হুবার্ট ডগার্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্য থাকল এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫৬ নং লাইন:
}}
 
'''জর্জ হুবার্ট গ্রাহাম ডগার্ট''' ({{lang-en|Hubert Doggart}}; [[জন্ম]]: [[১৮ জুলাই]], [[১৯২৫]] - [[মৃত্যু]]: [[১৬ ফেব্রুয়ারি]], [[২০১৮]])<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.sussexcricket.co.uk/news/hubert-doggart-1925-2018|titleশিরোনাম=Hubert Doggart 1925-2018|dateতারিখ=21 February 2018|publisherপ্রকাশক=Sussex Cricket|accessdateসংগ্রহের-তারিখ=22 February 2018}}</ref><ref name="ICC">{{cite press release |url=https://www.icc-cricket.com/media-releases/625554 |date=21 February 2018|title=ICC saddened with the passing of Hubert Doggart |accessdate=21 February 2018 |publisher=International Cricket Council}}</ref> লন্ডনের আর্লস কোর্টে জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক ও বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি | urlইউআরএল = https://cricketarchive.com/Archive/Players/0/871/871.html | titleশিরোনাম = Player profile: Hubert Doggart | workকর্ম =CricketArchive| urlইউআরএল-accessসংগ্রহ=subscription | accessdateসংগ্রহের-তারিখ = 28 February 2013}}</ref> [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের পক্ষাবলম্বন করে খেলেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষেও খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন '''হুবার্ট ডগার্ট'''।
 
== প্রারম্ভিক জীবন ==
লন্ডনের আর্লস কোর্টে এক ক্রীড়ানুরাগী পরিবারে হুবার্ট ডগার্টের জন্ম। গ্রাহাম ডগার্ট নামীয় ক্রীড়াবিদের জ্যেষ্ঠ সন্তান তিনি। উইনচেস্টার কলেজে পড়াশোনা করেছেন তিনি।<ref>{{ওয়েব উদ্ধৃতি|titleশিরোনাম=Hubert Doggart OBE|urlইউআরএল=http://www.cricketingwinchester.co.uk/winchester-college-cricketing-legacy/hubert-doggart-obe-1925/|websiteওয়েবসাইট=Cricketing Winchester|publisherপ্রকাশক=Winchester City Council|accessdateসংগ্রহের-তারিখ=16 January 2015}}</ref> বিদ্যালয়ে অধ্যয়নকালীন ক্রিকেট ও ফুটবলে প্রথম একাদশের অধিনায়কের দায়িত্ব পালন করেন। বিদ্যালয় ছেড়ে আসার পর কোল্ডস্ট্রিম গার্ডসের কমিশন্ড লাভ করেন। এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন কিংস কলেজে ভর্তি হন। সেখান থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
ক্রিকেট, ফুটবল, র‌্যাকেট, স্কোয়াশ ও রাগবি ফাইভ - এ পাঁচটি ভিন্ন ক্রীড়ায় কেমব্রিজ ব্লু লাভ করেন তিনি। তন্মধ্যে, চারটিতে অধিনায়কত্ব করেন। সফলতম শৌখিন ক্রিকেটার হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও সাসেক্সের পক্ষে খেলেছিলেন। ১৯৫৪ সালে সাসেক্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন হুবার্ট ডগার্ট। ১৯৪৮ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে অভিষেক ঘটে তাঁর। অভিষেক খেলাতেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অপরাজিত ২১৫ রান তুলেন। অদ্যাবধি তাঁর এ সংগ্রহটি ইংরেজ ক্রিকেটে অভিষিক্ত হওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ হিসেবে স্বীকৃত।<ref>{{ওয়েব উদ্ধৃতি | urlইউআরএল = https://cricketarchive.com/Archive/Scorecards/18/18405.html| titleশিরোনাম = Scorecard: Cambridge University v Lancashire | dateতারিখ = 1 May 1948 | workকর্ম = CricketArchive |urlইউআরএল-accessসংগ্রহ=subscription | accessdateসংগ্রহের-তারিখ = 28 February 2013}}</ref>
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটি মাত্র টেস্ট খেলায় অংশগ্রহণ করার সুযোগ পান। ওল্ড ট্রাফোর্ড ও লর্ডসে অনুষ্ঠিত উভয় টেস্টগুলো সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে খেলেছিলেন। ৮ জুন, ১৯৫০ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে হুবার্ট ডগার্টের।
 
শিক্ষকতা পেশায় দায়বদ্ধতার কারণে ১৯৫৪ সালে একবারই পূর্ণাঙ্গ গ্রীষ্মকালে খেলার সুযোগ পেয়েছিলেন।<ref name="Cap">{{বই উদ্ধৃতি |titleশিরোনাম=If The Cap Fits |lastশেষাংশ=Bateman |firstপ্রথমাংশ=Colin |authorlinkলেখক-সংযোগ= |coauthors= |yearবছর=1993 |publisherপ্রকাশক=Tony Williams Publications |locationঅবস্থান= |isbnআইএসবিএন=1-869833-21-X |pageপাতা=54 |pagesপাতাসমূহ= |urlইউআরএল= }}</ref>
 
== অবসর ==