কল্যাণী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৬ নং লাইন:
 
== ইতিহাস ==
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই স্থান ছিল একটি আমেরিকান বিমান ঘাঁটি। যার কিছু নিদর্শণ এখনও কল্যাণী স্টেশন সংলগ্ন অঞ্চলে ও কল্যাণী ঘোষপাড়া অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই সময়ে এর নাম ছিল রুজভেল্ট নগর।<ref name="Lee1969">{{বই উদ্ধৃতি|lastশেষাংশ=Lee|firstপ্রথমাংশ=Terence R.|titleশিরোনাম=Residential water demand and economic development|urlইউআরএল=https://books.google.com/books?id=a3cEAAAAMAAJ|yearবছর=1969|publisherপ্রকাশক= University of Toronto Press|pageপাতা=66}}</ref> ১৯৫০ এর দশকের শুরুতে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী [[বিধানচন্দ্র রায়|বিধানচন্দ্র রায়ের]] উদ্যোগে কল্যাণীকে একটি আদর্শ পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়। ১৯৫২ সালে [[ভারতীয় জাতীয় কংগ্রেসের]] অধিবেশনও এই শহরে অনুষ্ঠিত হয়। এই ঐতিহাসিক অধিবেশনের স্মৃতিস্বরূপ কল্যানীর একটি রাস্তার নাম 'কংগ্রেস রোড' নামে চিহ্নিত।
 
== ভৌগোলিক অবস্থান ==
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল {{coor d|22.98|N|88.48|E|}} ।<ref name="geoloc">{{ওয়েব উদ্ধৃতি | accessdateসংগ্রহের-তারিখ = অক্টোবর ৭, ২০০৬ | urlইউআরএল = http://www.fallingrain.com/world/IN/28/Kalyani.html | titleশিরোনাম = Kalyani | workকর্ম = Falling Rain Genomics, Inc}}</ref> সমুদ্রতল হতে এর গড় উচ্চতা হল ১১&nbsp;[[মিটার]] (৩৬&nbsp;[[ফুট]])।
 
== জনসংখ্যা ==
ভারতের ২০১১ সালের [[আদমশুমারি]] অনুসারে কল্যাণী শহরের জনসংখ্যা হল ১০০,৬২০ জন <ref>{{ওয়েব উদ্ধৃতি|titleশিরোনাম=Cities having population 1 lakh and above|urlইউআরএল=http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf|publisherপ্রকাশক=Census of India, Government of India|accessdateসংগ্রহের-তারিখ=2 November 2011}}</ref> এর মধ্যে পুরুষ ৫০.৯৯%, এবং নারী ৪৯%।
 
এখানে সাক্ষরতার হার ৮৮.৭%, । পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯২%, এবং নারীদের মধ্যে এই হার ৮৪.৬%। যা ভারতের গড় সাক্ষরতার হার ৫৯.৫%, এর থেকে অনেকটাই বেশি। এই শহরের জনসংখ্যার ৯% হল ৬ বছর বা তার কম বয়সী।
৮১ নং লাইন:
 
== স্বাস্থ্য ==
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত আর্মি হসপিটাল কল্যাণীর প্রাচীনতম হাসপাতাল, বিধান চন্দ্র রায় এটিকে যক্ষ্মা রোগীদের জন্য নেতাজী সুভাষ সানাটোরিয়াম হিসেবে নামকরণ করেন। এছাড়া জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল, ই এস আই হাসপাতাল ও গান্ধী মেমোরিয়াল হাসপাতাল কল্যাণীর অপর তিনটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। জে এন এম কলেজের সাথে ২০০৯ সাল থেকে যুক্ত হয়েছে কল্যাণী কলেজ অফ মেডিসিন। গান্ধী মেমোরিয়াল হাসপাতাল হৃদরোগ সম্পর্কিত চিকিৎসার জন্য খ্যাত। এছাড়াও এখানে একাধিক বেসরকারি চিকিৎসালয় রয়েছে মোট ১১ টি এবং ৩ টি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল।
 
এছাড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম হাসপাতাল তৈরি হচ্ছে কল্যাণী'তে ২০১৫ সালে কল্যাণী শহরে এইমস নির্মানের ঘোষনা করে কেন্দ্র সরকার। ২০১৬ সাল থেকে কল্যাণীতে এইমস নির্মান শুরু হয়েছে। ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে [[অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান, কল্যাণী|এইমস কল্যাণী]]র নির্মান শেষ হবে।