জন ডাইসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
ফুটবলে অংশগ্রহণ - অনুচ্ছেদ সৃষ্টি
Suvray (আলোচনা | অবদান)
অবসর - অনুচ্ছেদ সৃষ্টি
৯৩ নং লাইন:
 
১৯৮৫-৮৬ ও ১৯৮৬-৮৭ মৌসুমে দুইবার বিদ্রোহী দলের সদস্যরূপে তৎকালীন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নিষিদ্ধ ঘোষিত দক্ষিণ আফ্রিকা সফরে যান। ঐ সফরগুলোয় সহস্রাধিক রান তুলেছিলেন জন ডাইসন।
 
১৯৭৫-৭৬ মৌসুমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে এনএসডব্লিউ দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন জন ডাইসন।<ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article102185018 |title=Specialist surprises, skipper |newspaper=[[The Canberra Times]] |volume=50, |issue=14,221 |location=Australian Capital Territory, Australia |date=12 November 1975 |accessdate=6 August 2018 |page=28 |via=National Library of Australia}}</ref> এরপর এনএসডব্লিউ কোল্টসের সদস্যরূপে ভিক্টোরিয়ান কোল্টসের বিপক্ষে অপরাজিত ১৫৯ রানের মনোরম ইনিংস খেলেন তিনি।<ref>{{cite news |url=http://nla.gov.au/nla.news-article102186923 |title=Dyson hits unbeaten 159 |newspaper=[[The Canberra Times]] |volume=50, |issue=14,229 |location=Australian Capital Territory, Australia |date=21 November 1975 |accessdate=6 August 2018 |page=18 |via=National Library of Australia}}</ref>
 
ফলশ্রুতিতে কুইন্সল্যান্ডের বিপক্ষে খেলার জন্য এনএসডব্লিউ’র সদস্যরূপে দলে অন্তর্ভূক্ত করা হয়।
 
== ফুটবলে অংশগ্রহণ ==
[[ক্রিকেট|ক্রিকেটের]] পাশাপাশি [[ফুটবল]] খেলায় সাদারল্যান্ড শায়ারের পক্ষে গোলরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি। ঐ দলের সদস্যরূপে ডালিমোর প্রতিযোগিতার শিরোপা লাভে দলকে সহায়তা করেন। এছাড়াও এনএসডব্লিউ অ্যামেচার কাপের চূড়ান্ত খেলায় অংশ নিয়ে দলের রানার্স আপে ভূমিকা রাখেন।
 
== অবসর ==
[[ক্রিকেট]] খেলা থেকে অবসরগ্রহণের পর কোচিং জগতে প্রবেশ করেন। সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। ২১ অক্টোবর, ২০০৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে জন ডাইসনকে নামাঙ্কিত করা হয়। এরপূর্বে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার কোচের দায়িত্বে ছিলেন তিনি।<ref>[http://content-uk.cricinfo.com/westindies/content/current/story/316338.html John Dyson named West Indies coach], Cricinfo, Retrieved on 21 October 2007</ref>
 
২০ মার্চ, ২০০৯ তারিখে মন্দালোকের কারণে ভুলবশতঃ ওয়েস্ট ইন্ডিজ দলকে ৪৬.২ ওভার পর মাঠ থেকে তুলে আনেন। ইংল্যান্ডের বিপক্ষে ঐ ওডিআইয়ে ৪৭তম ওভারের দ্বিতীয় বলে উইকেটের পতন ঘটলে জয়ের সম্ভাবনা থাকলেও পরাজয়বরণ করে দল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিযোগিতা শুরুর অল্প কিছুদিন পূর্বে ১৩ আগস্ট, ২০০৯ তারিখে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়।<ref>[http://www.cricketworld.com/internationalcricketnews/west_indies/article/?aid=21638 WICB Prepares For Champions Trophy By Sacking Dyson], Cricket World, Retrieved on 13 August 2009</ref>
 
== তথ্যসূত্র ==