ভিক্টোরিয়া মেমোরিয়াল হল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎চিত্রাবলি: পরিষ্কারকরণ,
সংশোধন
২২ নং লাইন:
}}
 
'''ভিক্টোরিয়া মেমোরিয়াল হল''' বা '''ভিক্টোরিয়া স্মৃতিসৌধ''' [[পশ্চিমবঙ্গ|পশ্চিমবঙ্গের]] [[কলকাতা]]য় অবস্থিত [[মহারানি ভিক্টোরিয়া]]র একটি স্মৃতিসৌধ। উল্লেখ্য, ভিক্টোরিয়া [[ভারতসম্রাজ্ঞী]] উপাধির অধিকারী ছিলেন। আগাগোড়া শ্বেত পাথরের তৈরি ইংল্যান্ডেশ্বরী মহারানি ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় প্রদর্শশালাপ্রদর্শনীশালা [[জাদুঘর]] এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ।<ref>[http://www.iloveindia.com/indian-monuments/victoria-memorial.html Victoria Memorial Hall]</ref>
 
[[বেলফাস্ট সিটি হল|বেলফাস্ট সিটি হলের]] স্থাপত্যশৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার [[উইলিয়াম এমারসন]]।<ref>[http://www.indianholiday.com/best-of-india/monuments/victoria-memorial.html Victoria Memorial]</ref> প্রথমে তাঁকে [[রেনেসাঁ স্থাপত্য|ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলী]]তে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করতে বলা হলেও, তিনি শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগের বিরোধিতা করেন এবং [[ইন্দো-সারাসেনিক]] শৈলীর সঙ্গে [[মুঘল স্থাপত্য|মুঘল]] উপাদান যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। [[ভিনসেন্ট এসচ]] ছিলেন এই সৌধের অধীক্ষক স্থপতি। সৌধ-সংলগ্ন বাগানটির নকশা প্রস্তুত করেছিলেন [[লর্ড রেডেসডেল]] ও স্যার [[জন প্রেইন]]। কলকাতার মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণকার্যের দায়িত্ব অর্পিত হয়েছিল।