জন ডাইসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সর্বশেষ প্রত্যাবর্তন - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
নিষিদ্ধ ঘোষিত দক্ষিণ আফ্রিকা গমন - অনুচ্ছেদ সৃষ্টি
১৬২ নং লাইন:
ঐ মৌসুমে ৪০.৭৭ গড়ে ৮৯৭ রান সংগ্রহ করেন। ১৯৮৫ সালে টুহিস কাপে শীর্ষস্থানীয় এনএসডব্লিউ খেলোয়াড়ের সাথে স্থানীয়দের সংমিশ্রণে গড়া খেলায় ১০৫ রানের ইনিংস খেলেন।<ref>https://www.manningrivertimes.com.au/story/1814423/throwback-thursday-1985-tooheys-cup/
</ref>
 
== নিষিদ্ধ ঘোষিত দক্ষিণ আফ্রিকা গমন ==
১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত সময়কালে দুইবার দক্ষিণ আফ্রিকা গমন করেন ও উল্লেখযোগ্য সাফল্য লাভ করেন। ১৯৮৫-৮৬ মৌসুমে ৪৪.৩৮ গড়ে ৫৭৭ এবং পরবর্তী গ্রীষ্মে ৫২.২০ গড়ে ৫২২ রান তুলেছিলেন। দক্ষিণ আফ্রিকায় অন্যান্যদের সাথে গমনের অপরাধে অস্ট্রেলিয়ায় দুই বছর ও [[আন্তর্জাতিক ক্রিকেট]] অঙ্গনে তিন বছর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করার উপর নিষেধাজ্ঞার কবলে পড়েন জন ডাইসন।
 
নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হলে টেস্ট দলে অন্তর্ভূক্তির লক্ষ্যে আগ্রহী হয়ে ওঠলেও এনএসডব্লিউতে রান খরায় ভুগতে থাকেন। ১৯৮৭-৮৮ মৌসুমে ১৯.৬২ গড়ে মাত্র ১৫৭ রান তুলতে সমর্থ হন। এ সময়ে [[মার্ক টেলর|মার্ক টেলরের]] সাথে উদ্বোধনী জুটি গড়তেন তিনি। পরবর্তী গ্রীষ্মে তিনি আরও সফলতার মুখ দেখেন। ৩৯.০৫ গড়ে ৭৪২ রান তুলেন। তন্মধ্যে, সফরকারী ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে এনএসডব্লিউর সদস্যরূপে ৭৯ ও অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন।<ref>{{cite web|url=http://static.espncricinfo.com/db/ARCHIVE/1980S/1988-89/WI_IN_AUS/WI_NSW_11-14NOV1988.html|title=New South Wales v West Indians at Sydney, 11-14 Nov 1988|website=static.espncricinfo.com|accessdate=16 October 2018}}</ref> পাকিস্তানী একাদশের বিপক্ষে করেন ৩৪ রান তুলেন।<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/series/16669/scorecard/545356/new-south-wales-vs-pakistan-tour-match-pakistan-tour-of-australia-1988-89|title=Tour Match, Pakistan tour of Australia at Sydney, Dec 19-21 1988 - Match Summary - ESPNCricinfo|website=ESPNcricinfo|accessdate=16 October 2018}}</ref>
 
এসসিজিতে শেফিল্ড শিল্ডের খেলায় তাসমানিয়ার বিপক্ষে অপরাজিত ১১২ রান তুলেন। এটি তাঁর ১৯শ ও প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সর্বশেষ সেঞ্চুরি ছিল।<ref>https://trove.nla.gov.au/newspaper/article/120912845</ref> চমকপ্রদ ক্রীড়াশৈলী প্রদর্শনের ফলে ১৯৮৯ সালের অ্যাশেজ সিরিজে তাঁর অন্তর্ভূক্তির বিষয়ে আলোচনা চললেও বাস্তবে তা আর হয়নি।
 
১৯৮৯-৯০ মৌসুমের শুরুতে এনএসডব্লিউকে নেতৃত্ব দেন ও দুইটি এফএআই কাপের খেলায় অংশ নেন।<ref>{{cite web|url=https://trove.nla.gov.au/newspaper/article/122092974 |title=17 Oct 1989 - Dyson named as Blues' skipper - Trove |publisher=Trove.nla.gov.au |date=1989-10-17 |accessdate=2018-10-16}}</ref> কিন্তু হাঁটুর আঘাতের কারণে অ্যাডিলেডে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ডের খেলায় দল পরিচালনার জন্য [[Steve Small|স্টিভ স্মলকে]] তাঁর স্থলাভিষিক্ত করা হয়।<ref>{{cite web|url=http://nla.gov.au/nla.news-article120857303|title=Tassie gets first innings points|date=3 November 1989|publisher=|page=18|accessdate=16 October 2018|via=Trove}}</ref><ref>{{cite web|url=https://trove.nla.gov.au/newspaper/article/120859867 |title=14 Nov 1989 - NSW selectors name side - Trove |publisher=Trove.nla.gov.au |date=1989-11-14 |accessdate=2018-10-16}}</ref> এরপর দল নির্বাচকমণ্ডলী উদীয়মান ও সম্ভাবনাময় [[Geoff Milliken|জিওফ মিলিকেনকে]] অগ্রাধিকার দেয়া হয় ও ডাইসনকে আর রাজ্য দলের সদস্য করা হয়নি। এ দলের পক্ষে ৪০ গড়ে ৯৯৩৫ রান তুলেন তিনি।
 
== ফুটবলে অংশগ্রহণ ==