পুরান ঢাকা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
EditBangla (আলোচনা | অবদান)
সম্প্রসারণ, পরিষ্কারকরণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{Unreferencedউৎসহীন|date=জুন ২০১৫}}
[[চিত্র:Sakrain.jpg|thumb|220px|right|পুরান ঢাকায় পৌষ সংক্রান্তির ঘুড়ি উৎসব]]
[[চিত্র:Iftaari.jpg|thumb|220px|right|চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারী]]
১৭ নং লাইন:
 
== প্রশাসন ==
পুরান ঢাকা ৮টি মেট্রোপলিটন থানা এলাকা নিয়ে গঠিত। এগুলো হলঃ [[হাজারিবাগ থানা|হাজারীবাগ]], [[লালবাগ থানা|লালবাগ]], [[চকবাজার]], [[বংশাল]], ঢাকা সদর বা [[কোতোয়ালী]], [[সূত্রাপুর থানা|সূত্রাপুর]], [[ওয়ারী]] ও [[গেন্ডারিয়া]]।
 
পুরোনো ঢাকা [[ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন]] এর অন্তর্ভুক্ত একটি অঞ্চল। পুরান ঢাকা'র পশ্চিমে মোহাম্মদপুর, উত্তরে ধানমন্ডি, নিউমার্কেট, শাহবাগ, রমনা, মতিঝিল ও সবুজবাগ, পূর্বে যাত্রাবাড়ী ও শ্যামপুর এবং দক্ষিণে কামরাঙ্গীরচর থানা ও কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত।
৩৪ নং লাইন:
ঢাকাইয়ারা ভোজনরসিক। মুঘল প্রাদেশিক রাজধানী হিসেবে অনেক আগে থেকেই উত্তর ভারতীয় খাবারগুলো এখানে জনপ্রিয়। এখানকার উল্লেখযোগ্য খাবারগুলো হলো - টিক্কা, জালি কাবাব, কাঠি কাবাব, শাম্মি কাবাব, বটি কাবাব, নার্গিস কাবাব, শিক কাবাব, দই-বড়া, মুরগি মুসাললাম, খাসির পায়া, কাচ্চি বিরিয়ানী, পাক্কি বিরিয়ানী, মোরগ পোলাও, নান রুটি, বাকরখানি বা সুখা রুটি, নিহারি, বোরহানী, লাবান, ইত্যাদি। এছাড়া অন্যান্য মসলাদার খাবার ঢাকাইয়াদের বিশেষ পছন্দনীয়। নান্নার বিরিয়ানী, [[হাজী'র বিরিয়ানী]] আল রাজ্জাক রেস্টুরেন্ট, রয়েল রেস্টুরেন্ট, আমানিয়া হোটেল, ইত্যাদি এখানকার সুপরিচিত খাদ্যসামগ্রী বিক্রেতা।
=== উৎসব ===
ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা ও শবে বরাত পুরান ঢাকা'র প্রধান ধর্মীয় উৎসব। পহেলা বৈশাখ বা বৈশাখীও এখানে সাড়ম্বরভাবে পালিত হয়। পৌষ সংক্রান্তির দিনে লোকজন ঘুড়ি উৎসবে মেতে ওঠে। প্রতিবছর ১৪ বা ১৫ই জানুয়ারি এ উৎসব পালিত হয়। প্রাতিষ্ঠানিকভাবে হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠে এবং স্বতঃস্ফূর্তভাবে মধ্য পুরান ঢাকা'র প্রায় প্রতিটি বাড়ির ছাদে ঘুড়ি উড়ানো হয়। উত্তর ভারতীয় এ ঘুড়ি উৎসবটিকে স্থানীয়রা 'সাকরাইন' নামে অভিহিত করে। এছাড়া ১০ মহরর্ম এখানে সাড়ম্বরে শিয়া রীতিতে আশুরা উদযাপন করা হয়।
 
== সামাজিক ব্যবস্থা ==
৪০ নং লাইন:
[[চিত্র:Northbrook Hall View from Burigonga River.jpg|thumb|220px|বুড়িগঙ্গা থেকে নর্থব্রুক হল, ১৯০৪ খ্রিস্টাব্দ।]]
== শিক্ষা প্রতিষ্ঠান ==
পুরান ঢাকা'র উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল [[জগন্নাথ বিশ্ববিদ্যালয়]], [[স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল]], [[ঢাকা কলেজিয়েট স্কুল]], ইন্সটিটিউট অব লেদার টেকনোলজি, ঢাকা বিশ্ববিদ্যালয় (সাবেক বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজি), [[পোগোজ স্কুল]], তিব্বিয়া হাবিবিয়া ইউনানী মেডিকেল কলেজ, [[আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়]] ইত্যাদি।
 
== দর্শনীয় স্থানসমূহ ==