উত্তরাখণ্ডের জেলাসমূহের তালিকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:India UK.svg|থাম্ব|ভারতে উত্তরাখণ্ড রাজ্যের অবস্থান (হলুদ)]]
[[উত্তরাখণ্ড]] রাজ্যের প্রশাসনিক ভৌগোলিক একক হল কয়েকটি জেলা, যা একজন করে ডেপুটি কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক শাসিত হয়। এই ম্যাজিস্ট্রেট হলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের একজন আধিকারিক। জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তা করেন উত্তরাখণ্ড সিভিল সার্ভিসের অনেক আধিকারিক এবং উত্তরাখণ্ড রাজ্য পরিষেবার অন্যান্য কর্মকর্তারা।
 
একজন পুলিশ সুপারিন্টেন্‌ডেন্ট একটি জেলায় আইনের শাসন বজায় রাখার দায়িত্বে থাকেন। ইনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের একজন আধিকারিক। এঁর সহায়তা করেন উত্তরাখণ্ড পুলিশ সার্ভিসের বিভিন্ন আধিকারিক এবং রাজ্য পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিক।
 
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের একজন করে আধিকারিক হলেন উত্তরাখণ্ডের এক একটি জেলার ডেপুটি বন সংরক্ষক। এঁর দায়িত্বে থাকে জেলার বনজ সম্পদ, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ। এঁর সহায়তা করেন উত্তরাখণ্ড ফরেস্ট সার্ভিস ও উত্তরাখণ্ড বন্যপ্রাণী সংরক্ষণে নিযুক্ত বিভিন্ন আধিকারিক।
 
প্রতিটি জেলার পূর্ত, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পশুপালন ইত্যাদি ক্ষেত্রের উন্নয়নের দায়িত্বে থাকেন রাজ্য পরিষেবার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
 
উত্তরাখণ্ডে চারটি নতুন জেলা গঠনের প্রস্তাব আনা হয়েছে। এগুলো হল রানীখেত, ডিডিহাট, কোটদ্বার ও যমুনোত্রী।<ref>[http://zeenews.india.com/news/uttarakhand/uttarakhand-cm-announces-four-new-districts_726353.html Uttarakhand CM announces four new districts]</ref>
 
== বর্ণানুক্রমিক তালিকা ==
১৪ নং লাইন:
!কোড
!জেলা
!সদর<ref name="knowindia">{{citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://india.gov.in/knowindia/districts/andhra1.php?stateid=UA|titleশিরোনাম=Uttarakhand - districts of India: Know India|publisherপ্রকাশক=National Portal of India|accessdateসংগ্রহের-তারিখ=2009-04-04}}</ref>
!জনসংখ্যা ({{As of|2011}})<ref>http://updateox.com/india/district-wise-population-india-as-of-2011-census/</ref>
!ক্ষেত্রফল (কিমি²)<ref>http://india.gov.in/knowindia/districts/andhra1.php?stateid=UA</ref>