হোক্কাইদো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৯ নং লাইন:
| native name link = জাপানি ভাষা
| location = [[প্রশান্ত মহাসাগর]], [[জাপান সাগর]] ও [[ওখট্‌স্ক সাগর]] দ্বারা বেষ্টিত
| coordinates = {{coordস্থানাঙ্ক|43|N|142|E|scale:500000|display=inline}}
| archipelago = [[জাপান দ্বীপপুঞ্জ]]
| area km2 = 77981.87km2
৫৭ নং লাইন:
 
==ইতিহাস==
আইনু, নিভ্‌খ্‌ এবং ওরোক জনজাতি ছিল প্রাগৈতিহাসিক হোক্কাইদো দ্বীপে<ref name="Japan Handbook p760">''জাপান হাতবই'', p. 760</ref> প্রথম বসতি স্থাপক মানব জনগোষ্ঠী।<ref>"[http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7437244.stm অবশেষে জাপানে আইনুদের স্বীকৃতি] ". BBC News. July 6, 2008</ref> নথিবদ্ধ ইতিহাসে হোক্কাইদোর প্রথম উল্লেখ পাওয়া যায় ৭২০ খ্রিঃ রচিত ''[[নিহন শোকি]]'' বইতে। এই গ্রন্থ অনুযায়ী ৬৫৮ থেকে ৬৬০ খ্রিঃ সময়কালে আবে নো হিরাফু নামক জনৈক সামরিক অধিকর্তা এক বিশাল নৌবহর ও সেনাবাহিনী নিয়ে উত্তরের সমুদ্রে অভিযান চালান এবং মিশিহাসে ও এমিশি জনগোষ্ঠীর সংস্পর্শে আসেন। হিরাফু যে সমস্ত জায়গায় গিয়েছিলেন সেগুলোর মধ্যে একটা ছিল {{nihongo|ওয়াতারিশিমা|渡島}}। এই স্থানটিকে অনেকে বর্তমান হোক্কাইদো বলে মনে করেন। অবশ্য এই গ্রন্থটির তথ্য সম্পর্কে অনেক রকম ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা অনুযায়ী ওয়াতারিশিমার এমিশি জনগোষ্ঠীই এখনকার হোক্কাইদোবাসী আইনু। [[নারা যুগ|নারা]] ও [[হেইয়ান যুগ|হেইয়ান যুগে]] (৭১০-১১৮৫ খ্রিঃ) দেওয়া প্রদেশ নামক জাপান সরকারের একটি ঘাঁটির সঙ্গে আইনুরা বাণিজ্য করত। [[জাপানের ইইহাস#জাপানে মধ্যযুগ|মধ্যযুগ]] থেকে হোক্কাইদোর অধিবাসীদের এযো বলে ডাকা শুরু হয় এবং হোক্কাইদোর নাম হয় এযোচি<ref>{{বই উদ্ধৃতি|last1শেষাংশ১=McClain|first1প্রথমাংশ১=James L.|titleশিরোনাম=Japan, A Modern History|dateতারিখ=2002|publisherপ্রকাশক=W.W. Norton & Company|locationঅবস্থান=New York, N.Y.|isbnআইএসবিএন=0-393-04156-5|pageপাতা=285|editionসংস্করণ=First}}</ref> {{nihongo|এযোচি|蝦夷地||আক্ষরিক "এযো-ভূমি"}} বা {{nihongo|এযোগাশিমা|蝦夷ヶ島||আক্ষরিক "এযোদের দ্বীপ"}}। এযোদের মূল জীবিকা ছিল শিকার ও মাছ ধরা। চাল ও লোহা তারা জাপানিদের কাছ থেকে আমদানি করত।
 
[[মুরোমাচি যুগ|মুরোমাচি যুগে]] (১৩৩৬-১৫৭৩) জাপানিরা ওশিমা উপদ্বীপের দক্ষিণে একটি জনপদ স্থাপন করে। যুদ্ধ এড়াতে ক্রমশ বেশি সংখ্যায় জাপানিরা এই জনপদে আসতে শুরু করলে জাপানি ও আইনুদের মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদ ক্রমশ বাড়তে বাড়তে পুরোদস্তুর যুদ্ধের চেহারা নেয়। ১৪৫৭ খ্রিঃ তাকেদা নোবুহিরোর হাতে আইনু নেতা কোশামাইন নিহত হন এবং জাপানিরা আইনুদের পরাস্ত করে।<ref name="Japan Handbook p760" /> নোবুহিরোর উত্তরসূরীরা হোক্কাইদোতে মাৎসুমে পরিবারের শাসন কায়েম করেন। এই পরিবার [[আযুচি-মোমোইয়ামা যুগ|আযুচি-মোমোইয়ামা]] ও [[এদো যুগ|এদো যুগে]] (১৫৬৮-১৮৬৮ খ্রিঃ) আইনুদের সাথে বাণিজ্যের একচ্ছত্র অধিকার লাভ করে। মাৎসুমে পরিবারের সমৃদ্ধি এই বাণিজ্যের উপরেই নির্ভরশীল ছিল। দক্ষিণ এযোচির উপর ১৮৬৮ পর্যন্ত তাদের কর্তৃত্ব বজায় ছিল।