১,৯৬,০১৪টি
সম্পাদনা
অ (টেমপ্লেটে সংশোধন) |
|||
'''লোহিত সাগর''' ({{lang-en|Red Sea}}) [[ভারত মহাসাগর|ভারত মহাসাগরের]] একটি অংশ, যা [[আফ্রিকা]] ও [[এশিয়া]] মহাদেশকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে [[বাব এল মান্দেব]] প্রণালী ও [[এডেন উপসাগর|এডেন উপসাগরের]] মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত। সাগরটির উত্তরাংশে [[সিনাই উপদ্বীপ]], [[আকাবা উপসাগর]] এবং [[সুয়েজ উপসাগর]] অবস্থিত।
লোহিত সাগরের পৃষ্ঠদেশের ক্ষেত্রফল প্রায় ১,৭৪,০০০ বর্গকিলোমিটার। সাগরটি প্রায় ১,৯০০ কিলোমিটার দীর্ঘ এবং সর্বাধিক ৩০০ কিলোমিটার প্রশস্ত।<ref>{{ওয়েব উদ্ধৃতি |
বাষ্পীভবন ও বায়ুপ্রবাহের ফলে উদ্ভূত জলপ্রবাহের বিন্যাসজনিত কারণে লোহিত সাগর বিশ্বের সবচেয়ে লবণাক্ত সাগরগুলির একটি। এই সাগরের লবণাক্ততা ৩.৬% থেকে ৩.৮%।
|