ক্লেয়ার ডেইন্স: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৬ নং লাইন:
}}
 
'''ক্লেয়ার ক্যাথরিন ডেইন্স''' ([[ইংরেজি ভাষা|ইংরেজি]]: Claire Catherine Danes; জন্ম: [[১২ এপ্রিল|১২ই এপ্রিল]], [[১৯৭৯]])<ref name="FamilySearch-USPublicRecords">{{ওয়েব উদ্ধৃতি|titleশিরোনাম=Claire Catherine Danes: United States Public Records, 1970-2009|languageভাষা=ইংরেজি|urlইউআরএল=https://familysearch.org/pal:/MM9.1.1/KKWK-8DQ|websiteওয়েবসাইট=[[ফ্যামিলি সার্চ]]|accessdateসংগ্রহের-তারিখ=১২ এপ্রিল ২০১৮}}</ref> হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি তিনটি [[এমি পুরস্কার]], চারটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]], দুটি [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার]] জয় করেছেন। ২০১২ সালে ''[[টাইম (ম্যাগাজিন)|টাইম]]'' ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে, এবং ২০১৫ সালে [[হলিউড ওয়াক অব ফেম|হলিউড ওয়াক অব ফেমে]] তার নামে একটি তারকা খচিত হয়।
 
ডেইন্স ১৯৯৪ সালে ব্যাপক প্রশংসিত কিশোর নাট্য ধারাবাহিক ''মাই সো-কলড লাইফ''-এ অ্যাঞ্জেলা চেজ চরিত্রে অভিনয় করেন।<ref name="NYTimes-MSCL-2007">{{সংবাদ উদ্ধৃতি|last1শেষাংশ১=বেলাফান্তে|first1প্রথমাংশ১=জিনা|titleশিরোনাম=A Teenager in Love (So-Called)|languageভাষা=ইংরেজি|urlইউআরএল=https://www.nytimes.com/2007/10/28/arts/television/28bell.html?_r=0&ref=arts&pagewanted=all|accessdateসংগ্রহের-তারিখ=১২ এপ্রিল ২০১৮|workকর্ম=[[দ্য নিউ ইয়র্ক টাইমস]]|dateতারিখ=২৮ অক্টোবর ২০০৭}}</ref> এই ভূমিকার জন্য তিনি শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং নাট্য ধারাবাহিক অনন্য কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। একই বছর ''লিটল ওমেন'' (১৯৯৪) চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ''[[রোমিও + জুলিয়েট]]'' (১৯৯৬), ''[[দ্য রেইনমেকার]]'' (১৯৯৭), ''[[লে মিজেরাবল (১৯৯৮-এর চলচ্চিত্র)|লে মিজেরাবল]]'' (১৯৯৮), ''ব্রোকডাউন প্যালেস'' (১৯৯৯), ''প্রিন্সেস মোনোনোকে'' (১৯৯৭)-এর ইংরেজি ডাবিং, ''ইগবি গোজ ডাউন'' (২০০২), ''[[দি আওয়ার্স (২০০২-এর চলচ্চিত্র)|দি আওয়ার্স]]'' (২০০২), ''[[টার্মিনেটর থ্রি: রাইজ অব দ্য মেশিনস্‌]]'' (২০০৩), ''শপগার্ল'' (২০০৫) এবং ''স্টারডাস্ট'' (২০০৭)।
 
১৯৯৮ থেকে ২০০০ সালে ডেইন্স ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন কিন্তু তিনি পড়াশুনা সমাপ্ত করতে পারেননি এবং পুনরায় অভিনয়ে ফিরে আসেন। তিনি ২০০০ সালে অফ-ব্রডওয়ে প্রডাকশনের ''দ্য ভ্যাজিনা মনোলগ্‌স''-এ অভিনয় করেন এবং ২০০৭ সালে ''পিগম্যালিয়ন'' নাটকে এলিজা ডুলিটল চরিত্রে অভিনয় দিয়ে তার ব্রডওয়েতে অভিষেক হয়। ২০১০ সালে তিনি [[এইচবিও]]র টেলিছবি ''টেম্পল গ্র্যান্ডিন''-এ নাম ভূমিকায় অভিনয় করেন প্রশংসিত হয় এবং তার দ্বিতীয় গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেন এবং সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে অনন্য কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে প্রথম এমি পুরস্কার অর্জন করেন। ২০১১ সালে তিনি নাট্যধর্মী ''হোমল্যান্ড'' ধারাবাহিকে ক্যারি ম্যাথিসন চরিত্রে কাজ করেন, যার জন্য তিনি দুবার নাট্যধর্মী ধারাবাহিকে অনন্য কেন্দ্রীয় অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও দুবার [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য টেলিভিশন ধারাবাহিক)|নাট্য টেলিভিশন ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার]] এবং একটি টেলিভিশন ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন।<ref name="Emmys-ClaireDanes-Bio">{{ওয়েব উদ্ধৃতি|titleশিরোনাম=Bios: Claire Danes|languageভাষা=ইংরেজি|urlইউআরএল=http://www.emmys.com/celebrities/claire-danes|websiteওয়েবসাইট=[[এমি পুরস্কার]]|accessdateসংগ্রহের-তারিখ=১২ এপ্রিল ২০১৮}}</ref><ref name="HFPA-GoldenGlobes-ClaireDanes">{{ওয়েব উদ্ধৃতি|titleশিরোনাম=Claire Danes|languageভাষা=ইংরেজি|urlইউআরএল=http://www.hfpa.org/browse/?param=/member/28593|websiteওয়েবসাইট=Golden Globes|publisherপ্রকাশক=হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন|accessdateসংগ্রহের-তারিখ=১২ এপ্রিল ২০১৮}}</ref>
 
==চলচ্চিত্র তালিকা==
১৭৯ নং লাইন:
{{হাস্টি পুডিং বর্ষসেরা নারী}}
}}
{{কর্তৃত্বকর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:ডেইন্স, ক্লেয়ার}}