১,৮১,০৪১টি
সম্পাদনা
অ (টেমপ্লেটে সংশোধন) |
|||
'''প্যাট্রিক টিমোথি ("প্যাডি") ক্রেরান্ড''' (জন্ম [[ফেব্রুয়ারি ১৯]], [[১৯৩৯]], [[গ্লাসগো]]) ছিলেন একজন [[আয়ারল্যান্ড|আইরিশ]] বংশোদ্ভূত [[স্কটল্যান্ড|স্কটিশ]] আন্তর্জাতিক [[ফুটবল (সকার)|ফুটবল]] খেলোয়াড় যিনি দলের পক্ষে ১৬ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |
সেল্টিকে ৬ বছর (১২০ খেলায় ৫ গোল) খেলার পর [[১৯৬৩]] সালের [[৬ ফেব্রুয়ারি]] তিনি [[ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব|ম্যানচেস্টার ইউনাইটেডের]] সাথে চুক্তিবদ্ধ হন। [[মিউনিখ বিমান দুর্ঘটনা|মিউনিখ বিমান দুর্ঘটনার]] পঞ্চম বার্ষিকীতে ব্ল্যাকপুলের বিপক্ষে তার অবিষেক ঘটে। তিনি ছিলেন আক্রমণাত্বক ও কঠিন ট্যাক্ল করা মিডফিল্ডার, যিনি ট্যাক্লিং, নিখুঁত পাস দেয়া, এবং সুযোগ তৈরি করার জন্যই মূলত বিখ্যাত। তিনি [[ববি চার্লটন]], [[জর্জ বেস্ট]] প্রমুখের গোলদানের উৎস ছিলেন। বলা হত যে যদি উইনাইটেডে বেস্ট, ল এবং চার্লটন একসাথে খেলতেন তাহলে ফর্মে থাকা প্যাডিই হতেন দলের হৃদ-স্পন্দন।
|