হাওড়া জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
১৩৮ নং লাইন:
ভারতের অন্যতম প্রধান রেল স্টেশন তথা [[পূর্ব রেল|পূর্ব]] ও [[দক্ষিণ পূর্ব রেল|দক্ষিণ পূর্ব রেলের]] প্রান্তিক স্টেশন [[হাওড়া স্টেশন|হাওড়া]] এই জেলায় অবস্থিত। ১৮৫৪ সালে নির্মিত এই স্টেশন শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই নয়, সমগ্র ভারতের সঙ্গে [[কলকাতা]] শহরের যোগাযোগ রক্ষা করছে। সম্প্রতি কলকাতার সঙ্গে এই স্টেশনকে [[কলকাতা মেট্রো|মেট্রো রেলপথে]] সংযুক্ত করার পরিকল্পনা গৃহীত হয়েছে। হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন হল শালিমার। এই স্টেশন থেকে মূলত পণ্যচলাচল হলেও কিছু যাত্রীবাহী ট্রেন এখান থেকে ছাড়ে।
[[চিত্র:vkbridge.JPG|thumb|right|বিবেকানন্দ সেতু]]
হাওড়া জেলার মহকুমা, ব্লক, গ্রাম ও শহরগুলি সড়কপথে পরস্পরের সঙ্গে সুসংবদ্ধ। এই সড়কগুলির মধ্যে রয়েছে জাতীয় সড়ক (৬২.৫০ কিলোমিটার), রাজ্য সড়ক (১৩ কিলোমিটার), জেলা সড়ক (২৭৯ কিলোমিটার), গ্রামীণ সড়ক (১৮৩ কিলোমিটার)।<ref name = Yojana907/> হাওড়ার শিবপুর অঞ্চল থেকে বর্তমান [[গ্র্যান্ড ট্রাঙ্ক রোড|গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের]] সূচনা।<ref>"হাওড়া", অমিয়ভূষণ চট্টোপাধ্যায়; ''ভারতকোষ'', পঞ্চম খণ্ড, [[বঙ্গীয় সাহিত্য পরিষদ]], কলকাতা, ১৯৭৩, পৃ. ৬২৬</ref> [[দুর্গাপুর এক্সপ্রেসওয়ে]] হাওড়ার বালির সঙ্গে হুগলি জেলার [[ডানকুনি]] ও [[বর্ধমান জেলা|বর্ধমান জেলার]] দুর্গাপুরকে সংযুক্ত করেছে। এছাড়া ২ নং জাতীয় সড়ক (দিল্লি রোড), ৫ নং জাতীয় সড়ক (মুম্বই রোড) ও ৬ নং জাতীয় সড়ক (চেন্নাই রোড) এই জেলার মধ্য দিয়ে প্রসারিত।<ref name = basudeb/> [[রবীন্দ্র সেতু]] বিট্রিশ শাসনের সময় নির্মিত, [[বিবেকানন্দ সেতু]], [[বিদ্যাসাগর সেতু]] এবং নবনির্মিত [[নিবেদিতা সেতু]] হাওড়া জেলার সঙ্গে রাজধানী কলকাতা মহানগরীর সংযোগরক্ষা করছে। বিবেকানন্দ সেতু আবার একমাত্র সেতু যেটি কলকাতা ও হাওড়ার মধ্যে রেল যোগাযোগ রক্ষা করছে।
 
হাওড়া জেলায় জলপথ পরিবহন ব্যবস্থা অন্যান্য জেলার তুলনায় উন্নত। জেলার হুগলি, দামোদর ও রূপনারায়ণ নদীতে মোট ৪১টি ফেরি সার্ভিস চালু আছে।<ref name = Yojana907/> তবে এই জেলায় কোনো বিমানবন্দর নেই। [[নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর]] এই জেলার নিকটবর্তী বিমানবন্দর।