অরবিন্দ ঘোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10)
৪৪ নং লাইন:
১৮৮৪ সালে অরবিন্দ লন্ডনের সেইন্ট পলস স্কুলে ভর্তি হন। এখান থেকে গ্রিক, লাতিন এবং শেষ তিন বছরে সাহিত্য বিশেষতঃ ইংরেজী কবিতা অধ্যয়ন করেন। ড কে,ডি, ঘোষ ভেবেছিলেন তার তিন পুত্রই সম্মানসূচক ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করবেন, কিন্তু ১৮৮৯ সালে দেখা গেল একমাত্র সবার ছোট অরবিন্দই বাবার আশা পূরণ করতে পারবেন, বাকি ভাইয়েরা ইতোমধ্যেই ভিন্ন দিকে নিজ নিজ ভবিষ্যতের পথ বেছে নিয়েছেন। আইসিএস কর্মকর্তা হওয়ার জন্য ছাত্রদেরকে প্রতিযোগীতা মূলক পরীক্ষায় পাশ করতে হত এবং ইংরেজ বিশ্ববিদ্যালয়ে দুই বছর অধ্যয়নের অভিজ্ঞতাও প্রয়োজন ছিল। আর্থিক সীমাবদ্ধতার কারনে বৃত্তি অর্জন ছাড়া ইংরেজ বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করা অরবিন্দের পক্ষে সম্ভব ছিলনা। তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিংস কলেজের বৃত্তি পরীক্ষায় পাশ করায় তা সম্ভবপর হয়ে ওঠে।<ref>The Lives of Sri Aurobindo, Peter Heehs. Page 19</ref> তিনি কয়েক মাস পর আইসিএস এর লিখিত পরীক্ষায় পাশ করেন ২৫০ প্রতিযোগীর মাঝে ১১তম স্থান অধিকার করে।<ref>The Lives of Sri Aurobindo, Peter Heehs. Page 20</ref> তিনি পরবর্তী দুই বছর কিংস কলেজে কাটান। <ref>{{Venn|id=GHS890AA|name=Ghose, Aravinda Acroyd}}</ref>
 
দুই বছর প্রবেশনের শেষ দিকে অরবিন্দ নিশ্চিত হন যে বৃটিশদের সেবা করার ইচ্ছা তার নেই, অতএব, আইসিএস পরীক্ষার অংশ অশ্বারোহণ পরীক্ষায় হাজির না হয়ে অকৃতকার্য হন। একই সময়ে [[বারোদা|বারোদার]] মহারাজ [[৩য় সায়াজিরাও গায়কোয়াড়]] বিলেত ভ্রমণ করছিলেন। স্যার হেনরি কটনের ভাই জেমস কটন, যিনি কিছুদিন বাংলার লেফটেন্যান্ট গভর্নর এবং সাউথ কেন্সিংটন লিবারেল ক্লাবের সচিব ছিলেন, অরবিন্দ ও তার বাবার পূর্ব পরিচিতির সুবাদে বারোদা স্টেস সার্ভিসে অরবিন্দের চাকুরির ব্যবস্থা করেন এবং যুবরাজের সাথে অরবিন্দের সাক্ষাতের ব্যবস্থা করে দেন। অরবিন্দ বিলেত ছেড়ে ভারত অভিমুখে যাত্রা করেন ১৮৯৩ সালের ফেব্রুয়ারিতে।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.sriaurobindoashram.org/ashram/sriauro/life_sketch.php# |সংগ্রহের-তারিখ=৯ এপ্রিল ২০১২ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20150311184542/http://www.sriaurobindoashram.org/ashram/sriauro/life_sketch.php# |আর্কাইভের-তারিখ=১১ মার্চ ২০১৫ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> ভারতে অপেক্ষারত অরবিন্দর বাবা [[মুম্বাই|বোম্বের]] এজেন্টের কাছ থেকে ভুল সংবাদ পান, [[পর্তুগাল|পর্তুগালের]] ঊপকূলে অরবিন্দর জাহাজডুবি ঘটেছে। ড ঘোষ আগেই অসুস্থ ছিলেন, এই দুঃসংবাদের ধাক্কা সামলাতে না পেরে মৃত্যুবরণ করেন।<ref name="NirodBio">[http://sriaurobindoashram.info/Content.aspx?ContentURL=/_StaticContent/Sriaurobindoashram/-09%20E-Library/-03%20Works%20of%20Disciples/-06%20Nirodbaran/-10_Sri%20Aurobindo%20for%20All%20Ages/-00_Contents.htm Sri Aurobindo for all ages. Nirodbaran]</ref>
 
=== বারোদা এবং কলকাতা (১৮৯৩–১৯১০) ===
৫৩ নং লাইন:
== দর্শনশাস্ত্র ও আধ্যাত্মিক ==
{{মূল নিবন্ধ|শ্রী অরবিন্দের দর্শন ও অধ্যাত্মবাদ}}
{{Quote|text=The one aim of [my] yoga is an inner self-development by which each one who follows it can in time discover the One Self in all and evolve a higher consciousness than the mental, a spiritual and supramental consciousness which will transform and divinize human nature.|sign= [[Aurobindo]] |source=Sri Aurobindo’s Teaching. Written at the third person<ref>url = http://www.auroville.org/thecity/matrimandir/no_religion.htm {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20130203205213/http://www.auroville.org/thecity/matrimandir/no_religion.htm# |তারিখ=৩ ফেব্রুয়ারি ২০১৩ }} |accessdate = 27 March 2013</ref>}}
 
<!-- === পটভূমি ===