গ্রুইফর্মিস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৯ নং লাইন:
'''গ্রুইফর্মিস''' (Gruiformes) অনেকগুলো বিচিত্র [[গোত্র (জীববিদ্যা)|গোত্র]] নিয়ে গঠিত একটি [[বর্গ (জীববিদ্যা)|পক্ষীবর্গ]]। এসব গোত্রের অন্তর্গত [[প্রজাতি|প্রজাতিসমূহ]] সমগ্র পৃথিবীজুড়ে ব্যাপকভাবে বিস্তৃত। গ্রুইফর্মিস শব্দটি [[লাতিন ভাষা]] থেকে এসেছে এবং এর অর্থ ''[[সারস|সারসের]] মত''।
 
সাধারণভাবে জলচর, পানিকাটা ও ভূচর পাখিদের কয়েকটি গোত্র মিলে এ বর্গটি গঠিত হয়েছে। এসব গোত্রের অধিকাংশকে অন্যসব বর্গে ফেলা যায় নি বলে এ বর্গে স্থান দেওয়া হয়েছে। ১৪ প্রজাতির বড় [[সারস]], প্রায় ১৪৫ প্রজাতির [[Rallidae|ঝিল্লি আর গুরগুরি]], এবং আরও কিছু বিচ্ছিন্ন গোত্র যেগুলোতো মাত্র এক থেকে তিনটি প্রজাতি রয়েছে সেগুলোকে এ বর্গে স্থান দেওয়া হয়েছে। এ ধরনের বিচ্ছিন্ন গোত্রের মধ্যে রয়েছে বাস্টার্ড আর ডাহরদের গোত্র [[Otididae]] (ওটিডি, প্রায় ২৬ প্রজাতি), [[Mesitornithidae]] (মেসিটর্নিথিডি, মাত্র একটি প্রজাতি), [[Heliornithidae]] (হেলিওর্নিথিডি; প্যারাপাখি ও সূর্যডুবুরি, তিনটি প্রজাতি), [[Turnicidae]] (টুর্নিসিডি, নাটাবটের, প্রায় ১৬ প্রজাতি), [[Aramidae]] (আরামিডি, একটি প্রজাতি), [[Psophiidae]] (সোফিডি, তিনটি প্রজাতি), [[Cariamidae]] (কারিয়ামিডি, ২টি প্রজাতি), [[Eurypygidae]] (ইউরিপিজিডি, একটিমাত্র প্রজাতি), [[Rhynochetidae]] (রাইনোকেটিডি, একটি প্রজাতি) ইত্যাদি।<ref name="Brit">{{ওয়েব উদ্ধৃতি | urlইউআরএল=http://www.britannica.com/EBchecked/topic/247347/gruiform | titleশিরোনাম=gruiform | publisherপ্রকাশক=Encyclopaedia Britannica | accessdateসংগ্রহের-তারিখ=17 July 2013 | authorলেখক=G. Stuart Keith}}</ref> বর্তমানে আধুনিক গবেষণায় এসব গোত্রের অধিকাংশকে আলাদা বর্গের মর্যাদা দেওয়া হয়েছে বা অন্য কোন বর্গে স্থান দেওয়া হয়েছে।
 
== শ্রেণীবিন্যাস ==