বিনোদিনী দাসী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
== অভিনয় জীবন ==
তিনি [[বারবণিতা|বারবণিতার]] পরিবেশ থেকে একেবারে ছোট বয়েসে বাংলা মঞ্চে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেন । তাঁর প্রথম
অভিনয় ছিল ১২ বছর বয়েসে মাত্র মাসিক দশ টাকা বেতনে [[গ্রেট ন্যাশন্যাল থিয়েটার|গ্রেট ন্যাশন্যাল থিয়েটারে]] [[শত্রুসংহার]] নাটকে [[দ্রৌপদী|দ্রৌপদীর]] সখীর ছোট্ট ভূমিকায় ।<ref name="bino">{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://ittefaq.com.bd/content/2010/09/23/news0977.htm |titleশিরোনাম=বিনোদিনী দাসী|lastশেষাংশ= |firstপ্রথমাংশ= |dateতারিখ=২৩শে সেপ্টেম্বর,২০০৯ |workকর্ম=দৈনিক ইত্তেফাক|accessdateসংগ্রহের-তারিখ=১৪ই ফেব্রুয়ারি,২০১১ }}</ref>[[বেঙ্গল থিয়েটার|বেঙ্গল থিয়েটারে]] প্রথম অভিনেত্রী গ্রহণ করা হয় [[১৮৭৩]] সালে । এর একবছরের মধ্যেই বিনোদিনী সাধারণ রঙ্গালয়ে যোগ দেন । নাচগানে পারদর্শী বিনোদিনী খুব তাড়াতাড়ি অভিনয়ে দক্ষ হয়ে ওঠেন এবং একজন প্রথম
শ্রেনীর অভিনেত্রী হিসাবে খ্যাতি লাভ করেন । [[১৮৭৪]] থেকে একটানা ১২ বছর তিনি অভিনয় করেছিলেন । [[১৮৮৬]]
খ্রীষ্টাব্দের ২৫ ডিসেম্বর তিনি শেষবার অভিনয় করেন । এর আগে পর্যন্ত ৫০টি নাটকে তিনি ৬০টিরও বেশি চরিত্রে অভিনয়
৩৫ নং লাইন:
 
== স্টার থিয়েটার ==
১৮৮৩ সালের দিকে গিরিশ ঘোষ স্টার থিয়েটার গড়ে তুলেছিলেন।কারণ গ্রেট ন্যাশনাল থিয়েটারের মালিক ছিলেন একজন অবাঙ্গালী ব্যবসায়ী প্রতাপচাঁদ জহুরী, যিনি থিয়েটারকে ব্যবসা হিসেবেই দেখতেন। তাই তাঁর অধীনে কাজ করা গিরিশ ঘোষ এবং বিনোদিনী কারও পক্ষেই সহজ ছিল না। থিয়েটার গড়ে তোলার জন্য যে রকম টাকা পয়সা দরকার ছিল , তা গিরিশ ঘোষের ছিল না। একজন ২০-২১ বছরের ব্যবসায়ী গুরমুখ রায় অর্থ সাহায্য প্রদান করেন।থিয়েটারের চেয়ে তার বিনোদিনীর প্রতিই বেশি আকর্ষণ ছিল। গুরমুখ রায় বিনোদিনীকে ৫০ হাজার টাকায় কিনে নিতে চেয়েছিল যাতে সে অভিনয় ছেড়ে দেয়।বিনোদিনী আংশিক রাজী হন সে প্রস্তাবে কারণ তিনি অভিনয় ছাড়তে রাজী ছিলেন না। গুরমুখ রায়ের রক্ষিতা হন বিনোদিনী।এই ঘটনায় তাঁর পূর্ববর্তী মালিক ধনী জমিদার ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তিনি লাঠিয়াল দিয়ে নতুন থিয়েটার ভেঙ্গে দিতে চেষ্টা করেন।সেই ধনী জমিদার তলোয়ার হাতে বিনোদিনীর শোবার ঘরে প্রবেশ করে তাকে খুন করতে উদ্যত হন। কিন্তু বিনোদিনী উপস্থিত বুদ্ধির জোরে সে যাত্রা বেঁচে যান।<ref name="Binodini">{{সাময়িকী উদ্ধৃতি |last1শেষাংশ১= মুরশিদ |first1প্রথমাংশ১= গোলাম |last2শেষাংশ২= |first2প্রথমাংশ২= |yearবছর= ২০০৫ |titleশিরোনাম= সুকুমারী থেকে সুচিত্রা |journalসাময়িকী= অন্যদিন ঈদ সংখ্যা ২০০৫ |volumeখণ্ড= |issueসংখ্যা নং= |pagesপাতাসমূহ= ১০৪ |publisherপ্রকাশক= মাজহারুল ইসলাম|doiডিওআই= |urlইউআরএল= |accessdateসংগ্রহের-তারিখ=জানুয়ারি,২০১১ }}</ref>
 
== খ্যাতি ==