জর্জ ভার্নন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
→‎বহিঃসংযোগ: + কমন্স বিষয়শ্রেণী
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = জর্জ ভার্নন
| image = George Vernon.jpg
| caption = জর্জ ভার্নন
| birth_date={{birthজন্ম dateতারিখ|1856|6|20|df=y}}
| birth_place=[[Marylebone|মেরিলেবোন]], [[লন্ডন]], [[ইংল্যান্ড]]
| death_date={{deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1902|8|10|1856|6|20|df=y}}
| death_place=[[Elmina|এলমিনা]], [[Ghana|গোল্ডকোস্ট]] (বর্তমানে - ঘানা)
| batting = ডানহাতি
৫৪ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
৩২ মন্টেগু স্কয়ারে বসবাসকারী জর্জ ভার্ননের সন্তানরূপে জন্ম হয় তাঁর। রাগবি স্কুলে অধ্যয়ন করেন। ১৮৭৩ সালে লর্ডসে রাগবি একাদশের সদস্যরূপে প্রথমবারের মতো খেলেন ও ১৮৭৪ সালে অধিনায়কের দায়িত্বে ছিলেন। এরপর মিডলসেক্সের পক্ষে ১০৩টি প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণ করেছেন।
 
১৮৮২-৮৩ মৌসুমে ইংল্যান্ড দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া সফরে যান। [[দি অ্যাশেজ|অ্যাশেজ সফরে]] একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ হয় তাঁর। ১৮৮২-৮৩ মৌসুমের পর ১৮৮৭-৮৮ মৌসুমেও অস্ট্রেলিয়া গমন করেন তিনি।
 
== ভারত গমন ==
১৮৮৯-৯০ মৌসুমে তাঁর অধিনায়কত্বে একটি দল ভারত ও সিলন গমন করে। শৌখিন খেলোয়াড়দের নিয়ে গড়া ঐ দলে [[মার্টিন হক|লর্ড হকের]] ন্যায় খেলোয়াড়ের অংশগ্রহণ ছিল। অন্যান্য খেলোয়াড়কে প্রথম-শ্রেণীর ক্রিকেটার হিসেবে গণ্য করা না হলেও ভারতে এরচেয়ে শক্তিধর দল আর আসেনি। এটিই ভারতে কোন বিদেশী দলের সফর ছিল। দলটি সাতটি খেলায় জয় ও একটিতে ড্র করে। এরপূর্বে ৩০ জানুয়ারি, ১৮৯০ তারিখে বোম্বেভিত্তিক পার্সি জিমখানার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। দৃঢ় সংকল্পের অধিকারী ও ক্রিকেট পুরোধা বোম্বের পরবর্তী গভর্নর [[লর্ড হ্যারিস|লর্ড হ্যারিসের]] উপস্থিতিতে ভারতের ক্রিকেট চ্যাম্পিয়নশীপ নামে খেলাটি পরিচিতি পায়। ঐ সময়ে খেলাটি বোম্বের সেরা ক্রীড়ানুষ্ঠানের মর্যাদা লাভ করে। ব্রিটিশ শাসকদেরকে বিস্ময়াভিভূত করে পার্সি দল জয়লাভ করেছিল।
 
১৮৯২-৯৩ মৌসুমে লর্ড হক একাদশের সদস্যরূপে আবারও সিলন ও ভারত গমন করেন। লর্ড হকের নেতৃত্বাধীন এ দলটি পার্সিসের কাছে পরাজিত হয়েছিল। ১৮৯৮ সালে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|মেরিলেবোন ক্রিকেট ক্লাবের]] (এমসিসি) পক্ষে সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশ নেন জর্জ ভার্নন।
 
== ব্যক্তিগত জীবন ==
[[ক্রিকেট]] খেলার পাশাপাশি রাগবি খেলায়ও যথেষ্ট পারদর্শিতা প্রদর্শন করেছেন তিনি। পাঁচবার [[England national rugby union team|ইংল্যান্ড জাতীয় রাগবি ইউনিয়ন দলের]] পক্ষে ফরোয়ার্ড হিসেবে খেলেছেন।
 
পেশাগতভাবে জর্জ ভার্নন ব্যারিস্টার ছিলেন। মিডল টেম্পলের বারে কাজ করেছেন। ঔপনিবেশিক দায়িত্ব পালনেও তাঁর সম্পৃক্ততা ছিল। মৃত্য-পূর্ব পর্যন্ত গোল্ডকোস্ট উপনিবেশের পশ্চিম আফ্রিকা পুলিশ বিভাগে কাজ করেছেন।<ref>{{Cite newspaper The Times |articlename=Obituary - a correspondent writes|day_of_week=Saturday |date=16 August 1902 |page_number=8 |issue=36848| }}</ref>
৮৩ নং লাইন:
{{ইংল্যান্ড দল ১৮৮৭-৮৮ অ্যাশেজ সিরিজ}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:ভার্নন, জর্জ}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:ভার্নন, জর্জ}}
[[বিষয়শ্রেণী:১৮৫৬-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯০২-এ মৃত্যু]]