জেমস ল্যাংগ্রিজ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জিত রূপ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = জেমস ল্যাংগ্রিজ
| image =
৬ নং লাইন:
| bowling = স্লো লেফট আর্ম অর্থোডক্স
| fullname = জেমস ল্যাংগ্রিজ
| birth_date = {{Birthজন্ম dateতারিখ|1906|7|10|df=yes}}
| birth_place = [[Newick|নিউইক]], সাসেক্স, [[ইংল্যান্ড]]
| death_date = {{Deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1966|9|10|1906|7|10|df=yes}}
| death_place = [[ব্রাইটন]], সাসেক্স, ইংল্যান্ড
| family = [[Richard Langridge|রিচার্ড ল্যাংগ্রিজ]] (পুত্র)
৫৩ নং লাইন:
}}
 
'''জেমস ল্যাংগ্রিজ''' ({{lang-en|James Langridge}}; [[জন্ম]]: [[১০ জুলাই]], [[১৯০৬]] - [[মৃত্যু]]: [[১০ সেপ্টেম্বর]], [[১৯৬৬]]) সাসেক্সের নিউইক এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।<ref name="Cap">{{citeবই bookউদ্ধৃতি |titleশিরোনাম=If The Cap Fits |lastশেষাংশ=Bateman |firstপ্রথমাংশ=Colin |authorlinkলেখক-সংযোগ= |coauthors= |yearবছর=1993 |publisherপ্রকাশক=Tony Williams Publications |locationঅবস্থান= |isbnআইএসবিএন=1-869833-21-X |pageপাতা=108 |pagesপাতাসমূহ= |urlইউআরএল= }}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডারের দায়িত্ব পালন করে গেছেন। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] আগে-পরে আট টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় তাঁর। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
 
== ঘরোয়া ক্রিকেট ==
৬২ নং লাইন:
১৯৩৩, ১৯৩৫, ১৯৩৭ ও ১৯৩৯ সালে সাসেক্সের বোলিং গড়ে শীর্ষস্থানে আরোহণ করেছেন। কিন্তু, ১৯৩৬ ও ১৯৩৮ সালে গ্রীষ্মের ভেজা মৌসুমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ১৯৩৭ সালে ২০৮২ রান ও ১০২ উইকেট লাভ করেন যা পরবর্তীতে ১৯৫৯ সালে [[ট্রেভর বেইলি]] লাভ করেছেন। এ কৃতিত্ব অর্জনের পাশাপাশি মাত্র একবার সেঞ্চুরি করে ২০০০ রান লাভের রেকর্ড গড়েন। সর্বমোট ১,৫৩০ উইকেট নিয়ে সর্বকালের সেরাদের তালিকায় নিজেকে ৭৭তম অবস্থানে রেখেছেন। এছাড়া, প্রথম-শ্রেণীর ক্রিকেটে সাসেক্সের পক্ষে ৬২২ খেলায় অংশ নিয়েছেন, যা কাউন্টি রেকর্ড হিসেবে বিবেচিত হয়ে আসছে।
 
এছাড়াও, ১৯২৭-২৮ মৌসুমে [[Auckland cricket team|অকল্যান্ডের]] পক্ষে প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়েছিলেন তিনি।<ref name="CA">{{Citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=https://cricketarchive.com/Archive/Players/0/617/617.html |titleশিরোনাম=James Langridge |accessdateসংগ্রহের-তারিখ=14 June 2016 |workকর্ম=Cricket Archive}}</ref>
 
== অধিনায়কত্ব লাভ ==
৬৮ নং লাইন:
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
ল্যাংগ্রিজের টেস্ট খেলোয়াড়ী জীবন তেরো বছরব্যাপী চলমান ছিল। কিন্তু এ সময়ে তিনি মাত্র আটটি টেস্টে অংশগ্রহণ করতে সক্ষমতা দেখিয়েছেন। ১৯৩৩ সালে ওল্ড ট্রাফোর্ডে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে জেমস ল্যাংগ্রিজের। দ্বিতীয় ইনিংসে ৭/৫৬ বোলিং পরিসংখ্যান দাঁড় করান তিনি।<ref name="espncricinfo">{{Citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://www.espncricinfo.com/ci/engine/match/62614.html |titleশিরোনাম=2nd Test: England v West Indies at Manchester, Jul 22–25, 1933 |accessdateসংগ্রহের-তারিখ=13 December 2011|workকর্ম=espncricinfo}}</ref> এরপর ১৯৩৩-৩৪ মৌসুমে [[ডগলাস জারদিন|ডগলাস জারদিনের]] নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে ভারত সফরে যান। কলকাতা টেস্টে ৭০ রান তুলেন ও মাদ্রাজ টেস্টে ৫/৬৩ বোলিং পরিসংখ্যান গড়েন। পরবর্তীতে ১৯৩৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজের একটিমাত্র টেস্টে অংশ নেন তিনি। এছাড়াও, ১৯৩৬ ও ১৯৪৬ সালে ভারতের বিপক্ষে একটি করে টেস্টে অংশগ্রহণ ছিল জেমস ল্যাংগ্রিজের। তবে ঐ সময়ে ইংল্যান্ডের অবিস্মরণীয় বামহাতি স্পিনার হ্যাডলি ভেরিটি’র জন্য নিঃসন্দেহে তাঁকে টেস্টে অংশগ্রহণের পথ অবরুদ্ধ করে রাখে।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেডলি ভেরিটি নিহত হন। ফলশ্রুতিতে যুদ্ধ পরবর্তীকালে ৪০ বছর বয়সে অস্ট্রেলিয়া সফরের জন্য জেমস ল্যাংগ্রিজকে [[ওয়ালি হ্যামন্ড|ওয়ালি হ্যামন্ডের]] নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে মনোনয়ন দেয়া হয়। মেলবোর্নে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অংশগ্রহণের কথা ছিল। কিন্তু অনুশীলনীকালে গুরুতর আঘাত পেলে খেলা থেকে নিজেকে বিরত রাখেন। এরপর আর তাঁকে টেস্ট ক্রিকেট খেলতে দেখা যায়নি।
১০০ নং লাইন:
{{প্রথম-শ্রেণীর ক্রিকেট অল-রাউন্ডার}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:ল্যাংগ্রিজ, জেমস}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:ল্যাংগ্রিজ, জেমস}}
[[বিষয়শ্রেণী:১৯০৬-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৬৬-এ মৃত্যু]]