস্থায় বিদ্যালয়ের ছাত্রী ইউনিয়নের পরিচালনা পরিষদে নির্বাচিত হন। একই সালে [[জ্যামাইকা|জ্যামাইকায়]] অর্থসাহায্যের জন্য জাতীয় পর্যায়ের দাতব্য সংস্থা অপারেশন ড্যাগসভার্কেরও নেতৃত্বে ছিলেন সুলবার্গ। ১৯৮৬ সালে [[বার্গেন বিশ্ববিদ্যালয়]] থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। চূড়ান্ত বর্ষে থাকাকালীন কনজারভেটিভ পার্টির ছাত্রলীগের নেতৃত্ব দেন।
 
ব্যক্তিগত জীবনে বিবাহিতা সুলবার্গ সিন্দ্রে ফিন্সের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে।<ref>[http://www.dnaindia.com/world/1886754/report-after-softening-iron-erna-solberg-set-to-become-norway-s-pm After softening, 'Iron Erna' Solberg set to become Norway's PM]</ref>
৪৪ নং লাইন:
১৯৮৯ সালে হর্দাল্যান্ড এলাকা থেকে প্রথমবারের মতো নরওয়ের সংসদ [[Storting|স্টর্টিংয়ের]] [[সংসদ সদস্য]] নির্বাচিত হন। এরপর থেকে আরও পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। এছাড়াও ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত জাতীয় কনজারভেটিভ ওম্যান’স অ্যাসোসিয়েশনের দলনেত্রী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
 
২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী [[Kjell Magne Bondevik|জেল ম্যাগনে বন্দেভিকের]] দ্বিতীয় মন্ত্রীপরিষদে স্থানীয় সরকার ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী ছিলেন সুলবার্গ। মন্ত্রণালয়ের নীতি-নির্ধারণে তাঁর শক্ত ভূমিকার জন্য [[প্রচার মাধ্যম|সংবাদ মাধ্যমে]] জার্ন-আর্না (লৌহমানবী এরনা) নামে পরিচিতি পান।<ref>{{সংবাদ উদ্ধৃতি|url=http://www.vl.no/samfunn/article9794.zrm|title=Erna Solberg varsler tøffere integrering|last=Morken|first=Johannes|date=8 May 2009|publisher=Vårt Land|language=Norwegian|accessdate=11 July 2010|আর্কাইভের-ইউআরএল=https://archive.is/20120919075137/http://www.vl.no/samfunn/erna-solberg-varsler-toffere-integrering/#|আর্কাইভের-তারিখ=১৯ সেপ্টেম্বর ২০১২|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref> ২০০২ থেকে ২০০৪ সাল মেয়াদে তিনি কনজারভেটিভ পার্টির উপ-নেতা মনোনীত হন। দলের নেতৃত্ব পান ২০০৪ সালে।
 
৯ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হবার সম্ভাব্য সুযোগ পান। [[প্রধানমন্ত্রী]] হিসেবে শপথ নেয়ার পর তিনি হলেন [[Gro Harlem Brundtland|গ্রো হার্লেম ব্রুন্দতল্যান্ডের]] পর নরওয়ের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।