বাংলা একাডেমি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Imonreza (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎ইতিহাস: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫৫ নং লাইন:
[[চিত্র:Dhaka - Bordhoman House at Bangla academy 03678.JPG|right|thumb|250px|বাংলা একাডেমির প্রধান ভবন ''বর্ধমান হাউজ'']]
 
[[বশীর আল-হেলাল|বশীর আল-হেলালের]] মতে, বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান স্থাপন ও সংগঠনের চিন্তা [[মুহম্মদ শহীদুল্লাহ|ড. মুহম্মদ শহীদুল্লাহ্]] প্রথম করেন।<ref>[http://174.120.99.127/~thedaily/details.php?news=27&action=main&option=all&menu_type=&pub_no=118 দৈনিক সংবাদের নিবন্ধ]</ref> ড. শহীদুল্লাহ ৩১ ডিসেম্বর, [[১৯৪৮]] এ পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনে ভাষা সংক্রান্ত একটি একাডেমি প্রতিষ্ঠার দাবি করেন।<ref name="banglapedia.org">[http://bn.banglapedia.org/index.php?title= বাংলা_একাডেমী বাংলাপিডিয়ার ভুক্তি]</ref> এছাড়া [[দৈনিক আজাদ]] পত্রিকা বাংলা একাডেমি গঠনে জনমত সৃষ্টিতে ভূমিকা রাখে। ১৯৫২ সালের ২৯ এপ্রিল পত্রিকাটি "বাংলা একাডেমী" প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা জানিয়ে এ প্রসঙ্গে সম্পাদকীয় প্রকাশ করে। এ ব্যাপারে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] কর্তৃপক্ষ সে সময় কিছু প্রচেষ্টা নেয়।<ref name="banglapedia.org"/><ref name="174.120.99.127">http://174.120.99.127/~thedaily/details.php?news=27&action=main&option=all&menu_type=&pub_no=118</ref><ref name="banglapedia.org"/> [[১৯৫৪]] সালে এ পরিপ্রেক্ষিতে প্রস্তাবও গ্রহণ করা হয়। কিন্তু অর্থাভাবে প্রস্তাবটি বাস্তবায়ন হয়নি। ১৯৫৪ সালে [[যুক্তফ্রন্ট]] গঠিত হলে শিক্ষামন্ত্রী সৈয়দ আজিজুল হক নির্দেশ দেন,<ref name="174.120.99.127"/>
 
<blockquote>যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী বর্ধমান হাউজের বদলে অপেক্ষাকৃত কম বিলাসের বাড়িতে বাসস্থান নির্দিষ্ট করিবেন এবং বর্ধমান হাউজকে আপাতত ছাত্রাবাস ও পরে বাংলাভাষার গবেষণাগারে পরিণত করা হইবে।</blockquote>